![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১১ এপ্রিল ছিলো আমার জন্মদিন। সকালে ঘুম ভাঙ্গে Thereport24.com - এর স্টাফ রিপোর্টার সাজিদা ইসলাম পারুল আপুর ফোনে। প্রথমেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমার সম্পর্কে কিছু তথ্য জানতে চান। ধন্যবাদ জানিয়ে আমি তাঁকে সেই তথ্যগুলো দেই। ফোনটা রেখে ব্রাশ করতে যাবো ঠিক সেই মুহূর্তেই কে যেন দরজায় খুব জোরে নক করে। দরজা খুলে আমি তো অবাক !
কেক আর ফুল নিয়ে দাঁড়িয়ে আছে আমার এমন কিছু বন্ধুরা, যারা এর আগে কখনো আমার এই বাসায় আসে নি এবং তারা যে আমাকে এমন একটা সারপ্রাইজ দিবে, সেটা ছিলো আমার কল্পনার বাইরে। ওদেরকে বেড রুমে বসিয়ে রেখেই ঝট করে ফ্রেস হয়ে নেই। শুরু হয় আড্ডা। এতে যোগ দেয় আরো কিছু বন্ধু। কাটা হয় আমার জন্য আনা জন্মদিনের কেক। এরপরে যথারীতি চলে আমাদের আড্ডাবাজি। এরই মাঝে ল্যাপটপ ওপেন করে আবারও অবাক হলাম! কারণ, আমার মত একজন ক্ষুদ্র মানুষকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমাকে নিয়ে একটি নিউজ( শুভ জন্মদিন নুরুল ইসলাম ) করেছে Thereport24.com ।
এরপর সারাদিনে মোবাইল, বিভিন্ন সামাজিক ওয়েবসাইট ও সাক্ষাতের মাধ্যমে আমার গুরুজন, বড় বড় ব্যক্তিত্ব, লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক সহকর্মী, আপনজন ও ছোট ভাইদের পক্ষ থেকে জন্মদিনের অনেক শুভেচ্ছা পাই।
সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞা জানাচ্ছি।
©somewhere in net ltd.