![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশকে ভালবাসি দেশের মানুষ কে ভালবাসি, অতি সাধারণ এক জন মানুষ আমি
চোরমর্দন গ্রামের চিত্র ব্যতিক্রম। কালি পোদ পাল কুমার এর মাটির তৈরি কিছু জিনিসপত্রের কাজ ।
১ মাটির সামগ্রী তৈরি করার যন্ত্র
২ যন্ত্রটি গুরানো অবস্থায় এখানে কিছু মাটি দিলো
৩ এবার হাতদিয়ে কাজা আরাম্ব করল
৪ জিনিসটি শেষ পথে
৫ যন্ত্রথেকে নামার শেষে হাতের কিছু কাজ
৬ তৈরিকরা সামগ্রী
৭ খোলা আকাশের নীচে রদ্রের তাপের জন্ন
৮ এখানে কিছু পুরুষ ও মহিলারা তাদের তৈরিকরা সামগ্রী নিয়ে ব্যস্ত আছে
৯ তাহাদের অনুমতি নিয়েই ছবি তোলা
১০ বাড়ীটিতে তখন শ্রাদ্ধের দিন ছিলো রান্না বান্না দান-ধ্যান ও অতিথিভোজন অনুষ্ঠান এর কিছু ছবি
১১ একটু দানদক্ষিনা করতাছে আত্যীয়-স্বজনরা
১২ আত্যীয়-স্বজনরা কির্তন ও ঢোল বাদ্য বাজাইতাছে
১৩ বান্নার জন্য ব্যস্ত তারা
১৪ ওরা তাকিয়ে ছিলো ক্লিক মিস করলাম না
১৫ দিদি বাচ্চার ছবি তোলার জন্য যথেষ্ট অগ্রাহ্য দেখে এবারো ক্লিক
১৬ রাধারাণী জিউর মন্দির এর ছবি
১৭ মুর্তিটি কার জানিনা দেখেই ছবি তুলে নিলাম
১৮ মাটির হাড়িগুলো পোড়ানোর হয় এখানে
১৯ রদ্রের তাপের জন্ন সারিবেদে রাখা
২০ রদ্রের তাপ শেষ হলে এইবাবেই রেখেদেয়
২১ কালি পোদ পাল কুমার কাকার সাথে আমার কিছু ছবি
চৈত্র-বৈশাখ এ দু’মাসে রোদেও তেজ বেশি থাকায় তাদের কাজও বেশি হয়।
২০১৬, ৩১ শেষ দিনটি ঘুরাঘুরি করতে আমার পুরোটা সময় জুড়ে লেগেছিল ১৫ ঘন্টা। আর এই ১৫ ঘন্টা ঘুরাঘুরি করতে আমার খরচ হইয়ে মাত্র ৩০০টাকা।
১৫ ঘন্টা ঘুরাঘুরি তে কোথায় কোথায় যাওয়া হইছে কি কি দেখলাম সবই আমার ক্যমেরায় বন্দী আছে ( ছবিতে )।
পরবর্তীতে ছবি ব্লগ এ থাকবে অতীশ দীপংকরের জন্মস্থান এর নতুন করে সংস্কার কাজ চলছে এর কিছু ছবি ।
লেখায় কোনরকম ভুল হলে অনুগ্রহ করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ।
এই চোরমর্দন গ্রামের দুই ঘন্টা থাকার পর আমাকে খাইতে দিলো
মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার চোরমর্দন গ্রামে দুই ঘন্টা আমার জীবনের অনেক মুখ দেখা
২| ১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৮
অগ্নিবেশ বলেছেন: চোরমর্দন বুঝলাম, কিন্ত পোদ কি?
১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৯
প্যারিস বলেছেন: কালি পোদ পাল কুমারের নাম
৩| ১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩০
মোস্তফা সোহেল বলেছেন: ভালই লাগল আপনার ছবি ব্লগটি
৪| ১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৪
মনিরা সুলতানা বলেছেন: আমার ছেলে বেলা মনে করিয়ে দিলো , দাদাবাড়ি বেড়াতে যেয়ে ঘুরতে যেতাম কুমার পাড়া ।
কত্ত সুন্দর সুন্দর জিনিস !!
ধন্যবাদ পোষ্টের জন্য
৫| ১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৪
অগ্নি সারথি বলেছেন: চোরমর্দন গ্রাম আর কালি পোদ পাল কুমার কাকার সংসারের ছবি ভাল লেগেছে! বানানের দিকে সামান্য মনযোগী হওয়া বাঞ্চনীয়।
৬| ১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫০
রাতুল_শাহ বলেছেন: ভালোই লাগলো।
আপনার ছবি তোলার হাত ভালো। হাতটা একদিন ধার দিয়েন ভাই। আমার ছবি তোলার হাত খারাপ। ছবি শুধু ঘোলা হয়ে যায়।
৭| ১০ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১০
প্রামানিক বলেছেন: চমৎকার ছবি ব্লগ। ধন্যবাদ
৮| ১০ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৮
সুমন কর বলেছেন: ভালো লাগল, আপনার ছবি ব্লগ।
৯| ১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৭
জোগ্যান বলেছেন: কালিপদ পাল হবে
১০| ১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৬
শায়মা বলেছেন: অনেক ভালো লাগা!
১১| ১১ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৯
রানা আমান বলেছেন: খুব সুন্দর হয়েছে ছবিগুলো , আপনার ছবিব্লগটি ভালো লেগে গেল আমার ।
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৩
আহলান বলেছেন: ভালোই দেখাইছেন ... ! চোর মর্দন ..নামটাও সিরাম... !