![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তারাগুলো ডুবে যাচ্ছে দূরের আকাশে
মেঘগুলো হচ্ছে আড়াল দখিনা বাতাসে
আমি অপেক্ষায়,শুধু তার অপেক্ষায়
যে জড়াবে আমায়, আলতো মায়ায়।
কেন যে এই গভীর রজনীতে আমি অধির
কোন সে রাগিণী আমায় করেছে অস্থির?
অনিল বায়ু বাতাস পুরবী হাওয়া
প্রভাত মৌরির সুরেলা সুরে গান গাওয়া
জোতস্না সাগর নদীর মৃদু মন্দ গন্ধ
তোমারি ছোয়ায় ফিরে পাই জীবনে ছন্দ।
আমি উন্মাদ, আমি অবলা অসহায়
ভালোবাসা, আমি ধন্য, তোমার মৌনতায়।
ফিরায়ে দিও না কভু, এ আকুল আবেদন
সাজিয়ে দেব তোমায়, দিয়ে রংধনুর সাতরং।
লেখক: চৌধুরী মোহাম্মদ ইমরান।
©somewhere in net ltd.