![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নারীরা কলঙ্কিত, নারীরা পরকিয়া প্রেমে মত্ত। পুরুষদের মুখে ইদানীং এসব কথা প্রায়ই শুনা যাচ্ছে। কিন্তু কেন? শুধু কি নারীরাই খারাপ? নাকি তারা নারী হয়ে জন্মেছে বলেই তাদেরকে সকল পাপের বোঝা বইতে হবে?
আমরা যতই নারীদের জয়জয়কার দেইনা কেন নারীরা আজও অবহেলিত এবং পুরুষ সমাজ দ্বারা অত্যাচারিত। আমাদের সমাজে নারীদের কথার কোন মূল্য নেই তারা সর্বদা পুরুষদের উপর নির্ভরশীল থাকবে এবং দিন শেষে আপন শয্যায় নিজিকে বিলিয়ে দিতে হয় পুরুষের কাছে। এখানে নারীদের কোন ইচ্ছা কিংবা অনিচ্ছা নেই। নারী সমাজের ছন্দ পতন হয়েছে সেই কবে থেকে , আজ বাংলাদেষের সব নারীরা ছন্নছাড়া। আমাদের নারী সমাজ আজও মুখ থুবড়ে পড়ে আছে অন্ধকার গহ্বরে। তাদেরকে তুলে আনার মত কেউ নেই, কোথাও কেউ নেই।
প্রকৃতিগত কারণে একটা মেয়ের মনে প্রেম আসে। হোক সেটা গরিব ঘরের ছেলের সঙ্গে কিংবা ধনি ছেলের ছেলের সঙ্গে । কিন্তু আমাদের সমাজের বাবা মায়েরা মেয়ের এই ভালবাসাকে কবর দিতে সদা জাগ্রত, মেয়ে ভুল করছে কি ঠিক করছে সেটা বিবেচনা না করেই অনেক বাবা বলে থাকেন , দরকার হয় মেয়ে কে কেটে সুরমা নদীতে ভাসিয়ে দিব তবু ওই ছেলের সাথে দিবনা। তাহলে আপনারাই বলুন মেয়েদের সম্মান কোথায়?
মা এসে বার বার মেয়েকে বোঝাতে থাকেন,মা রে তুই যা করছিস তা ঠিক না, তোর বাবার মান সম্মানের কথা একবার চিন্তা কর। মায়ের করুণ মুখ দেখে মেয়ে অসহায়ের মত মেনে নিতে হয় বাবা মায়ের ঠিক করা পাত্র কে। এর পরই ছেলেরা ওই মেয়েকে ছলনাময়ী, স্বার্থপর, বিস্বাসঘাতিনী বলে তিরষ্কার করে। মেয়েটি সব কিছু নিরবে সহ্য করে যায়। কাউকেই বলতে পারেনা মনের কথা। তাইতো বলি বাংলার নারী বুক ফা্টে তবু মুখ ফাটবেনা।
তারপর মেয়েটির বিয়ে হয় অচেনা এক পুরুষের সাথে। যার সাথে তার আগে থেকেই কখনো কোন পরিচয় ছিল না। পুরুষটি কেমন, কেমন তার স্বভাব, কি তার ইচ্ছা , কি তার প্রেরনা কিছুই জানেনা মেয়েটি। কিন্তু না জানা স্বত্তেও মেয়েটি থেমে নেই। সারাক্ষণ সে তার স্বামী নামক পুরুষের সেবা করে যেতে থাকে, কিন্তু তাতে কি লাভ? একটু ব্যাপার নিয়েই পুরুষটি তার সাথে খারাপ ব্যবহার করতে কুণ্ঠা বোধ করে না।
অতঃপর মেয়েটি অত্যাচারের স্বীকার হতে হতে এক সময় মেয়েটি তার সেই পুরনো প্রেমিকের সাথে যোগাযোগ শুরু করে। এ যোগাযোগ কে বাংলা ভাষায় বলে পরকিয়া প্রেম। কিন্তু এই পরকিয়া কি শুধু কি মেয়েরাই করে ? ছেলেরা করেনা? তাহলে সমাজে কেন বার বার মেয়েরা অপমানিত হবে?
সমাজে মেয়েদের উপর এই অত্যাচারের ষ্টিম রোলার কবে বন্ধ হবে???
কেউ কি প্রতিবাদ করবেনা? সবাই কি মুখ বুঝে থাকবে???
২| ১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৩০
তিসান বলেছেন: আপনার কথায় আমি একমত হতে পারিনি। ধর্ম কখনোই নারীদেরকে অন্ধকারে রাখেনি তবে হা ধর্মকেই ব্যবহার করে কিছু লোক নারীদেরকে আজ কলুষিত করছে, যেমন ধর্মের দোহাই দিয়ে অনেকে নারীদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করছে। মন্তব্যের ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৩৫
সজীব মোহন্ত বলেছেন: ধর্মগুলো নারীদের অন্ধকারে রেখেছে