নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হিমুর অন্য নাম

তিসান

১২৩৪

তিসান › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা এক অদ্ভুত অনুভূতি।।

২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৪

মিতু জন কীটসের একটি পড়ছিল। বই পড়াটা মিতুর নেশা। সে যখন বই পড়ে তখন অন্য দিকে তার কোন মনযোগ থাকেনা। মিতুর ছোট বোন নিশু এসে মিতুর পাশে বসল। মিতু একবার চোখ তুলে নিশুর দিকে তাকাল। নিশুকে কেমন অসহায় অসহায় লাগছে। মিতু কিছু বলল না। নিশুর সাথে কথা বলা শুরু করলে আর শেষ করা যাবেনা কারন সে একটি কথা নিয়ে তাল গোল পাকাতে পাকাতে মিতুকে বিরক্ত করিয়ে ছাড়ে। তিলকে তাল করা নিশুর অভ্যেস।
নিশু চুপ চাপ বসে থাকার মেয়ে নয় সে বলল, আপু ছেলেটি আবার এসেছিল।
মিতু বই থেকে চোখ না সরিয়ে বলল, কোন ছেলেটি?
আরে ওই যে গতদিন রাস্তায় যে ছেলেটিকে দেখলে সেই ছেলেটি।
ছেলেটি এসেছিল তো আমি কি করব?
আরে এসে আমার জানালার সামনে অনেক্ষণ দাঁড়িয়ে ছিল।
দাড়িয়ে ছিল তো কি হইছে? ওখানে কি দাঁড়িয়ে থাকা নিষেধ?
আপু তুমি কেন বুঝতে পারনা?
আমি বুঝতে পারি, তবে তোর মতো না। তুই চাঁদ কে দেখলে সাগর বুঝিস। আর আমি চাঁদ কে দেখলে চাঁদই বুঝি।
আপু তুমি সব সময় তর্ক করো। কিছুই বুঝার চেষ্টা করোনা।
হ্যা আমি করিনা। তোর কোন সমস্যা? আচ্ছা তোর এত কৌতুহল কেন? একটা ছেলে তোর দিকে তাকালেই তোর কি মনে হয় ছেলেটি তোর প্রেমে পড়ে গেছে?
আমি তো সেটা বলছিনা।
তাহলে তুই কি বলছিস?
আপু ছেলেটি কিন্ত আমাকে হাত দিয়ে ইশারা দিয়েছে।
তুইও দিয়েছিস?
আরে না আমি দিতে যাব কেন?
শুন এসব রাস্তার ছেলেদেরকে পাত্তা দিতে নেই। আজ দেখবে তোর সাথে ভাব দেখাবে কাল হয়ত অন্য কারো হাত ধরে হাটবে। এই যুগের ছেলেদেরকে বিশ্বাস করা যে কথা আর না জেনে সাপের গর্তে হাত ঢুকানো একই কথা।
আপু ছেলেটিকে আমার খুব ভালো লাগে।
নিশু শুন, এই ভালো লাগার নাম হলো কৌতুহল। এই কৌতুহল বেশি দিন থাকবে না। আর শুন সব কৌতুহল মনে পোষণ করতে নেই। ছোট ছোট বাচ্ছাদের কৌতুহল থাকে আগুনে হাত দেওয়া কিন্তু বড়োরা এই কৌতুহলে মানা করা উচিত তাইনা?
নিশু আর কিছু বলল না। অজানা কোন এক কারনে তার চোখ ভিজে উঠল। মিতু আপুকে চোখের পানি দেখানো যাবেনা। তাই সে উঠে তার রুমে চলে গেল।
ছেলেটি আবার এসেছে। নিশুর জানালা খোলা ছিল। সে দেখল ছেলেটি তাকে হাত দিয়ে ইশারা করতে চাচ্ছে। নিশুর মুখে হাসি ফুটে উঠল। ছেলেটিকে দেখে খুব ভদ্র ও পলাইট মনে হচ্ছে। এই রকম একটা ছেলে নিশু তার জীবনে আশা করেছিল। যদি এই ছেলেটি তার জীবন সংগি হয় তবে সে সারাজীবন খুব সুখী থাকবে। ভালোবাসা অদ্ভুত এক অনুভূতির নাম নাম যা মানুষকে সত্যিকার অর্থে সুখী বানিয়ে দেয়।
নিশু বাসা থেকে বেরিয়ে ছেলেটির দিকে এগিয়ে যেতে লাগল। তার খুব ভয় করছে। পা দুটা কাপছে। সে ছেলেটির সাথে কি কথা বলবে, কিভাবে নিজের নাম বলবে, সে কি ছেলেটির নাম জানতে পারবে?
নিশু ভয়ে ভয়ে এগিয়ে গেল। ছেলেটি ডাক দিল, এই নিশু একটু কাছে আস।
নিশু খুব অবাক হলো, ছেলেটি তার নামও জানে দেখি।
নিশু আরেকটু কাছে যেতেই ছেলেটি বলল, মিতু কোথায়? ওর ফোন বন্ধ কেন? প্লিজ নিশু তুমি আমকে একটু সাহায্য কর। আমি ওর সাথে তিন দিন ধরে যোগাযোগ করতে পারছিনা। প্লিজ তুমি একটু ওকে বোঝাও। একটি ছোট্ট ভুলের জন্য তিন বছরের সম্পর্ক ভেঙ্গে যেতে পারেনা।
নিশুর চোখ দুটি ভিজে উঠল। চারপাশ সে ঝাপশা দেখছে। মনে হচ্ছে এই পৃথিবীতে তার চেয়ে বেশি অসহায় আর কেউ নেই। ভালোবাসার মানুষটি নিজের না হয়ে যদি কাছের কোন মানুষের হয় তবে এর চেয়ে ভয়ংকর কষ্টের জিনিস আর কিছু হতে পারেনা। ভালোবাসার মানুষটিকে অন্যের হতে না দেওয়াটাই এক ধরনের অকৃত্রিম ভালোবাসা।

লেখকঃ চৌধুরী মোহাম্মদ ইমরান
এস সি কলেজ, প্রাণিবিদ্যা বিভাগ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.