![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবারো ইচ্ছে হয়
শেষ বিকেলের একটু আগে
এক টুকরো মেঘের ভেলায় ভেসে ভেসে
তোমার ঝুলবারান্দার পাশে গিয়ে
তোমায় একটু ডাকি-
তুমি বেড়িয়ে এসে
হাত বাড়িয়ে দিবে আমার দিকে,
তারপর তুমিও উঠবে সেই মেঘের ভেলায়
নীল আকাশে ভেসে ভেসে
অনেক দূরে যাবো আমরা
যেখানে থাকবে শুধু নির্জনতা
আর মৃদু বাতাস ছুয়ে যাবে
তোমাকে আর আমাকে।
হঠাৎ দেখি দুটি ধবধবে সাদা পায়রা
উড়ছে আমাদের মেঘের ভেলার সাথে সাথে।
তারপর তাকিয়ে দেখি আমার জ্বানালায়
সকালের মিষ্টি রোদের রশ্নিতে খেলা করছে ধূলোরা
একটা প্রজাপতি আমায় ছুয়ে উড়ে গেল।
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৪৬
পদাবলী বলেছেন:
এক টুকরা মেঘের ভেলায় ভেসে ভেসে
তোমার ঝুলবারান্দার পাশে গিয়ে
তোমায় একটু ডাকি-