নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১ম পরিচ্ছেদ :
গুলশান শপিং মলের সামনে দাড়িয়ে ছিলাম
হঠাৎ !!!
এই যে ভাইয়া শোনেন !!!
-আমি ?
•জ্বি , আপনি ।
কেন জানি “এই যে” কথাটা শুনলে প্রচন্ড রাগ লাগে তারপর এমন একটি সুন্দরী মেয়ের মুখে ভাইয়া ।ভূতের মত রাগ ঘাড়ে চেপে বসল , তবুও ভূতটাকে সামলে বললাম, বলেন-
•একটু উপকার করতে পারবেন ?
-একবার মনে হল বলি আগে ভাইয়া ডাকটা ফেরৎ নেন তাইলে ভেবে দেখব । আসলে সুন্দর মেয়েদের মুখের উপর সব কথা বলা যায় না ।
-বলেন , সম্ভব হলে করব ।
•আমার বাবুটাকে একটু নিবেন ? আমি একটু এই শপিংমলের ভেতরে ওয়াশরুমে যাব ।
-আহারে , নিজেকে অনেক ছোট মনে হল । দিন দিন মনুষ্যত্ব কি লোপ পাচ্ছে আমার ? আহারে বেচারী !! বিপদে পরেছে আর আমি আছি ভাইয়া ডাক নিয়ে ।
সমস্যা নেই দিন ।কোথায় আপনার বাবু?
মলের ভিতরে তার বাবুকে আনতে গেল মেয়েটি ।
২য় পরিচ্ছেদ :
দুইঘন্টা ধরে কুত্তা নিয়ে শপিংমলের সামনে দাড়িয়ে আছি মেয়েটার কোন পাত্তাই নাই ? বাবু যে কোন কুত্তার নাম হতে পারে তা আমার দাদাও মনে হয় শোনে নাই ।
আসলে মেয়েটি বাবু বলে যাকে সম্মোধন করেছিল সেটা ছিল উন্নত জাতের কুকুর ! অতি আদরে কুকুরের নাম দিয়েছে বাবু ! আর আমি ! আগেই বললাম যে সুন্দর মেয়েদের মুখের উপর সব কথা বলা যায় না ।এমন কি বাবু নামের কুকুর হাতে দিয়ে গেলেও । শপিংমলের ভিতরে বাইরে , বাবুকে নিয়ে মেয়েটিকে কিছুক্ষন
খোঁজাখুজি চলল কিন্তু পাওয়া গেল না । কবি কি যেন বলেছিল ? “চলে যাওয়া নারী আর বাসের জন্য অপেক্ষা করতে নেই”এমনি কিছু হবে, সেই সূত্র ধরে বাসার পথে হাটা দিলাম আমি আর বাবু ...বাসা বেশীদূর না হওয়াতে পনের মিনিটে
পৌছে গেলাম । বাসার গেটে ঢুকতে গিয়ে দেখি ফৌজলি আম মার্কা মুখওলা রনি দাডিয়ে আছে ।
•পবিত্র ভাই ! আপনার আবার কুকুর পোষার শখ হল কবে থেকে ?
-রাগের ভূতটা দিয়ে রনিকে বললাম , যেদিন তোকে প্রথম দেখেছিলাম সেদিন থেকে !
আম মার্কা মুখটা এবার একটু আটিতে পরিনিত হল ।
বাসায় গিয়ে রনিকে সব ঘটনা বলতেই ,
রনি বলল-
এটা কোন ঘটনাই না ভাই এর সমাধান আমার কাছে আছে ।
ওর কথা শুনে মনে হল , এমন ঘটনার সমাধান সে দিনে ২-৩ বার করে ।
-বল ! কি সমাধান ?
•মেয়েটাকে যতদিন খুজে না পাই , ততদিন কুকুরটা আমার কাছে থাক ।
-ভাইরে, কুকুরটা সুবিধার না ! তুই পারবি পোষ মানাতে ?
•কি যে বলেন না ! কত বাঘ বধ করছি এই হাতে ...আর এতো কুকুর মাএ !!!
রাতে খাবার শেষে কুকুর নিয়ে রনি চলে গেল ওর বাসায় ।
শুয়ে পরলাম ঘুমের জন্য । শুয়ে শুয়ে ভাবছি কেন মেয়েটা ,এভাবে কুকুরটা আমার হাতে দিয়ে চলে গেল ?
আর গেলই বা কোথায় ? এখন মেয়েটাকে কিভাবে খুজে পাই ? আর খুজে না পেলে কুকুরটাকেই বা কি করব ? রনির কাছে কতদিনই বা রাখা যায় ? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পরেছি জানিনা ।
৩য় পরিচ্ছদ :
টিন্ টিন্
ফোনের শব্দে ঘুম ভাঙলো... রনি ফোন করেছে । ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত দুইটা বাজে ।
নিশ্চয় কোন সমস্যা বধিয়েছে আম-আটিওলা ।
-হ্যালো
•ভাইইইইই........
-রনি কাঁদছিস কেন ? কি হয়েছে ?
•ভাইইইইই........
-বলবি তো ! কি হয়েছে ?
•ভাইইইইই........ কুত্তায় কামড়াইছে !!! হাসপাতালে যাচ্ছি , আপনি আসেন ভাই , আমি আর বাচুম নাআআআ.....
-হায়রে.....
কই যাব আমি ???
(চলবে)....
২| ১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১০
পবিত্র হোসাইন বলেছেন: ধন্যবাদ স্যার @ চাঁদগাজী
৩| ১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৩০
ঋতো আহমেদ বলেছেন: বাহ। মজা পেলাম। সুন্দর গল্প।
৪| ১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৭
পবিত্র হোসাইন বলেছেন: ধন্যবাদ @ ঋতো আহমেদ
৫| ১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: থাক ভাই কাইন্দেন না। কুত্তা বিদেশি তো ।কিচ্ছু অইতো না।।।।।।
৬| ১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ২:০২
পবিত্র হোসাইন বলেছেন: হা হা !!! ধন্যবাদ @আব্দুল্লাহ্ আল মামুন ভাই , মন্তব্যের জন্য
৭| ১৭ ই জুলাই, ২০১৮ সকাল ৭:০০
পদাতিক চৌধুরি বলেছেন: এই পর্বটি গতকাল পড়েছিলাম। লগইন না থাকায় ও সময়াভাবে কমেন্ট করতে পারিনি। লেখার হাতটি বেশ লাগলো। আরও লিখতে থাকুন। সঙ্গে ব্লগে সুস্বাগতম।
কমেন্ট পড়ে উত্তর দেওয়াটা ঠিক হচ্ছেনা। লক্ষ্য করবেন, আমাদের কমেন্টের উপরে একটি সবুজ বাটন থাকবে ঐ বাটন ক্লিক করলে নুতন একটি স্পেস চলে আসবে। তার মধ্যে প্রতিমন্তব্য লিখতে হবে। তখন তার রঙ হবে হাল্কা হলুদ। পাশাপাশি আঙুল চিহ্নিত স্থানে স্পর্শ করলে কমেন্ট লাইক করা হবে। ক্রসে হাত দিলে মন্তব্য ডিলিট হবে। আশাকরি দুুএকদিনের মধ্যে অনেকটা রপ্ত করতে পারবেন।
শুভকামনা জানবেন।
১৭ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫৭
পবিত্র হোসাইন বলেছেন: গল্পটি পড়ার জন্য কৃতজ্ঞতাজ্ঞাপন করছি স্যার...অতিশয় ধন্যবাদ...
মন্তব্য করার নিয়ম শিখতে পেরে উপকৃত হলাম।আশা করি এভাবে সব সময় পাশে থাকবেন।
৮| ১৭ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০৯
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ছোটোভাই,
আমি নিজেও শুরুর দিকে সিনিয়রদের দ্বারা উপকৃত হয়েছি। আপনাকে সেই জন্য কিছু টিপস দিয়েছি। আর আমটা এক পরিবারের সদস্য। একে অপরকে শ্রদ্ধা ও ভালোবাসা রেখে আমরা চলবো। ব্লগের জুনিয়র হওয়ার কারনে ভাই বলেছি। যেকারনে আমাকেও স্যর না বলে ভাই বা দাদা বলকে খুশি হবো।
নিরন্তর ভালোবাসা আপনাকে।
১৭ ই জুলাই, ২০১৮ সকাল ১১:১৬
পবিত্র হোসাইন বলেছেন: ধন্যবাদ । দোয়া করবেন আমার জন্য ।
৯| ১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৮
তারেক_মাহমুদ বলেছেন: বাহ আপনার লেখার হাত ভাল, লিখতে থাকুন, আপনাকে ব্লগে স্বাগতম পবিত্র হোসাইন।
১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩১
পবিত্র হোসাইন বলেছেন: ব্লগে আপনাদের মতো শুভাকাঙ্খী পেয়ে আমিও নিজেকে ভাগ্যবান মনে করছি ।
©somewhere in net ltd.
১| ১৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫৭
চাঁদগাজী বলেছেন:
ব্লগে স্বাগতম