নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ছন্নছাড়া, মুক্ত ও বাস্তববাদী একজন মানুষ...

অতঃপর বাউন্ডুলে

অতঃপর বাউন্ডুলে › বিস্তারিত পোস্টঃ

সঠিক ইতিহাস, বইমেলা ও আমাদের সাধ্যঃ

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৪

অমর একুশে বইমেলার মাস ফেব্রুয়ারীর প্রথম পাক্ষিকে পাচ দিন সহ মোট ছয়দিন বইমেলায় গিয়েছিলাম। আমার মত বইবিমুখ মানুষের ১৬ দিনের মধ্যে ছয়দিন বইমেলায় যাওয়াটা অবশ্যই ইতিবাচক কিছু।
.
বইমেলার বইগুলোর মধ্যে স্বভাবগতভাবেই আমি মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কিত বইগুলো দেখছিলাম। সেখানে ব্যপক তথ্যবহুল যে বইগুলো থেকে তরূণ সমাজ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে সেগুলো কতটুকু তরুণদের ক্রয়ক্ষমতার মধ্যে তা মূল্যায়ন করে দেখছিলাম।
.
এক্ষেত্রে সঠিক তথ্য ও বিশ্লেষণধর্মী বইগুলোর দাম এত বেশী যে তা কোনভাবেই ছাত্র কিংবা বেকারদের ক্রয়ক্ষমতার মধ্যে নেই... ব্যক্তিগতভাবে আমি নিজেও ড আতিয়ার রহমান ও মুনতাসির মামুন স্যারের লিখা এইরকম তিনটি বই পছন্দ করেছিলাম, কিন্তু এগুলো এতটাই চড়া মূল্যের ছিল যে তার কোনটাই আমার পক্ষে কিনা সম্ভব হয়নি!
.
উল্টোদিকে ইতিহাস বিকৃত করে লিখা বইগুলো ঠিক-ই খুব সহজে ও স্বল্পমূল্যে তরুণদের কাছে পৌছে দিচ্ছে পাকি প্রেতাত্মারা। ফলে যেখানে পাকি প্রেতাত্মা কর্তৃক মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বিকৃতির পরিপ্রেক্ষিতে তরুণদের নিকট সঠিক ইতিহাস তুলে ধরা ফরজ হয়ে পড়েছে সেখানে সেই সঠিক ইতিহাস সমৃদ্ধ বইগুলোর এত চড়া দাম চরম হতাশাজনক বলে আমি মনে করি!
.
তাই সঠিক ইতিহাস ও তথ্য সমৃদ্ধ এই সকল বই জানগনের হাতে সর্বোচ্চ সুলভ মূল্যে পৌছে দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার পক্ষে যথাযথ কর্তৃপক্ষের নিকট জোর দাবী তুলছি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ক্রয় মূল্যের সাধারনী ভাবনা কোন প্রকাশ ভাবে বলে মনে হয় না।

তারা চাইলে দুইটা ভার্স বের করতে পারে। সুলভ ভার্সনে কমদামী সাদা কাগজ দিয়ে সহজেই দাম কমাতে পারে। তারা করবে কি?

সঠিক ইতিহাস ও তথ্য সমৃদ্ধ এই সকল বই জানগনের হাতে সর্বোচ্চ সুলভ মূল্যে পৌছে দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার পক্ষে যথাযথ কর্তৃপক্ষের নিকট জোর দাবী তুলছি। - সহমত।
কিনতেই না পারলে পরবে কি করে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.