নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হিমুর অন্য নাম

তিসান

১২৩৪

তিসান › বিস্তারিত পোস্টঃ

রহস্য মানবী।।

১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:২৭

মুন্নি চমৎকার একটি মেয়ে। প্রথম দেখায় যে কেউ তার প্রেমে পড়ে যায়। অবশ্যি আমি পড়িনি। আমি তাকে একজন রহস্য মানবী হিসেবেই চিনি। তার চোখের মধ্যে কেমন গূঢ় রহস্য লুকিয়ে থাকে। তার সাথে আমার পরিচয়টা ভিন্ন রকম। এক বিকেলে আমি কলেজের পুকুর পাড়ে বসে একটি কবিতার চরণ ভাবছিলাম, পিছন থেকে অতি মধুর কণ্ঠে কেউ যেন বলল, এই যে শুনছেন।
আমি পিছনে ফিরে থাকালাম না। অতি মধুর কণ্ঠের মেয়েদের ডাকে সাড়া দিতে নেই কারণ মধুর কণ্ঠের মেয়েরা মেজাজে খুব কর্কশ হয়।
মধুর কণ্ঠ আর মধুর থাকল না, বাজখাই কণ্ঠে মেয়েটি বলল, এই যে আপনাকে বলছি, এই জগতে আছেন নাকি অন্য জগতে চলে গেছেন?
আমি বললাম, জ্বি বলুন?
আপনার ফোনটা একটু দেয়া যাবে?
অবশ্যই দেয়া যাবে, কিন্তু এখন আমার সাথে ফোন নেই তাই দিতে পারছিনা। অন্য দিন দিব।
ফাজলামি করেন?
জ্বিনা করিনা।
জ্বি আপনি করছেন।
মেয়েটি রুপবতী হলেও বুদ্ধিমতী নয় কারণ বুদ্ধিমতী মেয়েরা অপরিচিত কারো সাথে এমন তর্ক করেনা।
আমি শান্ত গলায় বললাম, আপনার কাছে একটি চিঠি আছে তাইনা?
আমার কথায় মেয়েটি মোঠেও অবাক হলনা বরং শান্ত গলায় বলল, জ্বি আছে। আপনি কি বলতে পারবেন চিঠিতে কি লেখা আছে?
কারো চিঠি পড়ার অভ্যেস আমার নেই।
অনুমতি দিলে সেটা পড়া যায়।
আমি কোন তর্ক না করেই তাকে বললাম, যে আপনাকে চিঠিটা দিয়েছে সে খুব বোকা।
বোকা কেন বলছেন?
কারণ সে জানে আপনি একজন অতি বোকা মেয়ে তারপরও আপনাকে এই চিঠিটা দিয়েছে তাহলে কি তাকে বুদ্ধিমান বলা যায়?
বনিতা না করে বলেন চিঠিতে কি লেখা?
"করো আরো, করো কিছু অপেক্ষা
বলিব পরে, যদি হয় পুনঃ দেখা।"
এটুকু বলেই, তাকে বোকা বানিয়ে আমি চলে আসলাম। কাউকে বোকা বানানোর মজাটাই আলাদা।
আজ তার সাথে আমার আবার দেখা। এই দেখা মানে তার চিঠির উত্তর বলা।
সে আড়চোখে আমার দিকে তাকিয়ে আছে, এই তাকিয়ে তাকার পিছনে কারণ আছে যা তার রহস্যময়তার একটি প্রমাণ।
সে বলল, আপনি কি নিজেকে মহাপুরুষ ভাবেন?
আমি ভাবিনা। আপনারা ভাবেন।
মানে?
সব কথার মানে থাকেনা।
কথার যদি মানে না থাকে তাহলে সেটা বলাই বাহুল্য।
বাহুল্য কেন হবে?
তো নয় তো কি?
আচ্ছা বাদ দেন এখন বলেন, আপনি কি জানেন আপনি একটি চমৎকার মেয়ে?
জ্বিনা জানতাম না এখন জানলাম।
বাহ ভালো তো, আমি আপনাকে একটা কিছু জানাতে পারলাম।
মুন্নি কিছু সময় চুপচাপ থেকে বলল, আচ্ছা আপনি কি জানেন আপনাকে কেউ একজন ভালোবাসে?
জ্বি জানি?
ভালো তো। আপনার ইনটিউশন বেশ প্রবল।
এটাও জানি আপনি একটা গোলাপ হাতে নিয়ে এসেছেন যেটি আমাকে দিতে চান, কিন্তু এটি আমাকে দেওয়া আপনার হবেনা।
কেন হবেনা জানতে পারি?
অবশ্যই পারেন।
বলেন?
কারণ আমি ইমু, আমি গোলাপ গ্রহণ করতে পারি কিন্তু কারো ভালোবাসা গ্রহণ করতে পারিনা।
মুন্নিকে অবাক করে দিয়ে আমি হাটা শুরু করলাম, এই পৃথিবীতে আমাদের জন্ম হয়েছে হাটার জন্য। আমরা শুধু হাটব, হাটার মাঝে আনন্দ সবাই খুজে পায়না। যারা পায় তারাই মহাপুরুষ।

লেখকঃ চৌধুরী মোহাম্মদ ইমরান
এম সি কলেজ,প্রাণীবিদ্যা বিভাগ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৩০

দৃষ্টিসীমানা বলেছেন: আপনার লিখার ধরনটি সুন্দর , ছোট গল্প ভাল লাগল তবে বানানের ব্যাপারে আরও সচেতন হতে হবে । শুভ কামনা রইল :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.