![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবেসে একজনার সাথে শারিরীক সম্পর্ক স্থাপন করা পাপ আর অপরিচিত একটা মানুষের সাথে সমাজ স্বীকৃত উপায়ে বিন্দুমাত্র ভালো না বেসেও প্রথম রাতেই শারীরিক সম্পর্ক স্থাপন করা কি পবিত্র ?
আমি আসলেই বুঝতেছি না কোন টা কি ??
কোন দিকে যাব আমি !
আর আপনারাই যাবেন কোন পথে বা যাচ্ছেন কোন দিকে ?
এত গভীর চিন্তা মাথায় আসেনা তো ।
০১ লা মে, ২০১৩ রাত ১২:৫৭
পাগলা সবুজ বলেছেন: ঠিক তাই
২| ০১ লা মে, ২০১৩ রাত ২:৩৭
মশিকুর বলেছেন:
আপনার পছন্দ হবে কিনা??? শারীরিক সম্পর্কের প্রধান উদ্দেশ্য বংশ বৃদ্ধি। স্বীকৃত উপায়ে যদি বিন্দু মাত্র ভালবাসা না যায়, তা হলে স্বীকৃত উপায়ে গলদ আছে। তবে এখানে ইসলামিক অনুশাসন আমার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য। তবে সবারই নিজস্ব পছন্দ রয়েছে, এটা বুজতে হবে সবার আগে। যার যার ভুলের শাস্তি তার তার>> এটাই আপনার প্রশ্নের উত্তর, উত্তর খুজে না পেলেও উত্তর এখেনেই আছে, আমি হয়তো ভালো বুঝাতে পারি নাই।
৩| ০১ লা মে, ২০১৩ সকাল ৭:৪০
এম এম কামাল ৭৭ বলেছেন:
ভালবেসে মিলনের যে সুখ, মিলন করে ভালবেসে সেই সুখ নাই।
আপনার প্রশ্নের উত্তরে দুটাই ঠিক আছে। তবে, আপনি নিজের মনে যেটা বিশ্বাস করবেন সেটাই বেশী ঠিক।
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০১৩ রাত ১২:৪১
পরিবেশ বন্ধু বলেছেন: আসলেই কোন টা কি ?