নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝে মাঝে নিজেকে আঠেরো শতাব্দীর অঘোষিত সাফল্যহীন কবি মনে হয়। যার কিছু লেখা নামহীন বাজারি পত্রিকায় ছাপা হয়ে ছিল কিন্তু কেউ তা পড়ে দেখিনি।

পবিত্র হোসাইন

আমি মানুষ, রোবট নই।

পবিত্র হোসাইন › বিস্তারিত পোস্টঃ

শেষ যাত্রা

১৫ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৩০

জীবনটা কত সহজ .... আজ কথা বলছি , কাল আর বলব না ,
সকালে অফিসে আসার পর কিছু ইন্ডীয়ান শ্রমিক এসে বলল স্যার একটু সাহায্য করবেন ?
অবশ্যই, বলেন
স্যার, কাল আমাদের মাঝে একজন মারা গিয়েছে যদি কিছু টাকা দিয়ে সাহায্য করেন ? লাশটা দেশে পাঠাতে হবে । সবাই যে যার মত দিয়েছে ।
কিছু টাকা দিলাম ঠিকি কিন্তু আফসোসটা কাকে দিব ?
আজ যার লাশ পাঠাতে হাত পাত্তে হচ্ছে , সেই কিন্তু একদিন লাখ টাকা দেশে পাঠিয়েছে ।তার টাকাতেই চলেছে অনেক বিলাসিতা , সেই একদিন সবার জন্য সুখ কিনতো । কিন্তু আজ ?
হয়তো আমিও একদিন এদের দলের সাথী হব ।
ভাল থাকুক সকল প্রবাসী , ভাল থাকুক তাদের পরিবার ।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৪৯

লাবণ্য ২ বলেছেন: পোস্টে ভালোলাগা।শুভ ব্লগিং!

২| ১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৫১

পবিত্র হোসাইন বলেছেন: ধন্যবাদ @লাবণ্য ২

৩| ১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫৩

রাকু হাসান বলেছেন: এভাবেই চলে যেত হবে ,এটাই নিয়ম । কিন্তু সেই চলে যাবার আগে আমরা যেন স্রষ্টার মন জয় করতে পারি । এই পোস্টটি নতুনদের সাহায্য করবে । আশাকরি পড়লে উপকৃত হবেন ।

১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২২

পবিত্র হোসাইন বলেছেন: অতিশয় কৃতজ্ঞতাজ্ঞাপন করছি সম্ভ্রম রাকু হাসান ভাই,
অনেক উপকৃত হলাম।

৪| ২৮ শে মে, ২০২০ রাত ৮:৪৬

খায়রুল আহসান বলেছেন: ব্লগে সুস্বাগতম! শুভ হোক এখানে আপনার ব্লগযাত্রা!
আপনি কি একজন প্রবাসী বাংলাদেশী? হলে কোন দেশে আছেন?
যেখানেই থাকুন, নিরাপদে থাকুন! করোনামুক্ত, সুস্বাস্থ্যে থাকুন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.