নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসমাপ্ত স্বপ্ন

আমি স্বপ্ন দেখতে ভালবাসি কিন্তু কিছু স্বপ্ন অসমাপ্ত থেকে যায়,আমি সেই সব অসমাপ্ত স্বপ্ন পূর্ণ করতে চাই

অসমাপ্ত স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

আমি মোহাম্মদ আশরাফুল এর কথা বলছি........

১১ ই মার্চ, ২০১৩ রাত ২:২৫

বাংলাদেশের ক্রিকেটের ক্রান্তি লগ্নে এক

তারার আবির্ভাব যে তারা তার অভিষেক

টেষ্টে সর্ব কণিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে শত

রান করে তার আগমন জানান দিল।যার হাত

ধরে ২০০৫ সালে রচিত হল কার্ডিফ

মহাকাব্য।চোখ ধাঁধানো শর্টের সমারোহ ঘটল

সেদিন,বাংলাদেশ প্রথমবারের মত জিতল

অপ্রতিরোদ্ধ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।



এতক্ষনে সবাই বুঝে গেছেন আমি মোহাম্মদ

আশরাফুল এর কথা বলছি।



সেই সময়কার বাংলাদেশের বেশির ভাগ বড় জয়ের

নিপুন কারিগর ছিল মোহাম্মদ আশরাফুল।

হটাৎ করেই কি যেন একটা আবছা অন্ধকার

ঢেকে দিতে লাগল সেই জ্বলজ্বলে তারাটিকে,তার

অতীতের সব অর্জনকে।বার বার

দলে আসা যাওয়া করতে লাগল সে।

যেন আশরাফুল মানেই একরাশ হতাশা

আর ব্যার্থতার প্রতিচ্ছবি।



মাঝে মাঝে বিরক্ত হয়ে নিজের

প্রিয় খেলোয়ারটিকে নিজেই কতবার ধৈর্য

হারিয়ে কত গালি দিয়েছি তার

সীমা নেই,কিন্তু এতবার দল থেকে

বাদ পড়ার পরও সে তার ধৈর্য হারায় নি।

এত বার ব্যার্থ হলে আমি নিজেই

হয়তো খেলা ছেড়ে দিতাম....



কিন্তু সে যে এত তাড়াতাড়ি

ফুরিয়ে যাওয়ার জন্য

আসে নি,সে যে বাংলাদেশের ক্রিকেটের

ধ্রুবতারা হতে এসেছে,

সে যে বিশ্বক্রিকেটে ফুল

ফুটাতে এসেছে।



আশরাফুল এর ব্যাট

থেকে প্রতি ইনিংসেই আশার ফুল ফুটুক,প্রিয়

ব্যাটসম্যান এর প্রতি এই শুভকামনাই রইল।



জয়তু আশরাফুল।



জয়তু এই নবজাগরণ।



জয়তু বাংলাদেশ ক্রিকেট টিম।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৩ রাত ২:৩১

অন্য পুরুষ বলেছেন: আশা করি......... এই প্রত্যাবর্তন যেমন রাজসিক, তেমনি শেষ পর্যন্ত যেন রাজসিক ই থাকে। এবার যেন আর আশাভংগের হতাশায় না পুড়ি।

২| ১১ ই মার্চ, ২০১৩ রাত ২:৩২

নিরব বাংলাদেশী বলেছেন: জয়তু আশরাফুল
Click This Link

৩| ১১ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৪

মেকগাইভার বলেছেন: ঈদ মুবারক

৪| ১১ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৬

আশিক মাসুম বলেছেন: মেকগাইভার বলেছেন: ঈদ মুবারক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.