![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চৈত্রের দুপুরের মত
শান্ত দৃষ্টি ছিল তোমার,
সেখানে লুকিয়ে আছে
আমার অসংখ্য অসমাপ্ত স্বপ্ন।
অমাবশ্যার নক্ষত্রের ন্যায়
প্রজ্জ্বলিত ছিল তোমার দুটি আঁখি,
পলকহীন তৃষ্ণার্ত জিজ্ঞাসার
চোখে চেয়ে আছি আমি।
ওগো স্বপ্নময়ী,
তোমার স্বপ্নের মেলায়
পাব কি খুঁজে জীবনের
সুদিন কঠিন বাস্তবতা।
রজনীগন্ধার মত ফুঁটেছিলে তুমি
দিনের ক্লান্তি শেষে
আমি চেয়েছিলাম অসীম তৃপ্তিতে,
অতীতের সমস্ত রং মুছে
নতুন জীবনের উদ্দীমতায়
সাজাব তোমায় নানান রংগে
ভবিষ্যতের আংগিনায়।
না বলা কথাটি এতদিনেও বলতে পারি নি।
তোমার ছবিটি এঁকেছিলাম
শুধু হৃদয় মাঝে,
ফাগুন দিনের দখিনা হাওয়ায়
ছেড়ে দিলাম এ ভালবাসার বার্তা ,
আমার এই শেষ পুঞ্জিভূত ভালবাসাটুকু
বুকে তুলে নিও সযতনে।
১৭ ফেব্রুয়ারী,২০১৩।♥
২| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৫
অসমাপ্ত স্বপ্ন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ বোকামন.......
৩| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৬
শান্তা273 বলেছেন: ফাগুন দিনের দখিনা হাওয়ায়
ছেড়ে দিলাম এ ভালবাসার বার্তা ,
আমার এই শেষ পুঞ্জিভূত ভালবাসাটুকু
বুকে তুলে নিও সযতনে।
ভালো লাগলো।
৪| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪০
একজন আরমান বলেছেন:
ভালো লাগলো।
৫| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৩
অসমাপ্ত স্বপ্ন বলেছেন: ভাল লাগাটাই লেখার সার্থকতা..…ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৬
বোকামন বলেছেন: ১ম ভালোলাগা