নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতি সাধারণ এক জন মানুষ আমি , ভালো লাগে ভ্রমন করতে , গান শুনতে

প্যারিস

দেশকে ভালবাসি দেশের মানুষ কে ভালবাসি, অতি সাধারণ এক জন মানুষ আমি

প্যারিস › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ ২০১৬ শেষ দিন এর কিছু

০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৩


আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন ।
বেদের জীবন চিত্র নিয়ে কিছু ছবি



এরা মুসলিম না না হিন্দু না না খ্রিষ্টান না না বৌদ্ধ। বেদেরা তো আমাদের মত কথা বলে বাংলা ভাষায় ।







এর মূলত আমাদের দেশে বাদিয়া না বাইদ্যা নামে পরিচিত। অনেক সময় এদের যাযাবরও বলা হয়ে থাকে । বেদেরা সাধারণত নৌকায় বাস করে ।
এক স্থান থেকে অন্য স্থানে, এক নগর থেকে আরেক নগরে ঘুরে বেড়ায় নৌকা দিয়ে। জীবন-জীবিকা অনেক কঠিন ।

২০১৬, ৩১ শেষ দিনটি আমি আমার মত করে ঘুরাঘুরি করতে বেরোই উদ্দেশ্য ছিলনা কোথায় যাব ।
মুন্সীগঞ্জ মুক্তারপুর বিসিক মাঠথেকে তোলা

অনেক কুয়াসা পড়ছে প্রচুর শীত ও পড়ছে। ছবি গুলো তখন তোলা

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৮

সুমন কর বলেছেন: কষ্টের জীবন !!

২| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০০

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: ধুসর ভবিষ্যত নিয়ে চলা মানুষগুলোর ছবি ধুসর হবে। ক্যামেরায় স্থান পেয়েছে, এ-ও অনেক সৌভাগ্য। রাষ্ট্র কি এমন যাযাবর মানুষ চায় ? তাদের শিশুরা কি স্কুলে যায় ? তারা কি বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা বা মাতৃত্বকালীন ভাতা পায় ?

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৬

প্রামানিক বলেছেন: যখন বাংলাদেশে সবসময় খালবিলে পানি থাকতো তখন তারা নৌকা দিয়ে সারা বাংলাদেশ চষে বেড়াতো এবং রমরমা ব্যবসা ছিল। এখন খাল বিলের পানি শুকিয়ে যাওয়া ও আধুনিকতার কারণে ব্যবসা মন্দা। এখন তাদের কষ্টে জীবন কাটে।

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৮

রাতুল_শাহ বলেছেন: জীবনের কত রুপ!!!!!!!!

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৭

খায়রুল আহসান বলেছেন: প্রত্যেকটা ছবির সাথে কিছু কথা জুড়ে দিলে ভাল হতো।

০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:৪৬

প্যারিস বলেছেন: ভাইয়া আগামীতে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ (ছবির সাথে)

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৩

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর একটা চিত্র ফুটিয়ে তুলেছেন,
অনেক ধন্যবাদ, শুভ কামনা রইলো.....

০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:৪০

প্যারিস বলেছেন: ধন্যবাদ ভাই মন্তব্য জন্য

৭| ০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩০

আহমেদ জী এস বলেছেন: প্যারিস ,




সহব্লগার "সৈয়দ আবুল ফারাহ্‌" সবটাই সুন্দর বলেছেন । আমিও বলি -----ধুসর ভবিষ্যত নিয়ে চলা মানুষগুলোর ছবি ধুসরই হবে, এটাই তাদের নিয়তি ।

ছবির বর্ণনা দিতে পারতেন ।

৮| ০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:৩৪

প্যারিস বলেছেন: সৈয়দ আবুল ফারাহ্‌ ভাই
আপনাদের পরামর্শ এবং মন্তব্য দেখে ভাল লাগছে, উৎসাহ পেলাম অনেক ....
আশা করি আগামীতে ভোল হবেনা ছবির বর্ণনা দিতে ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.