![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
✒সচিব ও সচিব পদমর্যাদার চাকুরীজীবিরা বাবুর্চি ও প্রহরীদের বেতন বাবদ মাসিক বত্রিশ হাজার টাকা করে ভাতা পাবেন। সেটা এই দুই পদের লোক রাখলেও পাবেন, না রাখলেও পাবেন।
✒শুনলাম, সচিবরা চাকুরীরত থাকা অবস্থায় যে সুযোগ-সুবিধাগুলো পান অবসরের পরেও নাকি সেগুলো চাইছেন!
✒শুনলাম, এমন আইনও নাকি হতে যাচ্ছে যেখানে সরকারী চাকুরীজীবিদের বিরুদ্ধে কারো অভিযোগ যদি প্রমাণিত না হয় তাহলে নাকি তাকে ক্ষতিপুরন দিতে হবে!
✒পাবনার জেলা প্রসাশককে তার বাংলোতে গিয়ে চিকিৎসা না দেওয়ায় পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মঞ্জুরা রহমানকে ওএসডি করা হয়েছে।
-রাষ্ট্রের মালিক জনগন। আর আমলারা জনগনের সেবক! সেই সেবকরাই আজ নিজেদেরকে প্রভুরূপে জাহির করছে অথচ কোথাও কোন প্রতিবাদ নেই, বিরুদ্ধাচারণ নেই! সব যায়গায় যেন পিনপতন নিরবতা।
মিডিয়া নিরব, সামাজিক যোগাযোগ মাধ্যম নিরব, সুশীলরা নিরব, এমনকি আমলাদের সেই অংশের স্বার্থের কাছে অবমূল্যায়িত বৃহদাংশও নিরব!
নিজেদের অধিকার নিয়ে আমাদের অসচেতনতা ও শ্রেণীস্বার্থের কাছে যেন আজ মুখ থুবড়ে পড়ছে গণতন্ত্র ও সমাজতন্ত্র নামক রাষ্ট্রের অন্যতম দুই মুলনীতি।
এখন সামনে শুধুই দেখছি আমলাতান্ত্রিক অন্ধকার, ঘোর অন্ধকার।
৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২৭
অতঃপর বাউন্ডুলে বলেছেন: সকলের অতিরিক্ত সুবিধার বিরোধীতা করতে হবে। কিন্তু একসাথে সবকিছুর বিরোধীতা করে কোন কিছুই হবেনা, যখন যে প্রসঙ্গ আসবে তখন সেটার বিপক্ষে অবস্থান নেওয়াই ঠিক।
২| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২৪
সুমন কর বলেছেন:
৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৫
অতঃপর বাউন্ডুলে বলেছেন:
৩| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ২:০৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাহলে বলেন, বি সি এস নিয়ে কেন পোলাপাইন পাগল হবে না?
৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩০
অতঃপর বাউন্ডুলে বলেছেন: ক্ষমতা আর অর্থনৈতিক স্বচ্ছলতা, এই দুইটাই এখন মানুষের চাই। আর এ দুই উপাদান-ই এখন বিসিএসের মধ্যে পাওয়া যাচ্ছে।
৪| ২৮ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:০৪
ঢাকার লোক বলেছেন: এজম্যই মেধাবীরা সব সচিব উপসচিব হবে, বেসরকারি শিল্প ব্যবসা প্রতিষ্ঠান চালাতে আনতে হবে বিদেশী ম্যনেজার!এর শেষ হবে না কস্মিন কালেও।
৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩২
অতঃপর বাউন্ডুলে বলেছেন: কিভাবে হবে? ঐ একটা যায়গায় সকল ক্ষমতা ও অর্থনৈতিক স্বচ্ছলতাকে পুঞ্জিভুত করা হচ্ছে, আর তা দেখেই তো সকল ধরনের মেধা সেদিকেই ছুটছে।
৫| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৩৭
মলাসইলমুইনা বলেছেন: আমাদের দেশ এখন এক হীরক রাজার দেশ !!
৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৫
অতঃপর বাউন্ডুলে বলেছেন: হীরক রাজার দেশে তো একজনই রাজা ছিলেন। কিন্তু এখানে তো সংঘবদ্ধ রাজার উপস্থিতি টের পাওয়া যাচ্ছে!
৬| ২৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪০
টারজান০০০০৭ বলেছেন: রাজা যায় , রাজা আসে , আমলারা থাকিয়া যায় ! তাই তাহারাই দেশের মালিক ! তাহারা চাহিলেই দোষ!!!!!!!
আমেরিকার মতন উচ্চপর্যায়ের পোস্টগুলোও অস্থায়ী করা যাইতে পারে ! সরকার পরিবর্তনের সাথে সাথে সরকার চাহিলে পরিবর্তন হইবে !
৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৮
অতঃপর বাউন্ডুলে বলেছেন: আমলাদের আসন পাকাপোক্ত বলেই তো এই তারা দিনদিন স্বেচ্ছাচারী হয়ে উঠছে! তাদের না আছে চাকুরী হারানোর ভয়, আর এখন না আছে শাস্তির ভয়!
৭| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১:০৭
সচেতনহ্যাপী বলেছেন: প্রতিবাদটা বেশীর ভাগই হয়ে থাকে, সমষ্টির স্বার্থে।। সেই "সমষ্টিই" যখন বুঝতে চায় না, তখন?? আর প্রতিবাদটা উঠে সচেতন শ্রেনী থেকেই।। আজ কোথায় তারা?? শত এবং হতচ্ছিন্ন!!
তবুও শুরুটা যে হচ্ছে, এটাই আশার আলো দেখাচ্ছে।।
ধন্যবাদ।।
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৮
বানেসা পরী বলেছেন: শুধু সচিবদের অতিরিক্ত সুবিধাগুলো না এর পাশাপাশি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিদের বিদেশে চিকিৎসা সফর এবং সকল এম.পি. মন্ত্রীদের ছেলে পেলেকে বিদেশে পড়াশুনা করানোর ট্রেন্ড ও বন্ধ করতে হবে।
আরে ভাই, যে দেশের চিকিৎসা সেবা ভাল না সেই দেশের শাসক হিসাবে বিদেশ না গিয়ে দেশের ভেতর এগুলো আগে ঠিক করেন। আর সংসদ প্রতিনিধি হয়ে নিজেদের পোলাপান কে বিদেশ পাঠায় চিন্তামুক্ত হতে হয় এমন দেশে রাজনীতি করতেই যখন আসছেন তখন দেশের জন্য কিছু একটা করেন নাহলে দেশ থেকে চিরতরে বিদা হন। যত্তসব!
নিজেদের অধিকার নিয়ে আমাদের অসচেতনতা ও শ্রেণীস্বার্থের কাছে যেন আজ মুখ থুবরে পড়ছে গণতন্ত্র ও সমাজতন্ত্র নামক রাষ্ট্রের অন্যতম দুই মূলনীতি