নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক জিনিষই এখন আমার কাছে স্বাভাবিক মনে হয় ।কারন এই ডিজিটাল জীবনে এত রঙের মানুষ দেখি । কত রকমের সোস্যাল অ্যাপ। কত রকমের ভিডিও ।কেউ নাচে , কেউ কাঁদে , কেউ হাসে । হরেক রকমের খবর , ট্রল , মিমো ।
ভাই রে ভাই ....
কয়েকদিন আগে একটা খবর দেখলাম -
গুগল সার্চে খালেদা জিয়া ৯ নম্বরে, পরেই হিরো আলম
সূত্র-ডেইলি যুগান্তর ।
বিস্তারিত যেমন ছিল- বাংলাদেশিদের মধ্যে গত এক বছরে সবচেয়ে বেশি আলোচিত ও আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পাশাপাশি সম্প্রতি বেশি আলোচিত হচ্ছেন আলোচিত অভিনেতা হিরো আলম।
পৃথিবীর সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল সার্চ সে কথাই বলছে।
বাংলাদেশের সার্চ ট্রেন্ড গুগল ট্রেন্ডসের ওয়েবসাইটে ট্রেন্ডিং সার্চের তালিকা প্রকাশ করা হয়েছে। এবার দেশভিত্তিক ও দুনিয়াব্যাপী গুগল সার্চ ট্রেন্ড প্রকাশ করা হয়েছে।
গুগল বেশ কিছু ক্যাটাগরি বা বিভাগ হিসেবে সার্চ ট্রেন্ড প্রকাশ করেছে। এর মধ্যে বাংলাদেশকে নিয়ে ‘সার্চেস’, ‘পিপল’ ও ‘মুভিজ’—এই তিনটি ট্রেন্ড প্রকাশ করা হয়েছে। গুগল প্রকাশিত এই ট্রেন্ডের মধ্যে ‘পিপল’ অংশে ১০ জনের নামের তালিকা দেয়া হয়েছে।
সেই তালিকা দেখলে অনেকেই অবাক হবেন। তালিকায় বাংলাদেশিদের মধ্যে দুজন জায়গা পেয়েছেন। তারা হলেন-বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও আলোচিত অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম।
তালিকায় কারাবন্দি খালেদা জিয়া আছেন ৯ নম্বরে। তার পরের অবস্থান হিরো আলমের।
বিএনপি চেয়ারপারসন একাধিক মামলায় দণ্ডিত হয়ে কারাগারে রয়েছেন।
অন্যদিকে ইউটিউবে ব্যতিক্রম নাচ ও গানের ভিডিও ছেড়ে আলোচনায় আসেন হিরো আলম। তাকে নিয়ে বাংলাদেশ ও ভারতের গণমাধ্যমে প্রচুর সংবাদ প্রকাশিত হয়। এ ছাড়া তিনি এবার বগুড়া-৪ আসন থেকে নির্বাচন করছেন। তার মনোনয়ন নিয়েও বেশ আলোচনা হয়েছে। এখনও প্রতিদিনই তাকে নিয়ে প্রায় সব মিডিয়া সংবাদ প্রকাশ করছে
যাই হোক- হিরো আলমেরটা বুঝলাম , সে না হয় মিডিয়ার ব্যক্তি নাচে গানে পারদর্শী ।পাবলিক তার নাচ গান দেখতে গুগলে তাকে খুঁজে বেড়ায় কিন্তু বেগম জিয়া ????
হায়রে পাবলিক !!!!!
২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৯
পবিত্র হোসাইন বলেছেন: ধন্যবাদ দাদা। সবই আপনাদের আশীর্বাদ।
২| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪১
পদাতিক চৌধুরি বলেছেন: আপনি বোধহয় নিজেই জানেন না যে এই পোস্টটা প্রথম পাতায় প্রকাশিত হয়েছে। যত দ্রুত সম্ভব হেডলাইনে বা শুরুতে সেফ বিষয়টি উল্লেখ করলে ভালো হয় ..... আর পোস্ট সম্পর্কে সংগত কারণেই মন্তব্য করা থেকে বিরত থাকলাম।
শুভকামনা ও ভালোবাসা জানবেন।
২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৭
পবিত্র হোসাইন বলেছেন: ধন্যবাদ আবারো দাদা মন্তব্য করার জন্য । কিছুদিন আগে সেফ হওয়ার ব্যাপারটা আমি জানতে পেরেছি ।
অনেক শ্রদ্ধা রইলো আপনার প্রতি ।
৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১০
রায়হান চৌঃ বলেছেন: অসাধারণ............
জিনিয়াস এক্খান পোষ্ট প্রসব করেছেন...............।
২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২১
পবিত্র হোসাইন বলেছেন: খালেদা জিয়ার স্কুলজীবন শুরু হয় পাঁচ বছর বয়সে দিনাজপুরের মিশন স্কুলে। এরপর দিনাজপুর গার্লস স্কুলে ভর্তি হন। তিনি এই স্কুল থেকেই অষ্টম শ্রেণী পাশ করেন ।
সূত্র-উইকিপিডিয়া
৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪২
রায়হান চৌঃ বলেছেন: ও ভাই.....
গল্প- কবিতা লিখেন, সে ই ভাল। নাম-যস কামাতে পারবেন। রাজনীতি নিয়ে লিখবেন তবে তার আগে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লিখা "আমার ফাঁসি চাই" লিখা টুকু ভালো করে পড়ে নিবেন।
২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫২
পবিত্র হোসাইন বলেছেন: প্রিয় রায়হান চৌঃ ভাই , ধন্যবাদ আপনার পরামর্শের জন্য । অবশ্যই পড়বো , মতিউর রহমান রেন্টুর লিখা "আমার ফাঁসি চাই"
৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৫
রাজীব নুর বলেছেন: আমাদের দেশে নির্বোধ শ্রেনীর পাবলিক বেশি। আর এরাই দেশটাকে সামনের দিকে নিয়ে যেতে দেয় না।
২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৮
পবিত্র হোসাইন বলেছেন: একদম সত্য কথা বলছেন রাজীব নুর ভাই ।
৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভাইজান বেগম জিয়াকে সার্চ করায় আপনার কি খুব কষ্ট হচ্ছে?
২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৬
পবিত্র হোসাইন বলেছেন: না দাদা ভাই। আমার কষ্ট সেটা না ।
আমার কষ্ট হলো- কেন তিনি নবম হলেন ?
কেন আমরা তাকে প্রথম বানাতে পারলাম না !!!
৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৮
ল বলেছেন: অন্তর মম বিকশিত করো অন্তরতম হে!!!
২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৯
পবিত্র হোসাইন বলেছেন: নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে ।
৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪২
প্রামানিক বলেছেন: প্রথম পাতায় স্বাগতম
২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪২
পবিত্র হোসাইন বলেছেন: ধন্যবাদ দাদা ভাই।
৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৩
হাবিব বলেছেন: আপনি নতুন লেখা দিচ্ছেন না যে ......
নির্বাচন করতেছেন নাকি?????
২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৫
পবিত্র হোসাইন বলেছেন: না স্যার। নির্বাচন করছি না , লেখার চেষ্টা করছি কিন্তু পারছি না।
১০| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৮
হাবিব বলেছেন: শীত নিয়ে লিখুন.......
২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৪
পবিত্র হোসাইন বলেছেন: ভালো একটা আইডিয়া দিছেন স্যার !!!
দেখি পারি কিনা।
১১| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫
হাবিব বলেছেন: আপনি কি কিছু লিখতেছেন ভাই?
০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৮
পবিত্র হোসাইন বলেছেন: জি স্যার !! কিছু চেষ্টা করছি ।
শীঘ্রই পোস্ট করতে পারবো ইনশাল্লাহ ।
অনেক অনেক ভালোবাসা রইল আপনার অনুপ্রেরণার জন্য।
১২| ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৯
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় পবিত্রভাই,
গত কয়েকদিন পর্যন্ত ব্যস্ত ছিলাম । যে কারণে খোঁজ নিতে এসেছিলাম যে নতুন কোন পোস্ট দিয়েছেন কিনা ।
নববর্ষের শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন রইল।
০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৭
পবিত্র হোসাইন বলেছেন: দাদা আপনি কেমন আছেন ? জেনে অনেক খুশি হলাম এত ব্যাস্ততার মাঝেও আপনি আমাকে মনে করেছেন । আসলে দাদা , কিছু লেখার চেষ্টা করছি কিন্তু পারছি না । আশীর্বাদ করেন কিছু যেন পারি ।
১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৪
কাওসার চৌধুরী বলেছেন:
আসলে মূলত কৌতুহল থেকেই হিরো আলমকে নিয়ে চারদিকে এত মাতামাতি। গুগলে সার্চ করে মানুষ তার সম্বন্ধে জানতে চায়। এগুলো ইন্টারনেটের সহজ লভ্যতার জন্য হয়েছে। তবে হিরো আলমের জন্য তা বিশেষ কিছু। তবে বাংলাদেশে গুগল সার্চে সেরা দশে তার আসার বিষয়টি একটি অবাকের বিষয়। কিন্তু বেগম জিয়া!!
০৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪০
পবিত্র হোসাইন বলেছেন:
বাদ দেন দাদা !!! আপনি আমার ব্লগে আসছেন আমি অনেক খুশি।
হেলাল হাফিজের একটা কবিতা শুনেন -
ব্যর্থ হয়ে থাকে যদি প্রণয়ের এতো আয়োজন,
আগামী মিছিলে এসো
স্লোগানে স্লোগানে হবে কথোপকথন।
আকালের এই কালে সাধ হলে পথে ভালোবেসো,
ধ্রুপদী পিপাসা নিয়ে আসো যদি
লাল শাড়িটা তোমার পরে এসো।
১৪| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৮
হাবিব বলেছেন: আপনি কি খুব ব্যস্ত?
১৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০১
পবিত্র হোসাইন বলেছেন: না স্যার , আমি খুব ব্যাস্ত না । দুই তিনটা গল্প লিখেছি কিন্তু সবই অর্ধেকের তারপর আটকে গেছি । নতুন একটি প্লট মাথায় এসেছে তাড়াতাড়ি লিখব । সত্যি স্যার আপনার ভালোবাসায় আমি মুগ্ধ । অনেক শ্রদ্ধা রইলো আপনার প্রতি ।
১৫| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:০১
উম্মু আবদুল্লাহ বলেছেন: এই যেমন আপনি বেগম জিয়ার বিষয়ে খোজ খবর করছেন সেরকমটি আরো অনেকে জানতে চায়।
১৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১২
পবিত্র হোসাইন বলেছেন: আপনার সাথে একমত আমিও । আপনি আমার ব্লগে এসেছেন আমি অনেক খুশি হয়েছি । হেলাল হাফিজের কবিতা পড়ুন -
যদি যেতে চাও, যাও
আমি পথ হবো চরণের তলে
না ছুঁয়ে তোমাকে ছোঁব
ফেরাবো না, পোড়াবোই হিমেল অনলে।
বিজ্ঞপ্তি
অচল প্রেমের পদ্য - ০৬
- হেলাল হাফিজ
১৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৯
ট্রাভেলার মাসুদ বলেছেন: রাজনীতিতে হিরো আলম এবং খালেদা জিয়া একই মুদ্রার এপিঠ-ওপিঠ!
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৭
পবিত্র হোসাইন বলেছেন: ধন্যবাদ । অনেক গভীরে কথা বলেছেন ।
©somewhere in net ltd.
১| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৬
পদাতিক চৌধুরি বলেছেন: প্রথম পাতায় স্বাগত পবিত্রভাই । পোস্ট পড়ে পরে আবার আসছি .....