নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুদিন আগে একজন চায়নিজ বান্ধুবীর সাথে কথা হচ্ছিল। টপিকগুলো ছিল খুবই সাধারন। যেমন-আমার দেশ, আমাদের কালচার, মানুষ, পোষাক, ইত্যাদি সম্পর্কিত। পর্যায়ক্রমে সে আমার সম্পর্কে জানতে চায়। আমার জীবনের লক্ষ্য, শখ, অবসরে কি করতে পছন্দ করি এসব ছোট-খাট বিষয়ে। আমি তাকে বলে যাচ্ছিলাম, বিড়ালের সাথে টিভি দেখা, পছন্দের খাবার তৈরী করা, ছবি তোলা, কাজের ফাঁকে ব্লগিং করা, ইত্যাদি। ব্লগিংয়ের কথা শুনে বিস্ময়ের চোখ নিয়ে তাকালো আমার দিকে!
-তুমি ভ্লগ কর? কিসে কর? ফেসবুকে নাকি ইউটিউবে? আমি দেখতে চাই, তোমার চ্যানেলের লিংক দাও!
তার এই কথা শুনে আমি কি বলব বুঝতে পারছিলাম না। আসলে শব্দ উচ্চারনের দিক থেকে চায়নিজ বা জাপানি জাতি এখনো অনেক অদক্ষ। সেক্ষেএে বাঙালিদের অবস্থান অনেক ভাল। আমরা যদি ডক্টর বলি তারা বলে দক্তর! আরো অনেক দৃষ্টান্ত আছে যা বলতে গেলে কয়েক পাতা লিখতে হবে।
যখন (Vlog)এবং (Blog) এর পার্থক্য তাকে জানালাম তার বিস্ময় আরেকটু বেড়ে গেল। সরাসরি আমাকে জিজ্ঞাসা করল-ব্লগ কি?
যাইহোক, ব্লগ নিয়ে আমাদের দেশের মানুষের অবস্থা আরো ভয়াবহ!
মা, চাচী, ফুপু, খালা, টাইপের কেউ যদি জানতে পারে আপনি ব্লগার তাহলে তো কথাই নাই, চোখের পানিতে সাঁতার কাটিয়ে হোক অথবা মাথার দিব্যি দিয়ে হোক আপনাকে এই পথ থেকে ফিরিয়ে আনতে তাদের গোয়েন্দা ভূমিকায় দেখা যাবে।
বাবার বন্ধুরা দাঁত উচিয়ে বলবে, আকরামের ছেলেটা শেষ পর্যন্ত জঙ্গিতে যোগ দিল?
পাড়া-প্রতিবেশী বা হুজুর টাইপের মানুষ আপনাকে নাস্তিক বলবে!
বন্ধু-বান্ধব কম পেতে পারেন।
তাছাড়া, তোকে দিয়ে কিচ্ছু হবে এমন টাইপের কথা ফ্রি-তে শুনবেন।
তবে যারা এমনটা মনে করেন তাদের জন্য একটাই বানী-
“Who are you to judge the life I live?
I know I'm not perfect and I don't live to be
but before you start pointing fingers make sure you hands are clean!”
― Bob Marley
বর্তমান সময়ে কিছু মানুষের ব্লগিং অবাক করার মতো। দেখলে মনে হয় ব্লগিং নয় ফেসবুকিং করে। মনে যা চায় কিছু একটা পোষ্ট করেন, উত্তর-প্রতিউত্তের কোন ধার-ধারেন না। বিষয়টা আমার কাছে মনে হয়- আপনি আপনার বাসায় মানুষকে দাওয়াত দিলেন কিন্তু তাদের সাথে কথা বলার প্রয়োজন মনে করলেন না!
আমার মতে, একজন ভাল ব্লগারের গুণাবলী হল মন্তব্যের উত্তর দেয়া, অন্যের লেখায় মন্তব্য করা, মত প্রকাশের স্বাধীনতা দেয়া, ব্লগকে ফেসবুকের মতো ব্যবহার না করা, ব্লগ সম্পর্কে মানুষকে সঠিক ধারনা দেয়া।
একমাত্র আলোচনা বা মতামতের মাধ্যমে গড়ে উঠবে সু-সম্পর্ক, ভালবাসা, ভ্রাতৃত্ব, সুন্দর সমাজ।
২০ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১০
পবিত্র হোসাইন বলেছেন: হাচা কথা কইছেন মিয়া ভাই
২| ২০ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:০২
হাবিব বলেছেন: যাক, লিখলেন তবুও অনেক দিন পর
২০ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১২
পবিত্র হোসাইন বলেছেন: কি করবো স্যার লেখার চেয়ে পড়তে বেশি ভালো লাগে।
৩| ২০ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:০৩
যায্যাবর বলেছেন: সহমত! ভালো বলেছেন।
২০ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১৩
পবিত্র হোসাইন বলেছেন: অনেক শুভকামনা এবং ভালবাসা
৪| ২০ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো লিখেছেন। অনেক ব্লগার বন্ধুই ফেসবুকের স্ট্যাটাস এবং ব্লগের পোস্টের মধ্যেকার পার্থক্য বুঝেন না। নিয়মিত বিচরণ করলে অবশ্য কেউ কেউ শিখে যান।
২০ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:২৩
পবিত্র হোসাইন বলেছেন: ব্লগ সম্পর্কে মানুষকে সঠিক ধারণা দিতে পারলে সমস্যার সমাধান হতে পারে
৫| ২০ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:২৭
অজ্ঞ বালক বলেছেন: খাঁটি কথা। এখন খাঁটি ব্লগারের বড়ই অভাব। আপনি বাংলা ব্লগ লেইখা সার্চ দেন। দেখেন কয়টা ব্লগ সাইট পান। এককালের বিশাল স্রোতস্বিনী এখন মইজ্জা যাওয়া খাল।
২০ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৩১
পবিত্র হোসাইন বলেছেন: সুন্দর কথা বলেছেন খাঁটি ব্লগারের বড়ই অভাব !
কিছু অভিজ্ঞ ব্লগার আছেন কিন্তু তারা আর লিখতে চান না।
৬| ২০ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩০
চাঁদগাজী বলেছেন:
চাইনীজ বান্ধবীকে টেনে এনে একটু ঘি ঢাললেন নাকি?
২০ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯
পবিত্র হোসাইন বলেছেন: ঘি না কেরোসিন, ভালই জ্বলে!
৭| ২০ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫
আরোগ্য বলেছেন: ।পোস্টে ভালোলাগা।
আপনি যেহেতু বিড়ালপ্রেমী তাই আমাদের মিকুর ছবি আপনার সাথে শেয়ার করছি।
২০ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:১৬
পবিত্র হোসাইন বলেছেন: বাহ্! আপনার মিকু দেখছি বেশ আরাম প্রিয়। মিকুরা কয় ভাই-বোন? ছেলে-মেয়ে কিছু আছে?
৮| ২০ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:১৭
জুন বলেছেন: আপনার শেষ লাইনগুলোর সাথে সম্পুর্ন সহমত। অবাক করা বিষয় হলো আমি চীনে গিয়েই প্রথম ব্লগের সাথে পরিচিত হই যা আমার একবছর পুর্তি লেখায় উল্লেখ করেছি। তবে যাদের কাছে ব্লগের নাম শুনেছি তারা অবশ্য বৃটিশ।
লেখায় ভালোলাগা রইলো অনেক।
+
২০ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৩২
পবিত্র হোসাইন বলেছেন: মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। মূলত আমেরিকান বা বৃটিশ যাই বলেন না কেন তাদের হাত ধরেই ব্লগের পরিচিতি ঘটে মানব সমাজের। যার মধ্যে উল্লেখ যোগ্য অবদান রয়েছে Justin Hall, Jerry Pournelle, Dave Winer মত মানুষের।
ব্লগে একবছর উপলক্ষে আপনার লেখা গল্পটির লিংক অবশ্য দিবেন।
৯| ২০ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৩৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার বক্তব্যর সাথে সহমত। ব্লগে একসময় সবি ছিল এখন ব্লগের যেমন দশা তেমন ব্লগের চারপাশ।
২১ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৩২
পবিত্র হোসাইন বলেছেন: উপযুক্ত কথা বলছেন- ব্লগ এবং চারপাশের পরিবেশের অবস্থা খুব খারাপ।
সঠিক ধারণা না দিতে পারলে আরো খারাপ কিছু হবে।
১০| ২০ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:২১
পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো লাগলো আপনার অভিজ্ঞতা Vlog ও blog সম্পর্কে ধারনা । জুনাপুর সঙ্গে আমিও বলবো লাস্ট লাইনে সহমত জানাচ্ছি । পোস্টে লাইক।
বৈশাখী শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন।
২১ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৩৪
পবিত্র হোসাইন বলেছেন: দাদা আপনাকেও বৈশাখী শুভেচ্ছা। পোস্ট ভাল লেগেছে জেনে মনে মধ্যে আনন্দ অনুভব করছি।
১১| ২০ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৪
রাজীব নুর বলেছেন: ভাতেও মাঝে মাঝে কনা পাওয়া যায়। কাজেই কিছু ব্লগার এরকম থাকবেই।
২১ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৩৮
পবিত্র হোসাইন বলেছেন: অনেক সুন্দর কথা বলেছেন ভাতেও মাঝে মাঝে কনা পাওয়া যায়। কাজেই কিছু ব্লগার এরকম থাকবেই। যাদের এড়িয়ে চলতে হবে।
১২| ২০ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:০৮
কালো যাদুকর বলেছেন: ঠিক বলেছেন। এই জন্য আর ব্লগ ভাল্লাগেনা আজকাল। ৯ বছর আগে যখন এই ব্লগে লিখতে শুরু করি, অনেক ভাল লেখা পেতাম। ওই লেখকরা সব এখন ফেইসবুকে চলে গেছে।
২১ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৪৩
পবিত্র হোসাইন বলেছেন: যারা সেলিব্রেটি হতে চায় তারা ফেসবুকে চলে গেছে কিন্তু যারা ব্লগিং করে আত্মতৃপ্তি পায় তারা আজ এখানে রয়ে গেছে।
১৩| ২১ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:০৫
পথ হতে পথে বলেছেন: বাংলাদেশে থাকতে চাইনিজদের অপছন্দ করতাম, আমেরিকা এসে দেখি চাইনিজরা আসলে ভালো মানুষ , অন্তত যারা আমেরিকা আসে।
২১ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৪৬
পবিত্র হোসাইন বলেছেন: চাইনিজরা নিতান্তই ভাল মানুষ তবে তাদের কালচার আমার ভাল লাগে না।
১৪| ২১ শে এপ্রিল, ২০১৯ রাত ২:০৮
মাহমুদুর রহমান বলেছেন: মানুষ এখন ব্লগকেও ফেসবুক বানিয়ে ফেলেছে।
২১ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৪৮
পবিত্র হোসাইন বলেছেন: এর প্রধান কারণ ব্লগ সম্পর্কে সঠিক ধারণা না পাওয়া।
১৫| ২১ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৫৮
শামছুল ইসলাম বলেছেন: শেষের কথা গুলো খুব ভালো লেগেছে।
পুরো পোস্টের জন্যই ভালোবাসা।
২১ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:১০
পবিত্র হোসাইন বলেছেন: শেষের কথা গুলো খুব ভালো লেগেছে জেনে মনে আত্মতৃপ্তি পাচ্ছি।
আপনার প্রতি অনেক শ্রদ্ধা রইলো।
১৬| ২১ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯
সুমন কর বলেছেন: হুম, ব্লগ নিয়ে মানুষদের নেগেটিভ কথা বা চিন্তাগুলো এখনো যায়নি।। ছোট করে সুন্দর বলেছেন।
২১ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:১৩
পবিত্র হোসাইন বলেছেন: সঠিক ধারণা দিতে হবে, তাহলে কিছুটা পজিটিভ হতে পারে।
-ধন্যবাদ প্রিয় সুমনদা
১৭| ২৭ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:১৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক সুন্দর ভাবে প্রকাশ করেছেন। একমত আপনার সাথে।
২৭ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:০৪
পবিত্র হোসাইন বলেছেন: ধন্যবাদ প্রিয় স্বপ্নবাজ সৌরভ
©somewhere in net ltd.
১| ২০ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:০২
আর্কিওপটেরিক্স বলেছেন: অনেকেই Vlog আর Blog এর পার্থক্যটা বোঝে না।