নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুই আগের মত নাই,
মনে শান্তি নাই, ভালবাসা নাই, দেশ নাই, মানুষ নাই, চারিদিকে শুধু কুকুরের আনাগোনা। প্রতিদিন পত্রিকাগুলো ভয়ে ভয়ে খুলি। কাকে বলব কষ্টের কথা? সাধের ব্লগটাও আগের মত নাই। মাএ বছরখানেক আগেও ব্লগ মুখরিত ছিল সকলের ভালবাসায়, কত কিছুই না হত, ভালবাসার রংতুলি দিয়ে ছবি আঁকতাম, গল্প, গান, কবিতা, মন্তব্যের যুদ্ধে অংশ নিতাম, একে অপরকে জানতাম না, তবুও মনে হত একটা সূতা দিয়ে সবার অন্তর সেলাই করা।
সূতার রঙটি কি জানেন?
নীল !!!
তবে আজ এই সূতার রঙ বদলাবার জন্য কিছু ব্যক্তি বা গোষ্ঠি প্রচেষ্টা চালাচ্ছে।
কেন? আমরা কি করেছি, মানুষ হত্যা তো করিনি, আপনার অন্ন কেড়ে নেইনি, তাহলে?
আমরা বাংলায় কথা বলি এটা আমাদের অপরাধ?
আমরা ব্লগার এটা আমাদের অপরাধ?
যদি তাই হয় ৫২’এর সবাই অপরাধী !!!
যদি তাই হয় পৃথিবীর সকল বইয়ের সব পাতা গুলো অপরাধী !!!
যদি আমরা নাস্তিক হই তাহলে আস্তিক কে?
যদি আমরা অশ্লীল ইই তাহলে সুশীল কে ?
যদি আমরা অমানুষ হই তাহলে মানুষ কে?
না!! আমরা পারব না ।
পারব না তোমাদের মত ভাল হতে,
পারব না তোমাদের মত প্রবল হতে, আমাদের দেহে শক্তি নেই, কলমের ভেতর আমাদের প্রাণ। তাই হত্যা কর আমাদের।
থাকতে চাই না তোমাদের কালো পৃথিবীতে।
হত্যা কর!!! পূর্বে যেমন করেছিলে।
ব্লগার নতুন নকিব, ব্লগার প্রান্ত, ব্লগার মাইদুল সরকার এবং অন্যান্য ব্লগাদের উপর সাইবার হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি ! একই সাথে সামুকে পরিপূর্ন ভাবে সচল কারার দাবী জানাচ্ছি !
ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়
সইমু না আর সইমু না, অন্য কথা কইমু না
যায় যদি ভাই দিমু সাধের জান,
এই জানের বদল রাখুম রে ভাই, বাব-দাদার জবানের মান
১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:২৫
পবিত্র হোসাইন বলেছেন: দাদা, সত্যি অনেক কষ্ট লাগে। মনে শান্তি নাই।
আপনার জন্যও অনেক ভালবাসা।
২| ১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার এমন প্রতিবাদে পাশে আছি ভাই।
আমরা সামু ছাড়বনা।
সহমত।
ধন্যবাদ সাহসী পোস্টের জন্য।
১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৪
পবিত্র হোসাইন বলেছেন: ধন্যবাদ প্রিয় মোঃ মাইদুল সরকার ভাই,
আমরা একসাথে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ।
৩| ১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩১
অজ্ঞ বালক বলেছেন: এইগুলার পিছনে বিশাল কাহিনী আছে। সময়ে এগুলা বুঝা যাইবো। সামুরে বাঁচাইতে হইবো। বাংলা ব্লগিং এর শেষ আশা সামু।
১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৬
পবিত্র হোসাইন বলেছেন: দাদা, কাহিনী যাই হোক আমরা কারো ক্ষতি করি নাই এটা তো সত্যি।
৪| ১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৫৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আর কত সহ্য করবো ?
সামু কে বাঁচাতে হবে।
১৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:০৬
পবিত্র হোসাইন বলেছেন: এর শেষ কোথায়? কবে আবার আগের মতো উড়তে পারবো?
৫| ১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৫৯
মাহমুদুর রহমান বলেছেন: এই বিষয়ে আমাদের সতর্ক থাকা দরকার।
ব্লগে এই ধরনের কার্যকলাপ সত্যিই নিন্দনীয়।
কর্তৃপক্ষের উচিৎ এই সমস্ত মানুষের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা।
১৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:০৯
পবিত্র হোসাইন বলেছেন:
গুরুত্বপূর্ণ কথা বলেছেন-
আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে।
ধন্যবাদ প্রিয় মাহমুদুর রহমান ভাই।
৬| ১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৫৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: লজ্জিত, বিব্রত
১৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১০
পবিত্র হোসাইন বলেছেন: বিমূঢ়, বিভ্রান্ত
৭| ১৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:০৭
হাবিব বলেছেন: এসব কবে বন্ধ হবে?
১৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:১৭
পবিত্র হোসাইন বলেছেন: আমাদের সকলের প্রচেষ্টা থাকলে তাড়াতাড়ি সম্ভব।
৮| ১৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:০৮
ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ
১৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:১৯
পবিত্র হোসাইন বলেছেন: ভাইয়াকেও ধন্যবাদ এবং ভালবাসা।
৯| ১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৪৯
রাজীব নুর বলেছেন: আসলে দুষ্টলোকে দেশ ভরে গেছে।
১৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৪৩
পবিত্র হোসাইন বলেছেন: দুষ্টলোকে দেশ ভরে গেছে এটা জানতাম, কিন্তু কুকুর যে এত হিংস্র হয়েছে তা জানতাম না !
১০| ১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৪
সুমন কর বলেছেন: অনেকদিন হতে চললো.......
১৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৪৪
পবিত্র হোসাইন বলেছেন: আসলেও অনেকদিন।
১১| ১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:২৮
আরোগ্য বলেছেন: থাকবো না বাকরুদ্ধ হয়ে,
লিখবো আমরা সামুর পেইজে।
১৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৪৭
পবিত্র হোসাইন বলেছেন: লেখেন দাদা, অনেক লেখেন...
১২| ১৮ ই এপ্রিল, ২০১৯ ভোর ৪:০৯
চাঁদগাজী বলেছেন:
সরকার ও প্রশাসনে কিছু লোক আছে, তারা চায় যে, এদেশের নাগরিকেরা ইয়েমেন, আফগানিস্তান ও পাকিস্তানের মানুষের মত নীচু স্তরে থাকুক।
১৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫৪
পবিত্র হোসাইন বলেছেন: তবে আফগানের সাধারণ জনগণের মত এদেশের জনগণ যদি প্রতিরুদ্ধ হয়ে ওঠে তাহলে কিন্তু দেশ ছাড়তে হবে!
ঘরে ঘরে বন্দুক হাতে নিয়ে পয়দা হবে!
১৩| ১৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫৫
স্রাঞ্জি সে বলেছেন: নষ্টরা পিছু ছাড়বেনা সামুর। তবে পাছে যাই হোক, ব্লগাররা আর এখন ভয় পাই না। নষ্টরা এমনিতেই থেমে যাবে।
১৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:০২
পবিত্র হোসাইন বলেছেন: একটা কথা জানো কি স্রাঞ্জিদা?
ব্লগাররা কখনো ভয় পায়নি আর পাবেও না।
অপশক্তির কাছে কি মাথা নত করেছ কখনো?
নষ্টরা ছিল, আছে, থাকবে!
১৪| ১৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫৭
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অবাক পৃথিবী,
অবাক করলে তুমি-
জন্মেই দেখি,
ক্ষুব্ধ স্বদেশভূমি।
১৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:০৬
পবিত্র হোসাইন বলেছেন:
অবাক যে বারবার
দেখি এই দেশে মৃত্যুরই কারবার।
হিসেবের খাতা যখনি নিয়েছি হাতে
দেখেছি লিখিত- 'রক্ত খরচ' তাতে।
এদেশে জন্মে পদাঘাতই শুধু পেলাম,
অবাক পৃথিবী! সেলাম, তোমাকে সেলাম!
১৫| ১৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:৫৩
নীল আকাশ বলেছেন: চাঁদগাজী বলেছেন: সরকার ও প্রশাসনে কিছু লোক আছে, তারা চায় যে, এদেশের নাগরিকেরা ইয়েমেন, আফগানিস্তান ও পাকিস্তানের মানুষের মত নীচু স্তরে থাকুক।
উনি এখনও এই সরকারে গুনগান গায় গায়? তাজ্জব ব্যাপার!! এই পুরো সরকারই তো বাটপার আর নীচু স্তরের, এর থেকে এর চেয়ে ভালো কি আশা করা যায়!! কুকুরের লেজ কি কোন দিন সোজা হয় বলুন?
সমস্যাটা দেখার সাথে সাথেই মডারেটরের সাথে আমি যোগাযোগ করে সলভ করেছি। আমাদের সবাইকেই সব সময় সচেতন থাকতে হবে।
ধন্যবাদ।
১৮ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৫৬
পবিত্র হোসাইন বলেছেন: পক্ষ-বিপক্ষ থাকতে পারে কিন্তু আমরা সাধারণ মানুষ কারো গলায় ছুরি ধরিনি, তাহলে?
আমরা কেন ভুক্তাভুগী হবে?
সমস্যাটা দেখার সাথে সাথেই মডারেটরের সাথে আমি যোগাযোগ করে সলভ করেছি। -এজন্য পরবর্তী হামলার টার্গেট ছিল আপনি এবং আমি
১৬| ২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:১৮
আর্কিওপটেরিক্স বলেছেন: সময় কাটিয়া যায়.....
২৮ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:১২
পবিত্র হোসাইন বলেছেন: সত্যিই সময় আপন গতিতে চলে।
১৭| ৩০ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:২৩
অর্পিতা মন্ডল বলেছেন: বাহ্, খুব ভালো লাগলো পড়ে। সুন্দর প্রকাশ।
৩০ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:২৭
পবিত্র হোসাইন বলেছেন: স্বাগতম আমার ব্লগে।
খুব ভালো লেগেছে জেনে ধন্য হলাম।
©somewhere in net ltd.
১| ১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:২০
পদাতিক চৌধুরি বলেছেন: খুব ভালো কথা বলেছেন ।
পুলিশের গুলির সামনে পুষ্পাঞ্জলির মত নিজেদেরকে সমর্থন করে বলেছিল,
ওরা আমার মুখের কথা কাইরা নিতে চাই ।
শুভকামনা ও ভালোবাসা জানবেন।