নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে অনেক স্বার্থপর মনে করি

তুমি আসবে বলে !

পাগলা সবুজ

িদ্বধা ভালবাসা সমপর্েক

পাগলা সবুজ › বিস্তারিত পোস্টঃ

সময় বদলে যাচ্ছে আমার না তার ! নাকি দুজনার ?

১৭ ই জুন, ২০১৩ রাত ৮:৩০

অনেক দিনের ভালোবাসা দুজনের । ৩ বছরে দেখা হয়েছে দুবার, এমন দেখা যে ১০০ গজ় দূরে থাকুন । শুধু মাঝে মাঝে মোবাইলে কথা হত তাদের । অনেক দিন থেকে মেয়েটার সাথে ছেলে টার কথা হয়নি । অনেকদিন পর মেয়ে টি ফোন ফিয়ে ছেলেটিকে বলল , তোমার সাথে কথা বলা হবে না আমার । কেন ? কারন তো মেয়েটি বলতে চাইলো না । ছেলেটির কথা রাখতে মেয়েটি বলেই দিল যে তার এংগেজমেন্ট হয়ে গেছে । বাবা মা জোর করে দিয়ে দিছে । ছেলেটি শুনে তো হতবাক !

কি করবে বুঝে উঠতে পারে না । শুধু মেয়েটিকে বলে তোমার আশায় এতদিন ছিলাম, তুমি ফোন দিলে ও ছিলে না দিলে ও ছিলে , এখন তো সে আশা টাও রইল না যে তুমি ফোন দিবে একটু কথা হবে ।

মেয়ে টি কিছু বলল না ,শুধু বলল কিছু জানিনা আমি, বাবা মা এইটা ঠিক করেনি । আমি বিয়ে করব না। তার পর মেয়ে টি ফোন রাখল আর বলল পরে কথা বলব ।



এখন ছেলেটির কি করা উচিত ? নতুন প্রেম করা নাকি তার জন্য কারনে অকারনে অপেক্ষা করা ।



দয়া করে কেউ খারাপ ভাবে মন্তব্য করবেন না। আমার বন্ধুটি সহ্য করতে পারবে না , সাথে আমি ও ।

কষ্টে আবার গান ও শুনতাছে সে , গানের কথা গুলো আমার ও ভালো লাগছে

শুনবেন নাকি গানটা , শুনলে এখানে কিল্ক করুন

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৩ রাত ১০:৪৬

নিষ্‌কর্মা বলেছেন: অপেক্ষা করে দেখতে পারেন।

১৯ শে জুন, ২০১৩ রাত ৯:৩১

পাগলা সবুজ বলেছেন: অপেক্ষা করে কি হবে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.