নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাদেঁ,তাকে ফেলে যেওনা,যদি যাও,তবে তা হবে পাপ।

অভ্র ইসলাম

অভ্র ইসলাম › বিস্তারিত পোস্টঃ

বাবারা অাজব প্রজাতির প্রানী! বাবারা বাবাই থাকে

২২ শে জুন, ২০১৬ দুপুর ২:৩০

..বাবার ক্যান্সার ধরা পড়েছে। আজ পাঁচ মাস হল। ব্লাড ক্যান্সার। ছোট্ট খাট ডাক্তার দেখানোর পর সিন্ধান্ত হল বাইরের দেশে চিকিৎসা করানো হবে। প্রায় অাধ বস্তা টাকা লাগবে।
.
সবাই বলল জমি বিক্রি করা হোক। তারাতারি করতে হবে। বেঁকে বসলেন বাবা! এটা সম্ভব না। বিদেশে আমি যাব না। দেশের মাটি ছাড়া কোথাও মরা আমার দ্বারা সম্ভব না। একদিন বাবা মারা গেলেন।
.
আসল ঘটনা পরে জানা গেল। ক্যান্সার হলে মৃত্যু হবেই। বিদেশে যাওয়া সমস্যা ছিল না। সমস্যা ছিল জমি বিক্রি করা। সন্তানদেরকে নিঃস্ব করে ,সংসারকে অচল করে বাবা মরেও শান্তি পেতেন না। আমি না হয় মরি, কিন্তু সন্তানকে যেন সারা জীবন কষ্ট করতে না হয়!
.
এটা গল্প নয়; সত্যি! আমি উপরের ঘটনাটা জানি!! এমন একজন বাবাকে চিনি!! তিনি আজ নেই; ক্যান্সারে মারা গেছেন। তবে তার সন্তানরা ভালো আছে। বাবারা মরতে রাজী তবে সন্তানদের কষ্ট দিতে রাজি না।
.
পৃথবীতে যদি অদ্ভুত প্রজাতির প্রাণীদের তালিকা করা হয় তবে 'বাবা' নামক প্রজাতিটা এক দুইয়ে থাকবে। এই অদ্ভুত প্রজাতির প্রানীরা হয় সম্রাট বাবর! সন্তানের জন্য জীবন দিয়ে দেয়, "হে খোদা, আমাকে উঠিয়ে নেও, সন্তানটাকে রোগমুক্তি দাও!" বাবাদের কথা বিধাতাও ফেলতে পারে না! হুমায়ূনরা বেঁচে থাকে; সম্রাট বাবররা মারা যায়!
.
বাসার কাপড় চোপড় দেখে সহজেই চিনতে পারা যায় কোনটা বাবাদের। কুঁচকে যাওয়া পুরোনো শার্ট পাঞ্জাবি গুলো বাবাদের হয়! কালো সানগ্লাসের পাশে যদি একটি ভাঙা ফ্রেমের চশমা থাকে তবে চোখ বন্ধ করে বলে দিতে পারবেন, সানগ্লাসটা ভার্সিটি পড়ুয়া ছেলেটার আর ভাঙাটা তার বাবার!
.
ঈদে বাবারা শাড়ী কিনে; সন্তানদের জন্য জামাকাপড় কিনে ভর্তি করে দেয়। নিজের জন্য কেনা হয় না। ঈদের দিন নামাজে যাবার সময় তিন চার বছর আগের পাঞ্জাবিটাই বাবাদের গায়ে দেখা যায়! পায়ে থাকে ক্ষয় হয়ে যাওয়া আর মুচির পরিচিত এক জোড়া জুতা।
.
সংসারে বাবাদের খুব প্রিয় কিছু জিনিস থাকে। অনেক দিনের পুরনো গাভী বা বাপ দাদাদের আমালের আম গাছ টাইপের কিছু। সেমিস্টার ফির জন্য যখন সন্তান ফোন দেয় তখন বাবাদের পকেট বিবেচনা করে ফোন দেয় না। টাকা চলে আসে। ঈদে বাসায় গিয়ে বোঝা যায় টাকাটা কোথা থেকে এসেছিল। হয়তো বাবার প্রিয় গাভিটা নেই বা বাপ দাদার আমলের আম গাছটা বিক্রি করে টাকা পাঠিয়েছিল।
.
অন্নদা মঙ্গলের ঈশ্বরী পাটনীর মৃত্যু নিয়ে টেনশন ছিল না। টেনশন ছিল সন্তান নিয়ে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে! বাবারা ঈশ্বর প্রদত্ত ঈশ্বরী পাটনীর মত!
.
বাবাদের ফোন দিয়ে আপনি যতই চালাকি করেন না কেন, ধরা পরবেনই! টাকার দরকারের সময় ফোন দিয়ে আপনি সংকোচ করবেন। কি বলি না বলি!! কিন্তু বাবারা টের পায়! চাইবার আগেই বাবারা বলে, বাজান টাকা লাগবো? কালকে পাঠিয়ে দিব! সন্তানের নিঃশ্বাস বাবাদের পরিচিত। তারা টের পান। টের পাবে না কেন, ছোট বেলা থেকে কত লক্ষ নিঃশ্বাস বাবার কোলে-ঘাড়ে ফেলেছি তার হিসাব আছে। বাবাদের কাছে টাকা চাইতে হয় না, একটা ছোট নিঃশ্বাস ফেললেই হয়!
.
বাবারা যদি জুতা সেলাই করে তবে তার সন্তানকে কলেজে পড়াতে চায়! বাবারা যদি রিক্সা চালায় তবে তার সন্তানকে ভার্সিটিতে পড়াতে চায়! দিনমুজুর বাবাও চায় সন্তান চাকরিজীবী হোক। মাঝি চায় তার ছেলে ব্যারিস্টার হোক। বৃদ্ধাশ্রমের ছোট কুটুরিতে থাকা ছানি পড়া বাবাও চায় তার খোকাটা ভালো থাকুক! অন্যদের সাথে গল্প করে, আমার ছেলে মস্ত অফিসার!!
.
....বাবারা অাজব প্রজাতির প্রানী! বাবারা বাবাই থাকে!! এই প্রজাতির কোন দিন বিবর্তন হয় না। বৃদ্ধাশ্রম ধাক্কা মেরে ফেলে গেলেও বাবারা বিবর্তিত হন না, আগের মতই থাকেন! আগের মতই সন্তানের জন্য দুই হাত তুলে মোনাজাত করেন, "আমার জীবনের বিনিময়ে হলেও খোকাটাকে ভালো রেখ খোদা।"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.