নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ছন্নছাড়া, মুক্ত ও বাস্তববাদী একজন মানুষ...

অতঃপর বাউন্ডুলে

অতঃপর বাউন্ডুলে › বিস্তারিত পোস্টঃ

কি দেখার কথা কি দেখছি

২২ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

স্বাধীনতার ২৯ বছরের মাথায় এ ভুখন্ডে চিরনিদ্রায় শায়িত থাকা ত্রিশ লক্ষ শহীদের বুকের উপর পাকিস্তান দিবস উপলক্ষে পাকিস্তানের পতাকা উড়িয়েছিল কুখ্যাত মোনায়েম খানের নাতি আদেল ভ্রাতৃদ্বয়।

তখন এর প্রতিবাদ করায় আওয়ামী লীগ নেতা কামাল হোসেনের বাড়িতে ঢুকে তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছিল এই দুই পাকি প্রেতাত্মা।

তার ১৭ বছর পর সেই প্রতিবাদী কামাল হোসেনের রক্তের উপর পাড়া দিয়ে সেই তারেক আদেল ও জুবায়ের আদেলকে বাংলাদেশ হকি ফেডারেশনের এ্যাডহক কমিটির সদস্য বানানো হয়েছে।

আমরা স্বাধীন বাংলায় পাকিস্তানের পতাকা উড়ানোর শাস্তি কিংবা কামাল হোসেনের হত্যার বিচার আজও পায়নি, কিন্তু আদেলরা ঠিক-ই তাদের পুরস্কার আদায় করে নিলো!

এর পিছনে কারা?
এর পিছনে তারাই, যারা আওয়ামী লীগের উপকমিটিতে দুঃসময়ের ছাত্রলীগ নেতাদের উপেক্ষা করে ছাত্রদল নেতা ও ক্যাডারদের নাম প্রস্তাব করেছে। আর কতকাল দেখতে হবে তাদের এই নগ্ন দৌরাত্ম!!!

#চলো সবাই আপাতত হায়দার আলীর সঙ্গে কন্ঠ মিলাই-
"কি দেখার কথা কি দেখছি, আমি কি শুনার কথা কি শুনছি....

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন: দূর্মুখেরা বলে.........

"ঘাট অঘাট হইছে,
ধোপা হইছে পাল,
নাপিত হইছে 'ঠাকুর মশাই,
কাটবে ক্যাডায় 'বাল"??

২| ২২ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গ্রামে গ্রামে একটি প্রবাদ বয়স্কদের মুখে মুখে শোনা যায়-
যেমন অঘাট ঘাট হবে। অমানুষ মানুষ হবে।
মানুষ অমানুষ হবে। অপথ পথ হবে।
প্রবিণদের মুখের এসব শোনা কথা
বাস্তবে মিলে যাচ্ছে।
আগের দিন বাঘে খাইছে-
অঘাট ঘাট হইছে

৩| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৮

অতঃপর বাউন্ডুলে বলেছেন: চলেন গান গায়...

৪| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:১২

অতঃপর বাউন্ডুলে বলেছেন: এখন মুক্তিযোদ্ধাদের রাজাকার, আর রাজাকারদের মুক্তিযোদ্ধার তালিকায় নাম বদলানো সময়ের ব্যাপারমাত্র!

৫| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৯

রাজীব নুর বলেছেন: দেখুন আর চুপ করে থাকুন।

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৬

কিরমানী লিটন বলেছেন: আমার আর কোথাও যাবার নেই
কিচ্ছু বলার নেই

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৮

অতঃপর বাউন্ডুলে বলেছেন:

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৯

অতঃপর বাউন্ডুলে বলেছেন:

৯| ২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫০

অতঃপর বাউন্ডুলে বলেছেন: X(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.