নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এসেছি - ( ১ম পর্ব )
আজ জেনিনের ১৯তম জন্মদিন ছিল । সাথে আমাদের সম্পর্কের ২ বছর পূর্ণ হল । অর্থাৎ , ১৭ বছর বয়সী এক বালিকার সাথে আমার প্রেমের সূএপাত হয়েছিল বছর দুয়েক আগে । বিষয়টা নিয়ে আমি জেনিনকে বলতাম “ তুমি পিচ্ছি একটা মেয়ে প্রেমের কিছু বোঝ “???
এটা বললে জেনিন অনেক লজ্জা পেত । সত্যি কথা বলতে জেনিনের মত লাজুক মেয়ে আমি জীবনে দেখিনি ।আমাদের দু-বছরের সম্পর্কের মধ্যে জেনিন আর আমার কখনো ঝগড়া হয়নি । সবচেয়ে বড় ব্যাপার হল আমরা একে অপরকে ভাল বুঝি । দুজন সবসময় একটি কথাই বলতাম - যাই হোক আর তাই হোক আমরা আলাদা হব না । এ সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমাদের অনেক কিছু ত্যাগ করতে হয়েছে । জেনিনের সাথে পরিচয় না হলে হয়ত জানতাম না ধৈর্য্য কি জিনিষ । জেনিনের ধৈর্য্য ক্ষমতা দেখে আমি মাঝে মাঝে অবাক হই । একটা মানুষ কিভাবে এত ধৈর্য্যশীল হতে পারে ?
জেনিন পূর্বজন্ম সূএে ক্যাথলিক ছিল, পরবর্তীতে ওদের পরিবার পূর্ন খ্রীষ্টান ধর্ম গ্রহন করে । আমার জানা মতে এই দুই ধর্মের মধ্য কোন যোগসূএ আছে । এটা সম্পর্কে এত ভাল বলতে পারব না । জেনিন যতটুকু বলেছে ততটুকু বললাম । এটা নিয়ে ওর কোন মাথা ব্যাথা নেই কারন জেনিন সবসময় ইসলাম ধর্ম গ্রহন করতে রাজি।
শিকাগো আর ফিলিপাইনের সময়ের পার্থক্য ১৪ ঘন্টা !! বলা চলে একদিন আগে পরে । তবে সৌদিতে আসার পরে সেটি কমে ৫ ঘন্টা হয়েছে । জেনিন আর আমার মেসেজ আদান-প্রদান বেশী হতো । মজার ব্যাপর হল আমরা ভিডিও কলে কথা বলতে পারতাম না , শুধু একে অপরকে দেখতাম । আমি সেই আবেগ বোঝাতে পারবো না । চোখের সাথে চোখের কথা , মনের সাথে মনের কথা । জেনিনের কয়েক হাজার ছবি আমার কাছে আছে । সে কিভাবে ঘুমায় , কিভাবে ওর বিড়ালের সাথে দুষ্টমি করে , গাছে পানি দেয়, ওর বন্ধু সমাজ , সব ছবি । জেনিনের সবচেয়ে কাছের বন্ধু রিসেলা । রিসেলার সাথে আমার বেশ কয়েকবার কথা হয়েছে । তার একটাই কথা , আমি যেন জেনিনকে কখনো ছেড়ে না যাই ।
জেনিন সবসময় বলে -তুমি যখন আমার শহরে আসবে , আমার শহরের মায়া তুমি ছাড়তে পারবে না , একটি সুঘ্রান তোমার পিছু ছাড়বে না । একথা বলার পর জেনিনের মন খারাপ হতো । এ মন খারাপের কারন আমি জানি।
জেনিন যে গোত্রের অন্তরভূক্ত ,সে গোত্রের মানুষ নিজেস্ব গোত্রের বাইরে বিয়ে করতে পারে না । আর এটাই জেনিনের সবচেয়ে ভয়ের কারন ।
৩য় পরিচ্ছেদ-
আমাদের দিন গুলো খুব ভাল চলতে থাকে । শত ব্যস্ততার মাঝেও জেনিনকে সময় দিতে হয় । দিন শেষে একবার হলেও ভিডিও কলে বলতে হয় আমি ভাল আছি , আমি খেয়েছি , আমার কেন সমস্যা হচ্ছে না । সৌদি আরবে আসার পর থেকে জেনিন আমার জন্য অনেক চিন্তা করে । প্রতিটি দিন সে গুনতে থাকে কবে ৬ মাস শেষ হবে আর আমি আবার শিকাগোতে ফিরে যাব ।
আমি জেনিনকে কথা দিয়েছি আমি সৌদি থেকে ফিরলে তাকে নিয়ে মালদ্বীপ যাব । আমাদের প্লান, আমাদের প্রথম দেথা মালদ্বীপে হবে । জেনিন বিড়াল অনেক পছন্দ করে এজন্য তার সাথে সাথে আমাকেও বিড়াল পুষতে হয় । ও সব সময় বলত - তুমি আমার বিড়াল বাবু । একথা শুনলে আমি এক-অশ্লীল হাসি হাসতাম ।
তখন জেনিন বলত-
-এই তুমি এভাবে হাসো কেন ?
-প্রিয়তমা , তুমি সেটা বুঝবে না !!!
-বললে তো বুঝব ।
-বুঝবে না , বুঝবে না , হা হা হা !!!
আসলে বিড়াল যে মাছের সাথে সাথে অন্য কিছুও পছন্দ করে এটা মনে হয় শুধু বাঙালি ছেলেরাই জানে ।
একরাতে জানতে পারি জেনিন খুব অসুস্থ । তাকে হাসপাতালে এডমিট করা হয়েছে । এগুলো বৃষ্টিতে ভেজার ফলাফল । বৃষ্টিতে ভিজলে সে নাকি আমাকে অনূভব করতে পারে ।
-তোমাকে না বলেছি বৃষ্টিতে ভিজবা না ! তুমি আমার কথা শুনবা না কখনো ?
-বৃষ্টিতে না ভিজলে তোমাকে ছুঁব কিভাবে ?
-আর তো কিছুদিন !! তারপরেই আমি শিকাগো শিফট করলে আমরা মালদ্বীপ ঘুরতে যাব । তখন ছুঁতে পারতে না ? এখন হাসপাতালের বিছানায় শুয়ে আমার সাথে ভিডিও কলে কথা বলতে ভাল লাগছে ?
-তুমি আমাকে কবে নিয়ে যাবে ?
-পড়াশুনা তো শেষ করবা ! আর আমিও একটু স্থির হই । আচ্ছা শুনো !!! এখন ঘুমাও তো , কাল তোমাকে ফোন দিব ।
-সকালে ফোন দিবা কিন্তু !!!
-আচ্ছা ঠিক আছে ।
সকাল থেকে কোন ভাবেই জেনিনের খবর নিতে পারছি না । ওর হোয়াসএ্যাপ , লাইন , মেসেঞ্জার , সব ডিসকানেক্ট । লোকাল নাম্বারেও ফোন যাচ্ছে না । রিসেলার সাথেও যোগাযোগ করতে পারছি না ।
কি করব !!! দুশ্চিন্তায় নিজেকে পাগল মনে হচ্ছে !!!
চলবে...
২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৪
পবিত্র হোসাইন বলেছেন: মাথায় কিছু সমস্যা দেখা দিয়েছে , আগে ডাক্তার দেখিয়ে আসি ।
দোয়া করবেন ।
২| ২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৬
আরোহী আশা বলেছেন: গল্প ভালো লেগেছে+++
২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৭
পবিত্র হোসাইন বলেছেন: আমার লেখা সার্থক হয়েছে ।
৩| ২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৯
হাবিব বলেছেন: বিড়াল কি আপনার??
বিড়াল আমার ভালো লাগে তবে ওরা মাছ চুরি করে খায় দেখে আমি ওদেরকে বাড়িতে ঢুকতে দেই না
২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩১
পবিত্র হোসাইন বলেছেন: হ্যাঁ স্যার !! আমার ।
ভালো করে পোষ মানাবেন তাহলে চুরি করবে না ।
৪| ২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৬
পদাতিক চৌধুরি বলেছেন: গল্প বেশ ভালো লাগলো । বেশ আবেগ আছে। পোস্টে লাইক ।
শুভকামনা ও ভালোবাসার প্রিয় পবিত্র ভাইভাইকে।
২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩২
পবিত্র হোসাইন বলেছেন: দাদা কেমন আছেন ? গল্প আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম । আর আপনার ভালোবাসা , শুভকামনা সাদরে গ্রহণ করলাম ।
৫| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৫
রাজীব নুর বলেছেন: আপনার এ পোষ্ট টি দুপুরে পড়েছি। কিন্তু মন্তব্য করা হয়নি।
২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:১১
পবিত্র হোসাইন বলেছেন: ধন্যবাদ প্রিয় রাজিব ভাই । এভাবে পাশে থাকবেন আশা রাখি ।
৬| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৬
কালীদাস বলেছেন: আগের পর্বটার চেয়ে এটা অনেকটা গোছানো হয়েছে। মুটামুটি লাগল
২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৩
পবিত্র হোসাইন বলেছেন: আহ্ ! এবার মনে একটু শান্তি পাচ্ছি । নতুনতো , ছোট ছোট ভুল মার্জনা করবেন । ধন্যবাদ ।
৭| ২১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৩
মা.হাসান বলেছেন: গল্পটা কোন দিকে যেতে চলেছে বুঝতে পারছি না। প্রথম পর্বের পর দ্বিতীয় পর্ব দিতে দেরী না করায় ধন্যবাদ। আশা করি এরকম নিয়মিত দিয়ে যাবেন। গল্প ভাল লাগছে।
২১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৮
পবিত্র হোসাইন বলেছেন: প্রিয় মা. হাসান ভাই , লেখাটি আপনার ভালো লেগেছে এটা জেনে প্রশান্তি বোধ করেছি । আজকে এ গল্পের (৩য় এবং শেষ পর্ব) পোস্ট করার ইচ্ছা আছে । আপনার আমন্ত্রণ রইল ।
৮| ২২ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৫
মোজাহিদুর রহমান ব বলেছেন: সব গুলা পর্ব একবারে পড়ে ফেললাম । খুব ভাল হয়েছে
২২ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১২
পবিত্র হোসাইন বলেছেন: থ্যাংকু , থ্যাংকু ।
৯| ২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৪
নীল আকাশ বলেছেন: শুভ অপরাহ্ন,
আগের পর্বটার চেয়ে এটা অনেকটা গোছানো আর ঝড়ঝড়ে হয়েছে। বানানের দিকে খেয়াল করতে হবে। পিচ্চি হবে।
পর্বের সাইজ ঠিক আছে।
লেখা তো ভালোই হচ্ছে।
আরও লিখুন। লিখতে লিখতেই হাত খুলে যাবে বেশ!
শুভ কামনা রইল!
২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১২
পবিত্র হোসাইন বলেছেন: আগের পর্বটার চেয়ে এটা অনেকটা গোছানো আর ঝড়ঝড়ে হয়েছে। এটা আপনার প্রথম পর্বের মন্তব্যের ফলাফল । আপনি পাশে থাকলে অনেক লেখতে চাই ।
১০| ২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৯
মুক্তা নীল বলেছেন: ঝগড়া না হলে প্রেম জমবে কেমন করে? তারপরও তো খুবসুন্দর করে লিখেছেন এবং ভালোবাসার বহিঃপ্রকাশ করেছেন। খাঁটি সম্পর্ক দু'জনের -ই। পরের পর্বে যাচ্ছি।
২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৮
পবিত্র হোসাইন বলেছেন: আসলে সত্যি কথা বলেছেন ঝগড়া না হলে প্রেম জমে না ।
একটা কবিতা শুনেন -
আমার কবিতা আমি দিয়ে যাবো
আপনাকে, তোমাকে ও তোকে।
কবিতা কি কেবল শব্দের মেলা, সংগীতের লীলা?
কবিতা কি ছেলেখেলা, অবহেলা রঙিন বেলুন?
কবিতা কি নোটবই, টু-ইন-ওয়ান, অভিজাত মহিলা -সেলুন?
কবিতা তো অবিকল মানুষের মতো
চোখ-মুখ-মন আছে, সেও বিবেক শাসিত,
তারও আছে বিরহে পুষ্পিত কিছু লাল নীল ক্ষত।
– হেলাল হাফিজ
©somewhere in net ltd.
১| ২০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৬
মহসিন ৩১ বলেছেন: Not paying deserved respect to our morbid seniors.