![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশকে ভালবাসি দেশের মানুষ কে ভালবাসি, অতি সাধারণ এক জন মানুষ আমি
মাহে রমজানের ২০টি আমল
(১)শা’বানের শেষ দিন রমজানের চাঁদ দেখা।
(২) দিনে রোযা রাখা।
(৩) রাতে তারাবীর নামাজ পড়া।
(৪)শেষ সময় সাহারী খাওয়া।
(৫) বিলন্ম না করে সুর্যাস্তের সঙ্গে ইফতার করা।
(৬) ইফতারের আগে ও দিনভর দু’আ করা।
(৭) কথা ও কাজে মিথ্যাচার এবং মুর্খতা বর্জন করা।
(৮) বিবাদ-বিতন্ডা এড়িয়ে চলা।
(৯) রোযাদারকে সাধ্যমতো ইফতার করানো।
(১০) কুরাআন তিলাওয়াত, মর্মচর্চা ও শিক্ষা করা।
(১১) অধিকহারে দান সাদকা করা।
(১২) মিসওয়াক করা
(১৩) সামর্থ থকলে উমরা করা
(১৪) শেষ দশকে ইবাদতের জন্য অতিরিক্ত পরিশ্রম করা
(১৫)শেষ দশকে মসজিদে ই’তিকাফ করা।
(১৬)শেষ দশকের বেজোড় রাত সমুহে শবে কদর প্রাপ্তির জন্য ইবাদত করা।
(১৭) সাদকাতুল ফিতর আদায় করা।
(১৮) ক্ষমা ও জাহান্নাম থেকে মক্তির দু’আ করা।
(১৯) সাধারণ নেক আমল অধিক হারে সুন্দরভাবে সম্পাদন করা।
(২০) পাপাচার পরিত্যগ বা তাক্কওয়ার অনুশীলন করা।
২| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১:২৪
খেয়া ঘাট বলেছেন: রাব্বুল আলামীন আমাদের রোজা সঠিকভাবে পালন করার তাওফিক দিন। রাব্বুল আলামীন আমাদের রোজা কবুল করুন।
১৭ ই জুলাই, ২০১৩ রাত ২:০৫
প্যারিস বলেছেন: আমিন
৩| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৭
একিউমেন০৮ বলেছেন: লেখক, উত্তর দেন নাই
৪| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ২:৫২
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: খেয়া ঘাট বলেছেন: রাব্বুল আলামীন আমাদের রোজা সঠিকভাবে পালন করার তাওফিক দিন। রাব্বুল আলামীন আমাদের রোজা কবুল করুন।
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০১৩ রাত ১:০৫
একিউমেন০৮ বলেছেন: মর্মচর্চা ও শিক্ষা করা কি?