নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনটা নাকি একদমই কথা শুনতে চায় না,তবে নিজে প্রচুর কথা বলতে চায়।আর সেসব কথাই রক্ত হয়ে বের হত আগে কলম ফুঁড়ে।এখন নাহয় আঙুলের ডগার কুচকাওয়াজে কীবোর্ডে উঠুক মনের ধূলিঝড়,ক্ষতি কী?\n\nলেখালেখিটা তাই এখন একটা ভাইরাসের মতন হয়ে গেছে।সরল মানুষের মতন তাই মনের কথা শুনি

অভ্র তুষার

নিভৃতচারী এক বোহেমিয়ান আবেগী যুবক।

অভ্র তুষার › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি আর কিছু সাদা ফুল

২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:২৮


বৃষ্টিতে ভেজা সাদা ফুলের পাঁপড়ি
ছুঁয়ে দেখেছ কি কখনো?
ফুটন্ত ফুলের সাদা জামানায়
অবিরত পড়া বৃষ্টির ফোঁটায়
খুঁজতে চেয়েছ কি কাউকে?
যদি খুঁজতে, তবে ঘুচে যেত হয়ত
যুগান্তর প্রতীক্ষারত কোন চাতকের মর্মবেদনা,
তোমায় চেয়ে বসে ছিল যে
যুগ যুগ ধরে
প্রেম নামক শব্দ সৃষ্টি লগ্নে।
যদি খুঁজে দেখতে
তবে হারাতো না হয়ত
অবিরাম রাতজাগা সেই স্নিগ্ধ তারাটি
রূপালী আকাশের বুক থেকে।
জানি,জানবেনা তুমি এসব কথা,
জন্মান্তরের ওপারে দাড়িয়ে
এমনি এক বৃষ্টির দিনে দীঘির জলে
বৃষ্টির বড় বড় ফোঁটা গুলোর দিকে তাকিয়ে
যা বলতে চেয়েছিলাম তোমায়,
না পেরে ডুবিয়ে দিয়েছিলাম
কবিতার খেয়েতরীটা সেই দীঘির জলে,
আর ডুবেছিলাম
না দেখা তোমার প্রেমের অতল গহ্ববরে।

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: না পেরে ডুবিয়ে দিয়েছিলাম
কবিতার খেয়েতরীটা সেই দীঘির জলে,
আর ডুবেছিলাম
না দেখা তোমার প্রেমের অতল গহ্ববরে।

মনছুঁয়ে গেল ।

২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৯

অভ্র তুষার বলেছেন: ধন্যবাদ ভাই :)

২| ২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৮

মৌমুমু বলেছেন: সুন্দর লিখেছেন। ছবিটাও চমৎকার!
শুভকামনা রইল।
ভালো থাকবেন ভাইয়া।

২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০১

অভ্র তুষার বলেছেন: ধন্যবাদ আপু,অনুপ্রাণিত করবার জন্য। :)

৩| ২২ শে জুলাই, ২০১৭ রাত ৮:১৫

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন ++

২২ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৬

অভ্র তুষার বলেছেন: ধন্যবাদ :)

৪| ২২ শে জুলাই, ২০১৭ রাত ৮:৪৭

সুমন কর বলেছেন: ভালো লাগল।

২২ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৭

অভ্র তুষার বলেছেন: ধন্যবাদ :)

৫| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১:০৮

সালমান মাহফুজ বলেছেন: একটা প্রাণবন্ত কোমল অনিভূতি ছড়িয়ে গেল !

কবিতায় ভালোলাগা ।

২৩ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০১

অভ্র তুষার বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.