নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হিমুর অন্য নাম

তিসান

১২৩৪

তিসান › বিস্তারিত পোস্টঃ

বাচ্ছা ভূতের কাহিনি।।

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:১২

মুন্নি বারান্দায় হাটছে। তার হাতে চায়ের কাপ। সন্ধ্যার পরে চা খাওয়া তার নিয়মিত অভ্যেস। চা খেতে খেতে বারান্দায় হাটা সে এক অসাধারণ মুহূর্ত। মাঝে মাঝে তার মনে হয় এই চা যদি শেষ না হত তবে কেমন হতো।
আজ অন্যদিনের তুলনায় একটু অন্যরকম লাগছে। অন্য রকম লাগার কারন হলো সে আজ বাসাতে একা। এই বাসায় তারা নতুন এসেছে। বাসাটি দেখতে কেমন যে ভূতুড়ে ভূতুড়ে মনে হয়। বাসার পিছনে অনেক দিনের পুরনো একটা বট গাছে আবং বাসার সামনে একটা তাল গাছ। সব মিলেয়ে বাসাটা যে ভূতের বাড়ী। এই বিশাল বাসাতে তারা একা থাকে। আজ তার বাবা মা একটা বিয়েতে গেছেন। সে যায়নি কারন তার কাল পরীক্ষা।
চা খেতে খেতে সে সিড়িঘরের পাশে চলে গেল। সিড়ির পাশে গিয়ে সে হঠাত করে যা দেখল তা সে কখনো আশা করেনি। সিড়ির মাঝখানে একটি বছর তিনের শিশু বসে আছে। শিশুটি খালি গায়। প্রথমে শিশুটিকে দেখে সে মোঠেও ভয় পায়নি। তার মনে কৌতুহল হলো যে এই বাচ্ছা ছেলেটি এখানে কি করে? হয়ত পাশের বাসা থেকে খেলতে এসেছিল কিন্তু ভয় পেয়ে যেতে পারেনি।
সে একটু এগিয়ে গেল শিশুটিকে ভালো করে দেখার জন্য ঠিক তখনি ছেলেটি খিল খিল করে হেসে উপরের দিকে উঠে ছাদের দিকে চলে গেল। মুন্নিও ছেলেটির পিছন পিছন গেল।
চারপাশ খুব নিরব, কোন সাড়া শব্দ নেই। ছেলে তো দূরের কথা একটা পাখিও নেই। এটা দেখে মুন্নি ভীষণ ভয় পেল। সে এই মাত্র স্বচক্ষে ছেলেটিকে ছাদে উঠতে দেখেছে কিন্তু এখন নেই কেন?
এদিক ওদিক তাকিয়ে মুন্নি ছেলেটিকে যেখানে দেখল সেখানে দেখে তার গা শিউরে উঠল। সে দেখল ছেলেটি এক হাত দিয়ে ছাদে ধরে ঝুলে আছে এবং উপরের দিকে তাকিয়ে মুন্নিকে দেখছে এবং খিল খিল করে হাসছে।
হঠাত করে, হঠাত করে তার সাথে যা ঘঠল তার জন্য সে মোঠেও প্রস্তুত ছিল না। সে বুঝতে পারল কেউ একজন তার ঘাড়ে হাত দিয়ে কেউ একজন শক্ত করে ধরেছে। তার শরীরের সবকটি লোম কাঁটা দিয়ে উঠল।
পিছনে ফিরে তাকিয়ে সে যা দেখল তা দেখে সে নিজেকে ঠিক রাখতে পারেনি। পুরো ছাদ জুড়ে অসংখ্য বাচ্ছা। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সব বাচ্ছাদের চোখ আগুনে্র ফুলকির মতো লাল হয়ে জ্বল জ্বল করছে এবং অদ্ভুত ভঙ্গিতে হেসে হেসে তার দিকে এগিয়ে আসছে। হঠাত করে একটি বাচ্ছা লাফ দিয়ে তার কাঁধে উঠে পড়ল। এরপর আর তার কিছুই মনে নেই।
যখন তার জ্ঞান ফিরে তখন সে নিজেকে অবিষ্কার করল তার বিছানায়। তার পাশে তার মা।
জ্ঞান ফেরার সাথে সাথে তার মা তাকে জিজ্ঞেস করলেন কিরে তুই সিড়ির মাঝখানে পড়ে গেছিলি কিভাবে?
এটা শুনে সে আরো বেশি আশ্চর্য হলো কারন তার ঠিক মনে আছে সে ছাদে গিয়েছিল কিন্তু সে সিড়িতে আসল কি করে?
এই ঘঠনার ব্যাখ্যা সে আজও খুজে পায়নি।

লেখকঃ চৌধুরী মোহাম্মদ ইমরান
এম সি কলেজ, প্রাণিবিদ্যা বিভাগ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩২

শাহান আহমদ চৌধুরী বলেছেন: দারুন লিখেছেন ভাই

২| ২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৪

তিসান বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.