নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ছন্নছাড়া, মুক্ত ও বাস্তববাদী একজন মানুষ...

অতঃপর বাউন্ডুলে

অতঃপর বাউন্ডুলে › বিস্তারিত পোস্টঃ

বুলডোজার দিয়ৈ যানজট নিরসন

০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৭

একদিকে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শত প্রতিবন্ধকতা ও ঝুঁকিকে আলিঙ্গন করে শুধুমাত্র মানবতার প্রশ্নে নির্যাতিত ভিনদেশী লাখ লাখ রোহিঙ্গাকে বুকে টেনে নিয়েছে...
অন্যদিকে ঠিক তখন সেই সরকারেরই কর্মচারীরা এই দেশের মেহনতি রিকশাচালকদের বুকের উপর বুলডোজার চালানোর মত অমানবিক কাজ করলো!

কোন কারনে কোন যায়গায় সাধারনের চলাচল সংরক্ষিতের অর্থ এই নয় যে, সেখানে কেউ চলে গেলে তাকে গুলি করে মেরে ফেলা হবে!
তেমনি যানজট নিরসনে যানবাহন নিষিদ্ধ করা মানে এই নয় যে সেই যানবাহন পেলেই তাকে ধ্বংস করা হবে।

এরা ভুলে যায় যে, ঐ রিকশাচালকদের আয়কৃত ভাড়ার টাকা থেকে সরকার যে ভ্যাট নেয় তা থেকেই তাদেরকে বেতন দিয়ে পুষে!

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৩

গেম চেঞ্জার বলেছেন: :( এটা সভ্য দেশ!

৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫১

অতঃপর বাউন্ডুলে বলেছেন: এমন অমানবিকতা তো অসভ্যের কাতারেই ইঙ্গিত করে!

২| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৯

আটলান্টিক বলেছেন: যা হচ্ছে হতে দিন।একসময় বাংলাদেশ বংগোপসাগরে ডুবে যাবে।তখন ঠিক হয়ে যাবে।

৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫০

অতঃপর বাউন্ডুলে বলেছেন: বাংলাদেশ ডুবার ঢের আগেই বাঙালীদের মনুষত্ব্য ডুবে যাবে!

৩| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২১

আবু তালেব শেখ বলেছেন: আমি হতাশ । এই প্রতিবাদের কোন ভাষা খুজে পাচ্চি না

৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৯

অতঃপর বাউন্ডুলে বলেছেন: কিছু কিছু বর্বরতা বাকরুদ্ধ করে দেয়!

৪| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৪৫

চুলবুল পান্ডে বলেছেন: এমনি করিয়া করিয়া জগত জুড়িয়া মার খাবে দুর্বল ?

৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৮

অতঃপর বাউন্ডুলে বলেছেন: অথচ এই সবলরাই সেই দুর্বলদের পোষা কামলা!

৫| ০৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:১৫

মলাসইলমুইনা বলেছেন: কারা যে আমাদের প্রশাসন, পুলিশ এসব চালায় ! প্রশাসন চালানোর মতো কোনো মেধা বুদ্ধিশুদ্ধি এদের মাথায় আছে কিনা আল্লাহই একমাত্র জানেন ! ও হ্যা, প্রশাসনের উচ্চ পদে বসার যোগ্যতা এদের আছে কিনা সেই প্রশ্নটাও করতে হবে | রিকশার উপর বুলডোজার চালানো একটা চূড়ান্ত বর্বরতা ছাড়া আর কিছুই নয় |

৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৭

অতঃপর বাউন্ডুলে বলেছেন: এখনকার প্রশাসন নিজেদেরকে প্রভু ভাবে, অথচ এরা আসলে ঐ রিক্সাওয়ালাদের সেবক।

৬| ০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: রিকশার উপর বুলডোজার চালানো একটা চূড়ান্ত বর্বরতা ছাড়া আর কিছুই নয়।

৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৬

অতঃপর বাউন্ডুলে বলেছেন: অবশ্যই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.