নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনটা কত সহজ .... আজ কথা বলছি , কাল আর বলব না ,
সকালে অফিসে আসার পর কিছু ইন্ডীয়ান শ্রমিক এসে বলল স্যার একটু সাহায্য করবেন ?
অবশ্যই, বলেন
স্যার, কাল আমাদের মাঝে একজন মারা গিয়েছে যদি কিছু টাকা দিয়ে সাহায্য করেন ? লাশটা দেশে পাঠাতে হবে । সবাই যে যার মত দিয়েছে ।
কিছু টাকা দিলাম ঠিকি কিন্তু আফসোসটা কাকে দিব ?
আজ যার লাশ পাঠাতে হাত পাত্তে হচ্ছে , সেই কিন্তু একদিন লাখ টাকা দেশে পাঠিয়েছে ।তার টাকাতেই চলেছে অনেক বিলাসিতা , সেই একদিন সবার জন্য সুখ কিনতো । কিন্তু আজ ?
হয়তো আমিও একদিন এদের দলের সাথী হব ।
ভাল থাকুক সকল প্রবাসী , ভাল থাকুক তাদের পরিবার ।
২| ১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৫১
পবিত্র হোসাইন বলেছেন: ধন্যবাদ @লাবণ্য ২
৩| ১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫৩
রাকু হাসান বলেছেন: এভাবেই চলে যেত হবে ,এটাই নিয়ম । কিন্তু সেই চলে যাবার আগে আমরা যেন স্রষ্টার মন জয় করতে পারি । এই পোস্টটি নতুনদের সাহায্য করবে । আশাকরি পড়লে উপকৃত হবেন ।
১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২২
পবিত্র হোসাইন বলেছেন: অতিশয় কৃতজ্ঞতাজ্ঞাপন করছি সম্ভ্রম রাকু হাসান ভাই,
অনেক উপকৃত হলাম।
৪| ২৮ শে মে, ২০২০ রাত ৮:৪৬
খায়রুল আহসান বলেছেন: ব্লগে সুস্বাগতম! শুভ হোক এখানে আপনার ব্লগযাত্রা!
আপনি কি একজন প্রবাসী বাংলাদেশী? হলে কোন দেশে আছেন?
যেখানেই থাকুন, নিরাপদে থাকুন! করোনামুক্ত, সুস্বাস্থ্যে থাকুন!
©somewhere in net ltd.
১| ১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৪৯
লাবণ্য ২ বলেছেন: পোস্টে ভালোলাগা।শুভ ব্লগিং!