নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাদেঁ,তাকে ফেলে যেওনা,যদি যাও,তবে তা হবে পাপ।

অভ্র ইসলাম

অভ্র ইসলাম › বিস্তারিত পোস্টঃ

রমাদান মাসরে গুরুত্বর্পূণ আমলগুলো হলো:

১৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:৪২

এই ব্লগে আমার প্রথম লখোঃ-

[১] সিয়াম পালন করা
[২] সময় মত সালাত আদায় করা
[৩] সহীহভাবে কুরআন শেখা
[৪] অপরকে কুরআন পড়া শেখানো
[৫] সাহরী খাওয়া
[৬] সালাতুত তারাবীহ পড়া
[৭] বেশি বেশি কুরআন তিলাওয়াত করা
[৮] শুকরিয়া আদায় করা
[৯] কল্যাণকর কাজ
বেশি বেশি করা
[১০] সালাতুত তাহাজ্জুদ পড়া
[১১] বেশি বেশি দান-সদাকাহ করা
[১২] উত্তম চরিত্র গঠনের অনুশীলন
করা
[১৩] ই‘তিকাফ করা
[১৪] দাওয়াতে দ্বীনের কাজ করা
[১৫] সামর্থ্য থাকলে উমরা পালন করা
[১৬] লাইলাতুল কদর তালাশ করা
[১৭] বেশি বেশি দো‘আ ও কান্নাকাটি
করা
[১৮] ইফতার করা
[১৯] ইফতার করানো
[২০] তাওবাহ ও ইস্তেগফার করা
[২১] তাকওয়া অর্জন করা
[২২] ফজরের পর সূর্যোদয় পর্যন্ত
মাসজিদে
অবস্থান করা
[২৩] ফিতরাহ দেয়া
[২৪] অপরকে খাদ্য খাওয়ানো
[২৫] আত্মীয়তার সম্পর্ক উন্নীত করা
[২৬] কুরআন মুখস্থ বা হিফয করা
[২৭] আল্লাহর যিকর করা
[২৮] মিসওয়াক করা
[২৯] একজন অপরজনকে কুরআন শুনানো
[৩০] কুরআন বুঝা ও আমল করা
•!!• যা করণীয় নয়। বর্জনীয়ঃ
▬▬▬▬۩۞۩▬▬▬▬
রমাদান মাসের ফজিলত হাসিল করার
জন্য
এমন কিছু কাজ রয়েছে যা থেকে বিরত
থাকা দরকার ||
সেগুলো নিম্নে উপস্থাপন করা হলো:
1. বিলম্বে ইফতার করা
2. সাহরী না খাওয়া
3. শেষের দশ দিন কেনা কাটায় ব্যস্ত
থাকা
4. মিথ্যা বলা ও অন্যান্য পাপ কাজ করা
5. অপচয় ও অপব্যয় করা
6. তিলাওয়াতের হক আদায়
না করে কুরআন খতম করা
7. জামা‘আতের সাথে ফরয সালাত আদায়ে
অলসতা করা
8. বেশি বেশি খাওয়া
9. রিয়া বা লোক
দেখানো ইবাদাত করা
10. বেশি বেশি ঘুমানো
11. সংকট তৈরি করা জিনিস পত্রের
দাম বৃদ্ধির জন্য
12. অশ্লীল ছবি, নাটক দেখা
13. বেহুদা কাজে রাত জাগরণ করা
14. বিদ‘আত করা
15. দুনিয়াবী ব্যস্ততায় মগ্ন থাকা ||
রমাদান মাস পাওয়ার মত সৌভাগ্যের
বিষয় আর
কী হতে পারে !! আমরা যদি এ মাসের
প্রতিটি আমল
সুন্নাহ পদ্ধতিতে করতে পারি তবেই
আমাদের রমাদান
পাওয়া সার্থক হবে ||
কেননা হাদীসে এসেছে.... ‘‘যে ব্যক্তি
রমাদান মাস পেলো অথচ তার গুনাহ মাফ
করাতে পারল না সে ধ্বংস হোক’’
--------- [শারহুস সুন্নাহ : ৬৮৯]
আল্লাহা তা‘আলা আমাদেরকে রমজান
মাসের
ফজিলত হাসিল করার তাওফীক দিন ||
আমীন !!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.