![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবার একটা নির্মম সূত্র হল, তোমাকে দুঃখটা পেতেই হবে। একে পাশ কাটিয়ে শেষমেশ তুমি আসলে ভাল থাকতে পারবে না। কেউ তোমাকে ছেড়ে চলে গেছে এখন তুমি কী করবে ? আমি যাই বলি না কেন দিন শেষে তোমার কষ্টটা তোমাকে পেতেই হবে। 'এখন আমি কী করব' , এর আসলে কোন সন্তুষ্ট জনক উত্তর নেই।
আমি হয়ত তোমাকে কিছুক্ষণ জোর করে হাসাতে পারব। আমি হয়ত দুটা জ্ঞানের কথা বলে পন্ডিত বনে যাব। কাজ হবে না, ঘুরে ফিরে তোমাকে আবার দাঁত খিচিয়ে কাঁদতে হবে।
কান্না আটকে রেখে দিলে সেটা কখনোই বুক থেকে বের হবে না। চোখ মুছে না; তোমাকে একদম হাউমাউ করে কেঁদে কেটে এই কান্নাটা শেষ করতে হবে। 'এখন আমি কী করব' এর একটা জবাব হল - কপাল ফাটিয়ে কাঁদো।
অহেতুক,ঠাট্টা হাসি দিয়ে দিনে বেলা পার করে দিলেও রাত তোমাকে পেয়ে বসবে। এই দুঃখটা তোমার কপালে ছিল, তোমাকে এটা সহ্য করেই ভাল থাকতে হবে। যারা ভাল আছে তাদেরও অনেক যন্ত্রণা আছে। যন্ত্রণা থেকে বাঁচার নির্মম উপায় হল যন্ত্রণা সহ্য করতে জানতে হয়।
©somewhere in net ltd.