![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ যখন সিলেট কেন্দ্রীয় শহীদ
মিনারে গিয়েছিলাম তখন হাজার হাজার
জনতার সাথে মিশে বুঝলাম এ যেন এক অদ্ভুত
জেগে উঠা। কাদের মোল্লা সহ সকল
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির
দাবিতে সিলেটের সর্ব স্তরের ছাত্র-জনতার
- "ফাঁসি চাই , ফাঁসি চাই" স্লোগানে,
গণসংগীতে কেঁপে উঠেছে সিলেট। শাবি,
এমসি কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়সহ সিলেটের
সকল ছাত্রজনতা ও সংস্কৃতিকর্মীদের
ঠিকানা যেন আজ চৌহাট্টা-জিন্দা বাজার
রোড । এসেছেন অধ্যাপক জাফর ইকবাল সহ
প্রগতিশীল সব শিক্ষক, এসেছেন রাজনীতিক
নেতারাও।আমি বিশ্বাস করি আমাদের পূর্ব
পুরুষদের অসমাপ্ত স্বপ্ন আমরাই পূরন করব।
ফাঁসি ফাঁসি ফাঁসি চাই
আর কোনো দাবি নাই
দাবি মোদের একটাই
রাজাকারের ফাঁসি চাই।
©somewhere in net ltd.