নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাদেঁ,তাকে ফেলে যেওনা,যদি যাও,তবে তা হবে পাপ।

অভ্র ইসলাম

অভ্র ইসলাম › বিস্তারিত পোস্টঃ

এমন রোযাদারের রোযা তো আল্লাহর দরকার নেই!!!

১৮ ই জুন, ২০১৬ রাত ১০:০০

☆ এমন রোযাদারের রোযা তো আল্লাহর দরকার নেই!!!
✘ যে রোযা রেখে গান শোনা ,
টিভিতে ফালতু প্রোগ্রাম দেখা ছাড়তে পারলো না ।
✘ রোযা রেখে মিথ্যা কথা , পরনিন্দা , গালাগালি ,
হাসিঠাট্টা ত্যাগ করতে পারলো না. . .
✘ রোযা রেখে ফরজ হুকুম অমান্য করা ,সময়মতো নামাজ
না পড়া
,,
✘ রোযা রেখেও মেয়েরা বেপর্দা হয়ে বাইরে
বেরোনো,,
বেপর্দা ,হাফ পর্দা করে Facebook/Whatsapp এ নিজের
পিক আপলোড করার নেশা দূর করতে পারলো না ।
✘ আর ঐসব বেগানা ও বেপর্দা মেয়েদের পিকে,
ছেলেরা লাইক কমেন্ট করা থেকে দূরে থাকতে পারলেন না

✘ খারাপ ,অশ্লীল জিনিস দেখা থেকে নিজের চোখকে
কন্ট্রোল করতে পারলেন না ।
✘কুচিন্তা নোংরামী থেকে মনকে দূরে রাখতে পারেন না ।
✘ যারা হারাম কাজ - বেগানা ছেলে/মেয়েদের সাথে
আড্ডাবাজি ,,
চ্যাটিং ,হাসিতামাশা করা,
প্রেম নামক জিনার মতো কবিরা গুনাহ ছাড়তে পারলো না ।
✘ রোযা রেখে অন্য মুসলিমকে কষ্ট ও আঘাত দেয়া থেকে
বিরত
থাকলো না......
✘ রোযা রেখে অহংকার , হিংসা-বিদ্বেষ ,ঝগড়া ঝাটি ,
অহেতুক অপ্রয়োজনীয় কথাবার্তা ,গল্প থেকে দূরে
থাকতে
পারেন না ।
এমন রোযা রাখা আর না রাখা তো একই কথা. . . .
☆ রাসূলুল্লাহ ( ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ) বলেছেন,
"যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ থেকে নিজেকে দূরে
রাখতে বিরত রাখতে পারলোনা,
আল্লাহর কাছে এমন ব্যক্তির পানাহার পরিত্যাগে প্রয়োজন
নেই ।"
[বুখারী- ৬০৫৭, ইবনে মাজাহ- ১৬৮৯]
☆ রামদ্বান মাস , আত্মশুদ্ধি ও আত্মসংযমের ট্রেনিং নেয়ার
মাস . . .
এই পবিত্র মাসেই যদি নিজের ভুলগুলো শুধরাতে না পারেন
তো
আর কখন শুধরাবেন ??
☆ ☆ ☆আল্লাহপাক বলেন,
" যে ব্যক্তি নিজের নফস (প্রবৃত্তিকে) পরিশুদ্ধ করল ,
সে সফলকাম হল ।
আর যে ব্যক্তি নিজের নফসকে কলুষিত করল,
সে ব্যর্থ হল". . .
[সূরা আশ-শামস : ৯-১০]
☆ আজই দৃঢ় সংকল্প করুন , বদলে দিবেন নিজেকে আল্লাহর
জন্য!
☆ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়াবি কিছু চাহিদাকে
মাটিচাপা দিবেন. . .
গোনাহগুলো মাফ করিয়ে নিজেকে পরিশুদ্ধ করে নিবেন,,
☆ আল্লাহর উপর ভরসা রাখুন প্রাণপণ চেষ্টা করুন. . .
সব কঠিন কাজই সহজ হয়ে যাবে,
ইন-শা-আল্লাহ!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.