![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খবরঃ বিশ্বের সেরা ১০ প্রভাবশালী বাংলাদেশি তালিকায় ইউনূস, আবেদ, সাকিব ও সালমান।
আমার ভাবনাঃ সাম্প্রতিকালের একটা উদাহরণ দিয়েই বলি;
৫ই জানুয়ারির নির্বাচন বন্ধের জন্য বিশ্বের শীর্ষ দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এবং ইউরোপিয় ইউনিয়ন সহ বাংলাদেশকে সাহায্যকারী দেশগুলো শেখ হাসিনাকে সকল প্রকার সহায়তা বন্ধ করার হুমকি সহ সর্বোচ্চ চাপ দিয়েছিল, কিন্তু হাসিনার সিদ্ধান্ত পরিবর্তন করাতে পারেনি। তাছাড়া নিজের নীতির বিপক্ষে যাওয়ায় তিনি সংকটকালীন সেই সময়ে বাংলাদেশে সফরত জাতিসংঘের সহকারী মহাসচিব তারানকোর সাথে তার নির্ধারিত বৈঠক বাতিল করেন, এমনকি তারানকো বৈঠকের আশায় আরও একদিন অপেক্ষা করলেও হাসিনা তার সাথে দেখা পর্যন্ত করেননি।
আবার, খালেদা জিয়া শীর্ষ এই দুই পরাশক্তি এবং ইউরোপিয় ইউনিয়ন সহ বাংলাদেশের সহযোগী সকল দেশগুলোকেই নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো এবং সকল প্রকার নির্বাচনী সহযোগিতা প্রদান থেকে বিরত রেখেছিল। তাছাড়া দীর্ঘ ৪২ বছরের নীতি ভেঙে বিজয় দিবসে সৃ্তিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা থেকে কূটনৈতিকদের বিরত রাখাটাও ছিল খালেদার কৌশল ও চাপের ফল।
আর আমাদের দেশের অভ্যান্তরে তাদের ক্ষমতা বা প্রভাব তো আমরা গত তিন মাস দেখলাম-ই... ১৬ কোটি জনগনের অর্ধেক একজনের নির্বাচন বন্ধের ঘোষণায় টানা দুই মাস দেশ অচল করে রাখল, আর বাকি অর্ধেক অন্যজনের নির্দেশে তাদেরকে ছাড়াই জোর করে নির্বাচন করে ফেলল।
এরপর ও যদি তারা প্রভাবশালীর তালিকায় না থাকে তাহলে মনে হয় এই শব্দটার অর্থ নিয়ে নতুন করে আমাদের ভাবা দরকার!!
৩১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২২
অতঃপর বাউন্ডুলে বলেছেন: প্রভাবটা যদি নিজের কিংবা নিজ দলের স্বার্থে না হয়ে পুরোপুরি দেশের স্বার্থে হইত; তাইলে হয়ত আসলেই আজ রুখার মত কেউ থাকত না!!!!!
২| ২৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৭
বোকা মিয়া বলেছেন: হাসিনার প্রভাব তো আমদানি হয় ভারত থেকে আর খালেদার কথা নাই বললাম।তবে প্রভাবশালীর তালিকায় ইউনূস,আবেদের ঠাঁই পাওয়া আসলেই বিস্ময়কর।যে লোক নিজের রক্ত পানি করে বানানো নোবেল জয়ী ব্যাংকটিকেও মদখোর জয়ের হাত থেকে বাঁচাতে পারলেন না তাঁকে এই তালিকায় ঠাঁই দিয়ে অপমান না করলেও হত।
৩১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৬
অতঃপর বাউন্ডুলে বলেছেন: কার প্রভাব ভারত থেকে, আর কার প্রভাব পাকিস্তান থেকে আমদানি হয় সেটা যেমন আমাদের আলোচনার বিষয়বস্তু না; তেমনি কে মদখোর আর কে ঘুষখোর সেটাও আমাদের এই আলোচনার বিষয় না!!!
আলোচনার বিষয় যেটা, সেটা নিয়ে কথা বলেন...
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১১
রুপম হাছান বলেছেন: সত্য, নতুন করে ভাবনার বিষয় যে বাংলার দুই নারী একদিকে আর পুরো পৃথিবী একদিকে! এখন মনে হচ্ছে বাংলাদেশ পৃথিবীর শ্রেষ্ঠ শক্তির অধিকারী হয়েছেন!!! বাঙ্গালীকে রুখবে কে?