নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝে মাঝে নিজেকে আঠেরো শতাব্দীর অঘোষিত সাফল্যহীন কবি মনে হয়। যার কিছু লেখা নামহীন বাজারি পত্রিকায় ছাপা হয়ে ছিল কিন্তু কেউ তা পড়ে দেখিনি।

পবিত্র হোসাইন

আমি মানুষ, রোবট নই।

পবিত্র হোসাইন › বিস্তারিত পোস্টঃ

আমি এসেছি -(৩য় এবং শেষ পর্ব)

২১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪২



আমি এসেছি -(১ম পর্ব)

আমি এসেছি -(২য় পর্ব)


৪র্থ পরিচ্ছেদ-

ফিলিপাইনের একটি জাতীয় উৎসব সিনুলগ । মূলত এটি ধর্মীয় উৎসব হলেও পরবর্তীতে এটি জাতীয় ভাবে রুপ নেয় । প্রতিবছর জানুয়ারি মাসের তৃতীয় রোববারে সিনুলগ উৎসব অনুষ্ঠিত হয়।সান্টো নিনোর ছবিকে সম্মান প্রদর্শনের জন্য এক ধর্মীয় নাচের আয়োজন করা হয় ।
দুইদিন ব্যাপী এ উৎসব চলে । নিরাপত্তার স্বার্থে সরকারি নির্দেশনায় নির্দিষ্ট অঞ্চল গুলোতে সকল মোবাইল কোম্পানী গুলো তাদের সিগন্যাল বন্ধ রাখে । আর এর ফলে জিনিনের ফোন সংযোগ বন্ধ ।

এই দুইদিন আমার অবস্থা কেমন ছিল তা বর্ননা করার মত নয়। আমার মনে আছে ঐই দুই দিন আমি পানি ছাড়া কিছু খেতে পারি নি । আর জিনিনের অবস্থা ছিল আরও ভয়াবহ ।

দেখতে দেখতে ৬ মাস চলে গেল । আমি আবার শিকাগো চলে আসি । তাতে জেনিন কিছুটা শান্তি পায় । শিকগোতে ফিরে প্লান অনুযায়ী মালদ্বীপের জন্য প্রস্তুতি চলতে থাকে । সব কিছু ঠিকঠাক থাকলে আমরা আগামী মাসে সেখানে যাব ।কিন্তু সবার ভাগ্যে সব থাকে না । কথায় আছে- যায় দিন ভাল আসে দিন খারাপ । একরাতে রিসেলার ফোনে ঘুম ভাঙে আমার ।

-পবিত্র !

-কি খবর রিসেলা ?

-তুমি কি ফিলিপাইন আসবে ?

-কেন কি হয়েছে ? সব ঠিক আছে তো ?

-না ! ঠিক নেই , তোমাকে কিছু কথা বলব , মানসিক ভাবে প্রস্তুতি নাও ।

রিসেলার কথায় আমার পায়ের নিচের মাটি সরে গেছে । ২০ তলার ছাদে থেকে মাটিতে পড়লে যেমন লাগবে , আমার অনুভূতি এই মুহূর্তে তেমন । পুরো শরীরে বিন্দু মাএ শক্তি নেই । হাত গুলো কাঁপছে । যেকোন মূল্যে আমি ফিলিপাইন যেতে চাই ।

৫ম পরিচ্ছেদ-

রাতের বৃষ্টি আমি ভয় পাই । তবে আজ তা লাগছে না । ফিলিপাইন এয়ারপোর্টের লাল-হলুদ আলোয় বৃষ্টি গুলো যেন জ্বল জ্বল করছে । আমাকে নিতে কিছুক্ষন আগে রিসেলা এসেছে । আমি আর রিসেলা বসে আছি এয়ারপোর্টের সেই ছোট ব্রেঞ্চে । তার হাতে জিনিনের লেখা ২০ পৃষ্ঠার একটি চিঠি ।

জেনিন , তুমি একটা মিথ্যুক !!!
তুমি বলেছিলে -“আমি তোমার শহরের মায়া ছাড়তে পারব না , একটি সুঘ্রান আমার পিছু ছাড়বে না “
কই ? আজ আমি এসেছি তোমার শহরে , কোন সুঘ্রান তো পাই না !!!

সেদিন আমার কলিজার শত শত ছিদ্র আর চোখ ভরা কান্না নিয়ে তোমার শহরে গিয়েছিলাম কিন্তু তুমি আসনি । তোমার সাথে আমার এমন কথা ছিল না ।
তুমি অভিমান করে এ পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলে । প্রতিটি স্বপ্ন আজ আমার ধূষর । আমি তোমার মত করে কাউকে ভালবাসতে পারব না ।তোমার হাতটি ধরার সৌভাগ্য আমার হয়নি। সামনে দাড়িয়ে বলতে পারিনি কতটা ভালবাসি ।
সেদিন ম্যাকটানের আকাশ ভারী ছিল আমার আর্তনাদে । অঝরে কেঁদেছিল আমার হয়ে । এখনও আমার কানে বাজে তোমার শেষ কথা গুলো ।জানি তুমি কোনদিন ফিরবে না, তবু তোমার অপেক্ষায় আমি বসে থাকি । তোমার লেখা ২০ পৃষ্ঠার চিঠির গল্প আজও আমাকে কাঁদায় । আমি কোনদিন কাউকে তা বলতে পারব না ।

এ চিঠির গল্প শুধু আমার, শুধুই আমার ...

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮

সাত সাগরের মাঝি ২ বলেছেন: ভালো লাগলো এই পর্বটা। +++

২১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫১

পবিত্র হোসাইন বলেছেন: আপনার ভালো লাগা আমার কাছে বড় পাওনা । অনেক অনেক ধন্যবাদ ।

২| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৭

রাজীব নুর বলেছেন: চমৎকার লেখা।
সাথে আছি।

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৫

পবিত্র হোসাইন বলেছেন: প্রিয় রাজীব নূর ভাই , আপনি পাশে থাকা মানে আমার অনূপ্রেরনার পাল্লা অনেক ভারী । এভাবে সাথে থাকার জন্য ধন্যবাদ ।

৩| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৮

হাবিব বলেছেন: খুব সুন্দর । ভালো লাগলো পর্বটি। সাথেই আছি

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৭

পবিত্র হোসাইন বলেছেন: আহা !! হাবিব স্যার , আপনার মন্তব্যের অপেক্ষায় থাকি সবসময় । অনেক ভালবাসা রইল ।

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৪

নীল আকাশ বলেছেন: শুভ অপরাহ্ন,
রিসেলার কথাগুলি শুনার পর হঠাৎ করে আমার পায়ের নীচ থেকে মাটি সড়ে গেল। অস্তিত্বহীন দেহে মনে হলো আমি পড়ে যাচ্ছি, নীচ থেকে নীচে, কোন এক অতলগহ্বরে!। আমার কম্পিত হাত থেকে ফোনটা পড়ে গেল। নি:সীম অন্ধকারে যেন ডুবে যাচ্ছি আমি। অহ্‌ গড, আমাকে যেতে হবে, একবারের জন্য হলেও আমাকে ফিলিপাইনে যেতে হবে! একক্ষন, এই মুহূর্তে..........

আসল জায়গাটা সুন্দর করে লিখে দিলাম যেন বুঝতে পারেন, এই সব দৃশ্য কিভাবে ফুটিয়ে তুলবেন। লাগলে অন্য কোথাও ব্যবহার করবেন, অসুবিধা নেই।

নামকরনটা হতে পারত: না পড়া এর শেষ চিঠি / শেষ চিঠি......

চমৎকার লেখাটার জন্য ধন্যবাদ।
আপনার হাতের লেখার জন্য শুভ কামনা রইল!

২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০২

পবিত্র হোসাইন বলেছেন: রিসেলার কথাগুলি শুনার পর হঠাৎ করে আমার পায়ের নীচ থেকে মাটি সড়ে গেল। অস্তিত্বহীন দেহে মনে হলো আমি পড়ে যাচ্ছি, নীচ থেকে নীচে, কোন এক অতলগহ্বরে!। আমার কম্পিত হাত থেকে ফোনটা পড়ে গেল। নি:সীম অন্ধকারে যেন ডুবে যাচ্ছি আমি। অহ্‌ গড, আমাকে যেতে হবে, একবারের জন্য হলেও আমাকে ফিলিপাইনে যেতে হবে! একক্ষন, এই মুহূর্তে..........
-- হ্যাটস অফ বস । কখনো ছেড়ে যাবো না , এভাবেই পাশে থাকবেন । মন থেকে বলছি আমি অনুপ্রাণিত ।

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৭

মুক্তা নীল বলেছেন: ভাই, চমৎকার লেগেছে। আপনি অনেক ভালো লিখেছেন। আরও লিখবেন।
বড় প্রেম শুধু কাছে ও টানে না, দূরে ও ঠেলে দেয়.......
আপনার গল্পে ভালোলাগা রইলো।

২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৭

পবিত্র হোসাইন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । বড় প্রেম শুধু কাছে ও টানে না, দূরে ও ঠেলে দেয়....... একদম বাস্তব কথা বলেছেন । আপনার মতো করে ভাবতে চাই ।

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৪

নীল আকাশ বলেছেন: প্রেমের মানবিক অনুভূতি গুলি কিভাবে লিখতে হবে, কিভাবে প্রকাশ করতে হয়, সেটা দেখার জন্য আপনি পড়ে আসুন আমার শবনম কাহিনী - কুসুম কুসুম প্রেম কাহিনীর ২টা পর্ব। এটা পড়লে প্রেমের গল্প কিভাবে লিখতে হয় সেটা অনেকটাই বুঝে ফেলবেন।

যে কোন দরকার লাগলে আমাকে নক করবেন। লজ্জা পাবেন না। শুরুতে আমার অবস্থাও একই রকম ছিল!
আপনার জন্য শুভ কামনা রইল!

২৪ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৯

পবিত্র হোসাইন বলেছেন: যে কোনো দরকারে আপনাকে অবশ্যই নক করবো । সমস্যা নাই, আমার লজ্জা শরম একটু কম । আর আসছি আপনার ব্লগে ।

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫২

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় পবিত্রভাই,

বিলম্বিত আগমনের জন্য ক্ষমাপ্রার্থী। বেশ সুন্দর লাগলো ; আবেগ দিয়ে লিখেছেন। হোক না সে গল্প, জেনিনের জন্য সমবেদনা রইল। সমবেদনা রইল আপনার জন্যও । পোস্টে প্লাস ++

শুভকামনা ও ভালোবাসা জানবেন।

২৪ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৯

পবিত্র হোসাইন বলেছেন: দাদা এসেছেন ? বিলম্বিত আগমনের জন্য ক্ষমাপ্রার্থী। --এভাবে বলবেন না । আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ।
আপনার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা রইল ।

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪৩

সনেট কবি বলেছেন: চমৎকার লিখেছেন ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৫

পবিত্র হোসাইন বলেছেন: ধন্যবাদ , ধন্যবাদ । কবি ভাই , আপনার মন্তব্য পেয়ে শান্তি অনুভব করছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.