নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বৃষ্টি আর এক মুঠো রোদ্দুর......

পারভীন শীলা

পারভীন শীলা › বিস্তারিত পোস্টঃ

মেঘ বালিকা ও স্বপ্ন

২৮ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৪৯



অন্ধকার রাত্রি, জঙ্গলের অচেনা পথ,
বালিকার বুকের মধ্যে
শংকা! ভয়! কাঁপুনি!
হঠাৎ অন্য একটি হাতের স্পর্শ।
শক্ত হাতে ধরে কানে কানে বলছে,
ভয় নেই! আমি তো আছি!

ঘন বন, মাঝে মাঝে শেয়ালের হাঁক!
ক্ষুধার্ত বাঘ আর সিংহের গর্জন!

প্রশ্ন করতে ভুলে গেলো বালিকা
পাশে থাকা যুবকটিকে, তুমি কে?

কঠিন আলিঙ্গনে বেঁধে যুবকটি
ফিসফিস করে বললো,
চিনতে পারোনি আমায়?
যারে দেখতে পেলে তোমার সকল
ভয় কেঁটে যায়,
আমি সেই গো!
রাত পোহাবার অনেক বাকি,
আমার বুকে পড়ে থাকো,
বন্য পশু কেউ আসবে না!
ওরা জানে তোমার আমার কথা।

অন্ধকারে মুখোমুখি এক অসহায় বালিকা
অন্তরে ভয়! শংকা!
তা-ও প্রশ্ন করলো,
কি জানে ওরা যা আমি জনিনে?
যুবকটি হেসে বলল,
ভুলে গেলে আমায়?
মনে পড়ে সেই বকুলের তলায়?
আসন পেতে ফুল কুড়াবার কথা?
মালা গেঁথে আমায় বলতে,
নিবে গো মালা? ভালোবাসার মালা?

আমি যত্ন করে মালাটি নিতাম,
তুমি হেঁসে লুটোপুটি খেতে,
তোমার ঐ চাঁদপানা মুখটিতে
আমার ভালোবাসার প্রলেপ বুলিয়ে দিতাম!

বালিকা অবাক বিস্ময়ে মুখ তুলে বলল,
কি বলছো তুমি! সে আবার কবেকার কথা!
জানিনা তো! মনে পড়ে না তো!

যুবকটি এবার নড়ে চড়ে ওঠে,
বলে, এইতো, এবার সব মনে পড়বে।
বলেই যুবকটি অদৃশ্য হয়ে যায়।

বালিকা চিৎকার করে ওঠে,
যেওনা! আমি একা এই বনে
কি করে থাকবো! কি পাষাণ তুমি!
এভাবে কি চলে যেতে হয়!
আমি চিনেছি তো!
তুমি আমার কল্পনায় আসো,
আবার চলে যাও!
এখনো তাই করছো?

যুবকটি আবার ফিরে এলো
বলল, হাতটি ধরো,
চলো তোমায় নিয়ে যাই।
বালিকা ঘুম কাতুরে কন্ঠে প্রশ্ন করলো,
কোথায়?

যুবকটি বলল,
তোমার মেঘ বালিকার দেশে।
বালিকার প্রশ্ন,তুমি যাবে না?
হ্যাঁ গো। যাবো বৈকি।
তোমার মেঘ বালিকার দেশ
সে তো আমার ও দেশ।

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০২০ রাত ৮:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতা ভালো লেগেছে আপু। শুভ কামনা।

২৮ শে জুলাই, ২০২০ রাত ১০:৪৭

পারভীন শীলা বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগছে।আপনার জন্যও শুভ কামনা রইল।

২| ২৮ শে জুলাই, ২০২০ রাত ৮:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ সুন্দর একটা কবিতা।

২৮ শে জুলাই, ২০২০ রাত ১০:৪৮

পারভীন শীলা বলেছেন: অনে ধন্যবাদ।

৩| ২৮ শে জুলাই, ২০২০ রাত ৮:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

চমৎকার উত্তেজনায় ঠাসা !
ভয় শিহরণ আর ভালো লাগা!!

২৮ শে জুলাই, ২০২০ রাত ১০:৪৯

পারভীন শীলা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা।

৪| ২৮ শে জুলাই, ২০২০ রাত ৯:৩৮

ইসিয়াক বলেছেন: খুব সুন্দর

২৮ শে জুলাই, ২০২০ রাত ১০:৫১

পারভীন শীলা বলেছেন: ধন্যবাদ।

৫| ২৮ শে জুলাই, ২০২০ রাত ১০:১৮

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ কবিতা।

২৮ শে জুলাই, ২০২০ রাত ১০:৫২

পারভীন শীলা বলেছেন: অনেক ধন্যবাদ।

৬| ২৮ শে জুলাই, ২০২০ রাত ১১:২৯

রাজীব নুর বলেছেন: প্রানবন্ত। ভাষা সুন্দর।

২৮ শে জুলাই, ২০২০ রাত ১১:৩৯

পারভীন শীলা বলেছেন: ধন্যবাদ।

৭| ২৯ শে জুলাই, ২০২০ রাত ১২:৩০

নৃ মাসুদ রানা বলেছেন: অসাধারণ কবিতা । মুগ্ধকর!

২৯ শে জুলাই, ২০২০ ভোর ৬:২৪

পারভীন শীলা বলেছেন: ধন্যবাদ

৮| ২৯ শে জুলাই, ২০২০ সকাল ৭:০৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্দর কবিতা। তবে বালিকার বিপরীতে যুবক না হয়ে বালক হলে মনে হয় ভালো হতো। :)

৯| ২৯ শে জুলাই, ২০২০ দুপুর ২:২৪

পারভীন শীলা বলেছেন: অনেক ধন্যবাদ।অমার কাছে যুবকটাকেই পরিপূর্ণ মনে হলো।

১০| ২৯ শে জুলাই, ২০২০ বিকাল ৩:২৫

মিরোরডডল বলেছেন:

একটু অন্যরকম, তাই ভালো লেগেছে ।

২৯ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:০০

পারভীন শীলা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

১১| ২৯ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:০৭

নীল আকাশ বলেছেন: কবিতা খুব ভালো হয়েছে।
কথপোকথন নিয়ে লেখা কবিতা পড়তে খুব ভালো লাগে।
আপনার ব্লগবাড়িতে এই প্রথম আসলাম আমি।
শুভ কামনা রইলো।

২৯ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:০৩

পারভীন শীলা বলেছেন: আমার ব্লগবাড়িতে এই প্রথমবার আসার জন্য স্বাগতম।

১২| ২৯ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:০৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৯ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:০৬

পারভীন শীলা বলেছেন: ধন্যবাদ।*

১৩| ২৯ শে জুলাই, ২০২০ রাত ১০:৩৫

মনিরা সুলতানা বলেছেন: বাহ! কী মিষ্টি লেখা !!

২৯ শে জুলাই, ২০২০ রাত ১১:৫৪

পারভীন শীলা বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.