নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসমাপ্ত স্বপ্ন

আমি স্বপ্ন দেখতে ভালবাসি কিন্তু কিছু স্বপ্ন অসমাপ্ত থেকে যায়,আমি সেই সব অসমাপ্ত স্বপ্ন পূর্ণ করতে চাই

অসমাপ্ত স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

এরই নাম কি গনতন্ত্র?

২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

জলিল চাচা.....

বয়স আনুমানিক ৫৫ হবে,

স্ত্রী আর তিন ছেলে মেয়ে সহ থাকেন

জরাজীর্ন কোন এক কলোনীতে।

জীবনের ১২ টি বছর কাটিয়ে এসেছেন

আবুধাবীতে।ভাগ্যের পরিবর্তন হয় নি,

দারিদ্রতার বেড়াজাল থেকে মুক্তি পান

নি।অভাবের সাথে পাল্লা দিয়ে বেড়েছে চাহিদা।

কিন্তু অর্থ সংকট কমে নি।



১২ বছরের সঞ্চয় ১ লাখ

৩০ হাজার টাকা দিয়ে কিনেছেন

একটা অটো বাইক।যার আয়

দিয়ে কোনো রকমে চলে সংসার আর

ছেলেমেয়ের পড়ালেখার খরচ।নিদারুন

অর্থকষ্টের মাঝেও ছেলেমেয়েকে শিক্ষিত

করার জন্য প্রবল আগ্রহ আছে লোকটার।



একটা বিশেষ এলাকায় আমার প্রায়

প্রতিদিনই যাতায়াত।আমি কতদিন যে জলিল

চাচার অটো তে করে গন্তব্যে পৌছেছি তার

হিসাব নেই।চাচা লোকটা অমায়িক।এক বছর

চাচাকে দেখতে দেখতে কিভাবে যে একটা

সুসম্পর্ক হয়ে গেছে বুঝতে পারি নি।

অনেক সময় আমার ভাড়ার

টাকাটা নিতে চাইতেন

না।আমি একরকম জোর করেই দিতাম।



হরতালের আগের দিন… বিকাল ৫.৪৫।

জলিল চাচার অটো বাইক চলছে রাস্তায়।

হটাৎ ৪-৫ জন হরতাল সমর্থনকারী পিকেটার

ঢিল ছুড়ে মারে অটোতে।অটোর

গতি বাড়িয়ে দেন চাচা।

মোটর সাইকেল আরোহী পিকেটাররা ধাওয়া করে ধরে ফেলে অটোকে.....

জোর করে নামিয়ে দেয় চাচাকে।



চাচার হাজার অনুনয় আর চোখের জলও

থামাতে পারেনি পিকেটারদের।

জ্বালিয়ে দেয় অটোটিকে।সেই

সাথে পুড়ে ছাই হয়ে যায় চাচার ভাগ্য আর

সন্তানদের ভবিষ্যত।



হরতাল আর হরতাল সমর্থনকারীরা এভাবেই

পুড়িয়ে দিচ্ছে চেনা অচেনা কত জলিল

চাচার ভাগ্য।



দিন বদল হয় না এই জলিল চাচার মত

অভাবগ্রস্ত মানুষের। দিন বদল হয় একদল

বড় বড় রাঘব বোয়াল আর সমাজের উচু স্থরের

রাজনীতিবিদদের,যারা জলিল চাচাদের

ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে।



এরই নাম কি গনতন্ত্র?



সুব্রত শুভর মতই শুধু চিৎকার

করে বলতে ইচ্ছে করে; অফ যান অনেক হইছে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

আতিকুল০৭৮৪ বলেছেন: বিচারপতি তোমার বিচার করবে কে শুনি?অপেক্ষায় থাকুন।সবার বিচার হবে।কেউ আগে কেউ পরে।

২| ২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

জাহাঙ্গীর জান বলেছেন: আমাদের মন্ত্রী মহাদয় বলেন হরতাল নাকি গণতান্ত্রিক অধিকার । জলিল চাচার মত লোক গুলো র অবিশাপ এক দিন আওমী বি এনপি জামাত সবার উপর গজব পড়বে

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:৩৩

অসমাপ্ত স্বপ্ন বলেছেন: আমার যেকোন পোস্টে জামায়াতকে ঢুকানোর চেস্টা করবেন না।ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.