![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার দেয়া কাশফুলগুলো যতনে রেখে দিয়েছি
শুধু ফুলগুলিই আছে তুমি নেই ।
কাশ ফুলের গন্ধ নেই তবু আমি গন্ধ পাচ্ছি
তোমার চুলের গন্ধের মত ।
আমি তোমাকে যে গোলাপটা দিয়েছিলাম
সেটা কি যতনে রেখেছ ?
ওটার পাপড়িতে কি আমার নাম লিখেছ ?
নাকি আমার মত ওটাকেও ডাস্টবিনে ফেলা দিয়েছ ?
ভালোবাসা যদি এমন হত
ভালোবাসলেই চিরদিনের জন্য আপন করে নেয়া যেত
তবে কি ভালোবাসা একঘেয়ে হয়ে যেত ?
নাকি ভালোবাসার মর্যাদা থাকত না ?
তুমি অভিমান করে বসে আছ ?
নাকি এখন আর উপর অভিমান করোনা
নাকি তোমার অভিমানের খাতাটা হারিয়ে গেছে ?
জানো ? আমি এখন আর তোমাকে ভাবিনা
ভুলে গেছি
সব কিছু ভুলে গেছি ।
ভাবছ খুব স্বার্থপর হয়ে গেছি তাইনা ?
আসলে মিথ্যে বলেছি
তোমাকে চাইলেও যে ভুলতে পারবনা ।
তুমি আমার জীবনের সূর্য হয়ে এসেছিলে
সূর্য হয়েই থাকবে
মেঘের আড়ালে লুকিয়ে গেলেও
তুমি আমারই আছ
আমারই থাকবে ।
ভালোবাসি তোমায়... . . . . . . . . .
লেখক: চৌধুরী মোহাম্মদ ইমরান
এম সি কলেজ, প্রাণিবিদ্যা বিভাগ।
০৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:১৬
তিসান বলেছেন: আপনার কথা যেন সত্যি হয়।
২| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ১:৫৮
ওমেরা বলেছেন: ভাল লাগল ধন্যবাদ ।
০৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:১৬
তিসান বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৭ রাত ১:৪৬
☺ বলেছেন: ভালবাসা ফিরে আসুক আপনার এ ধরায়, সেই আশা করি।