![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন প্রকৃত মুসলিম, দায়ী ইলাল্লাহ্, কবি, ছড়াকার, গীতিকার ও লেখক হবার চেষ্টা করছি। আমার গন্তব্য হলো জান্নাত। জান্নাতের পথে চলার আপ্রাণ চেষ্টা করছি। আল্লাহ তুমি কবুল করো। আমিন
ইঁদুর থাকে ধান ক্ষেতের এপারে আর ওপারে ।
শক্তি সাহস দিয়ে তাকে ঠেকাতে বলো কে পারে ?
ইঁদুর একটি দু'টি তিনটি করে ,
মুখোসধারী মোড়ল সেজে লুকিয়ে থাকে চুপ করে ।
মাটির নিচে চোরের মত লুকিয়ে ধান কাঁটে ।
ধরতে গেলে ফাঁকি দিয়ে যাচ্ছে ঠিকই পাশ কেটে ।
অফিস ও মন্ত্রী সভার ফাইল কাঁটে সংসদে ।
গায়ের জোরে দৌড়ে পালায় চার পদে ।
তাই শুধু নয় দখল করে ঘর-বাড়ি ।
দিন দুপুরে বই কাঁটে,সুযোগ পেলে গোফ দাড়ি ।
বিদ্যুতের তার কাঁটে,আর মাথার চুল ও ক্যাপ ।
সব কাঁটা শেষ করে ইঁদুর কাঁটবে দেশের ম্যাপ ।
ইঁদুরগুলো মারতে হবে চলরে সবাই চল ।
বাজার খেকে আনবো কিনে ইঁদুর মারা কল ।
©somewhere in net ltd.
১|
১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪০
কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত বলেছেন: নাস্তিকদের পতন হোক