![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কলেজের বাতাস যেদিন
লেগেছিল আমার গায়,
সেদিন থেকে হৈমন্তীকে
কতবার এঁকেছি কল্পনায়।
মনে নেই সেদিন ছিল কি বার
তবে এতটুকু মনে আছে
হালখাতা উৎসব ছিল
যেদিন আমি দেখা পেলাম
সত্যিকার হৈমন্তীর আবার।
তারপর আমি কতবার
খুঁজেছি তোমায় অবেলায়,
খুঁজতে গিয়ে আমি যে ডুবেছি
কি এক অপরূপ মহিমায়।
সেদিন যখন দেখেছিলাম
হে হৈমন্তী আমি তোমায়,
সত্যি তোমার মিষ্টি হাসি
যেন মিশেছিল পুর্নিমায়।
২| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:২২
অসমাপ্ত স্বপ্ন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ লায়লা আপুনি...
৩| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৪
অনীনদিতা বলেছেন: নাইস
৪| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৪
অসমাপ্ত স্বপ্ন বলেছেন: থ্যাংনকু অনিন্দিতা.…
অনিন্দিতা আমার খুব কাছের একজন মানুষের নাম ছিল।
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বাহ্ সুন্দর লেখা,,,,,,,,,,মিষ্টি একটি কবিতা