![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শুন, যে ছেলেটা তোমাকে রোজ রাতে ফোন করে ওই ছেলেটা কি এখনও ফোন করে?
হুম করে তো।
করে তো মানে কি?
মানে ওই ছেলেটা ফোন করে।
কেন করবে?
এমনি করে...
তুমি কথা বল?
ফোন দিলে তো কথা বলবই তাইনা?
মিতু আমি কিছুই বুঝতে পারছিনা, তুমি কি বলছ এসব?
শুন ন্যাকামি করবানা আমি তোমাকে বাংলা ভাষায় বলেছি এখানে না বোঝার কিছুই নেই।
তিসান রেগে গিয়ে বলল, আশ্চর্য তুমি আরেকটি ছেলের সাথে কেন কথা বলবা?
সমস্যা কোথায়? ছেলেটা তো খারাপ না, আর তাছাড়া আমি তো তোমার কথা তাকে বলেছি।
তুমি আরেকটা ছেলের সাথে ফস্টিনষ্টি করবা এটা তো আমার ভাল লাগবেনা, তাইনা?
কি বললা তুমি? আমি ফস্টিনষ্টি করি?
হুম করছ তো।
ওকে বেশ! আমি খারাপ মেয়ে, তুমি অন্য একটি ভাল মেয়ে খুজে নাও। আমাকে তো আর এখন ভাল লাগবেনা, আমি তো পুরনো হয়ে গেছি। ছেলেদেরকে আমি খুব ভাল করে চিনি, সব ছেলেরা একই রকম। কিন্তু তোমাকে আমি ভিন্ন রকম ভেবেছিলাম...
হুম যাও যাও অন্য আরেকজন তো পেয়ে গেছ, আমার সাথে ব্রেকআপ করার ফন্দি আটছিলে, এখন পেয়ে গেলে, হুম খুব ভাল ।
যাচ্ছিই তো, তোমার মত ছেলের সাথে প্রেম করেছি ভাবতেই ঘেন্না লাগছে।
মিতু বিদ্যুৎ বেগে চলে গেল। তিসান জায়গায় দাঁড়িয়ে রইল।
মিতুর সাথে তার পরিচয় অল্প দিনের কিন্তু সম্পর্কের গভীরতা অনেক বেশি হয়ে।
মিতু মেয়েটি খুব সহজ সরল মেয়ে, দেখতেও খুব ফর্শা না, শ্যামলা। তবে কথা বার্তা এবং ব্যবহার ছিল খুব ভাল।
তিসান অন্ধকার বেলকনিতে বসে আছে। রাত দুটো বাজছে কিন্তু তার চোখে ঘুম নেই। বার বার ফোন হাতে নিয়ে মিতু কে ফোন করতে চাচ্ছে কিন্তু কোথায় যেন একটা বাঁধা পাচ্ছে। অনেক ভেবে মিতুকে ফোন করল। মিতু ফোন ধরল কিন্তু কোন কথা বলল না, তিসানো না। সুনসান নীরবতা, কেউ কোন কথা বলছেনা।
তিসান বলল, রাতে খাইছ?
অভিমানী কণ্ঠে মিতু বলল, নাহ
কেন বাবু?
তোমার সাথে রাগ করলে কি আমি খেতে পারি?
এখন খাও?
পারবনা।
কেন?
রাগ তো এখনো পড়েনি।
বাবু আমি স্যারি।
ওপাশ নীরব, কে যেন ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। এই কান্নার আওয়াজ তিসানের বুকে পেরেকের মত লাগছে।
জান তুমি কাঁদবেনা বলে দিলাম, কাদলে আমি নিজেকে ঠিক রাখতে পারিনা।
কান্নামিশ্রিত কণ্ঠে মিতু বলল, তুমি আমার সাথে এমন কেন কর?
সোনা আমার ভুল হয়ে গেছে, আমি আর এমন করবনা, আমি তোমাকে এত্তগুলা স্যারি বলছি।
আর করবেনা তো?
না গো আর কখনোই করবনা।
ওকে তাহলে আমিও স্যারি। আমি আর কারো সাথে কথা বলবনা, আমার খুব খারাপ লাগতেছিল, তুমি জানো আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত ভাল থাকতে পারিনা, তাও তুমি আমাকে এতক্ষণ ফোন না দিয়ে ছিলা।
আমারো না খুব খারাপ লাগছিল।
যাও আর মিথ্যে বলতে হবেনা।
সত্যি বলছি গো।
এই শুন।
বল।
তোমাকে না খুব দেখতে ইচ্ছে করছে।
এখন?
হুম।
কিন্তু এখন আসব কিভাবে?
তা আমি কি জানি? আমি তোমাকে দেখব তুমি ক্যামনে আসবা তা তুমি ভাল জানো।
হঠাত করেই তিসানের মন ভাল হয়ে উঠল, মিতুর সাথে দেখা করার জন্য সে এই মাঝ রাতে রওয়ানা দিয়েছে। বাহিরে চাঁদের আলো চক চক করছে। কোন এক অজানা কারণে তিসানের চোখ দিয়ে পানি পড়ছে । ভালবাসা অদ্ভুত এক অনুভূতির নাম যা, মানুষকে সময় অসময়ে কাঁদায়।
লেখকঃ চৌধুরী মোহাম্মদ ইমরান
এম সি কলেজ, সিলেট।
©somewhere in net ltd.