নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝে মাঝে নিজেকে আঠেরো শতাব্দীর অঘোষিত সাফল্যহীন কবি মনে হয়। যার কিছু লেখা নামহীন বাজারি পত্রিকায় ছাপা হয়ে ছিল কিন্তু কেউ তা পড়ে দেখিনি।

পবিত্র হোসাইন

আমি মানুষ, রোবট নই।

পবিত্র হোসাইন › বিস্তারিত পোস্টঃ

রাফির আন্ডারওয়ার (একটি কক্ কক্ ধর্মী গল্প) :P

০৪ ঠা মে, ২০১৯ বিকাল ৫:৪৯



আর মাত্র দুইদিন পর বাংলাদেশে যাচ্ছি। কয়েকদিন যাবৎ মনটা অনেক ভাল। যা করছি সব কিছুতে মজা খুঁজে পাচ্ছি। পাশের বাসার কুত্তাটা ঘেউ ঘেউ করলে মনে হয় কেউ সঙ্গীত চর্চা করছে। ছোট ভাই রাফির অ-খাদ্য, কু-খাদ্য রান্না অমৃত মনে হচ্ছে। ইদানিং জ্যাকলিন গাঁঢ লিপস্টিক দিয়ে অফিসে আসতে শুরু করেছে। আমাদের বস আবার গাঁঢ লিপস্টিক পছন্দ করেন। গত রাতে ফোনে জানতে পারলাম বসের নাকি ডায়রিয়া হয়েছে। অবস্থা আশঙ্কাজনক তাই হাসপাতালে ভর্তি। তাকে দেখতে হাসপাতালে গেলাম। ফেরার সময় বসকে কানে কানে বললাম- লিপস্টিক খাওয়া বন্ধ করুন, না হলে ডায়রিয়া পিছু ছাড়বে না। বেচারা আমার কথায় কিছুটা লজ্জা পেলেন। রাতে প্রচন্ড ঘুম চোখ নিয়ে বাসায় ফিরে দেখি রাফি আন্ডারওয়ার পরে আমার বিছানায় ঘুমাচ্ছে। কোন কিছু চিন্তা না করে ওর পাশে আমিও শুয়ে পড়লাম। তিন বছর পর দেশে যাচ্ছি, মনের আনন্দে ঠিক মত ঘুম আসে না, কিন্তু চোখের পাতা ভারী হয়ে আসছে, সাঁপুড়ে বীণ বাজাচ্ছে, রাফি নাক ডাকছে, ফোনটা বেজে চলছে, মা ফোন করেছে।
-হ্যালো মা!! কক্ কক্!!
-কিরে বাবা কেমন আছিস? তোর ফ্লাইট কখন?
-এইতে মা ভাল। ফ্লাইট সকাল ৭ টায়। কক্ কক্!!
-কিরে মুরগীর মত কক্ কক্ করছিস কেন? তোর শরীর ভালতো?
-খিদে পেয়েছে মা। কক্ কক্!!
-আহারে, আমার বাবাটার খিদে পেয়েছে। কি খাবি বল ? আমি রেঁধে রাখি।
-পাঁচ মিশালি ছোট মাছের ঝোল সাথে আমন চালের লাল ভাত। কক্ কক্!!
-ঠিক আছে বাবা, তাড়াতাড়ি চলে আয়, আর কিছু খাবি?
-হ্যালো মা! হ্যালো!! কক্ কক্!!! যাহ্!!! ফোনের লাইনটা কেটে গেল মনে হয়!!

শশ্ আওয়াজে প্লেন চলছে। আমি এবং জ্যাকলিন পাইলট। পিছনে বসে আমাদের বস কক্ কক্ করছে। জ্যাকলিন আজ গাঁঢ লিপস্টিক দেয়নি। বসের দেখাদেখি জ্যাকলিনও কক্ কক্ ডাকা শুরু করল। হঠ্যাৎ করে প্লেনে আগুন লেগে গেল। আমি একটা প্যারাসুট নিয়ে লাফ দিলাম। অনেক চেষ্টা করেও প্যারাসুট খুলতে পারছি না। একি! এতো প্যারাসুট না! রাফির আন্ডারওয়ার! হায় আল্লাহ !!! প্যারাসুট ভেবে রাফির আন্ডারওয়ার নিয়ে লাফ দিলাম?
আমি পড়ে যাচ্ছি গভীর অতলে। বাঁচাও আমাকে! কক্ কক্! বাঁচাও!!!

তীব্র ব্যথার যন্ত্রনা নিয়ে ঘুম ভেঙে গেল। গাল ঘষতে ঘষতে উঠে দেখি রাফি ভীত চোখে আমার সামনে বসা।
-কিরে রাফি, তুই ছোট হয়ে আমাকে থাপ্পড় মারলি? তোর এত বড় সাহস?
-কি করব ভাই, আপনি যেভাবে কক্ কক্ করে আমার উপর ঝাঁপিয়ে পড়লেন!
-তাই বলে থাপ্পড় মারবি? ঘুম ভাঙ্গানোর আর কোন উপায় নেই? বেয়াদব কোথাকার!! বিদায়-হ চোখের সামনে থেকে।
-যাচ্ছি ভাই, তার আগে আমার আন্ডারওয়ারটা দেন।
-আবার ফাজলামি করিস। তোর আন্ডারওয়ার আমি কই পাবো?
রাফি সবিনয় ভাবে আমার দিকে ইশারা করতেই আমি আঁতকে উঠলাম।
আমার হাতে রাফির আন্ডারওয়ার!
হায়রে অবস্থা…..

মন্তব্য ৩৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৯ সন্ধ্যা ৬:০২

চাঁদগাজী বলেছেন:


ব্লগটাকে আপনারা বস্তির সাহিত্য আসরে পরিণত করবেন!

০৪ ঠা মে, ২০১৯ সন্ধ্যা ৬:২৯

পবিত্র হোসাইন বলেছেন: আপনি সেই বস্তির সাহিত্য আসরের চেয়ারম্যান।

২| ০৪ ঠা মে, ২০১৯ সন্ধ্যা ৭:০২

রাজীব নুর বলেছেন: ভালো কিছু লিখুন। মন দিয়ে লিখুন।

০৪ ঠা মে, ২০১৯ সন্ধ্যা ৭:০৯

পবিত্র হোসাইন বলেছেন: সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ প্রিয় রাজীব নুর ভাই।

৩| ০৪ ঠা মে, ২০১৯ সন্ধ্যা ৭:০৩

চাঁদগাজী বলেছেন:


মানুষের জীবন নিয়ে আমার পোষ্ট পড়ে দেখেন, তারপর লেখেন; দেখবেন, তখন মুরগীর মতো কক কক করতে হবে না।

০৪ ঠা মে, ২০১৯ সন্ধ্যা ৭:১২

পবিত্র হোসাইন বলেছেন: ঠিক আছে পড়ে দেখবো। রাজীব নূর ব্যতীত সামুতে আপনার প্রিয় দুজন ব্লগারের নাম বলুন।

৪| ০৪ ঠা মে, ২০১৯ সন্ধ্যা ৭:২১

হারাধণ০২ বলেছেন: গল্প ভালো লাগলো ।
আপনি যদি দেশের বাহিরে থাকেন তবে বেড়াতে আসার জন্য এটা উত্তম সময়। কয়েকদিনের মধ্যেই বাজারে প্রচুর আম কাঁঠাল লিচু উঠে যাচ্ছে।
যাদের জন্ম বস্তিতে তারা সবকিছুতেই বস্তির গন্ধ খুঁজে।। বুট জুতার লাথিই এদের উত্তম দাওয়াই।

০৪ ঠা মে, ২০১৯ সন্ধ্যা ৭:৫০

পবিত্র হোসাইন বলেছেন: গল্প ভাল লেগেছে জেনে আনন্দিত হলাম। সত্য কথা বলেছেন এখন দেশে যাবার উত্তম সময়। কিন্তু সে সৌভাগ্য আমার নাই ।আল্লাহ চাইলে আগামী বছর যাব। যাইহোক ফরমালিন থেকে সাবধান।
-ভালবাসা রইল

৫| ০৪ ঠা মে, ২০১৯ সন্ধ্যা ৭:২২

পদাতিক চৌধুরি বলেছেন: শুভসন্ধ্যা প্রিয় পবিত্র ভাই,

হা হা হা হা খাসা রম্য হয়েছে। লেখা ভালো হয়েছে তবে ছবিটা আমার মনে হয়েছে প্রথম পেজ থেকে সরাতে পারেন।

আপনি কত বছর দেশের বাইরে আছেন?

বৈশাখী শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন।


০৪ ঠা মে, ২০১৯ রাত ৯:১৬

পবিত্র হোসাইন বলেছেন: প্রতিবারের মত সুন্দর মন্তব্য রেখে যাবার জন্য ধন্যবাদ দাদা। আপনার সাজেশনে ছবিটি পরিবর্তন করেছি। আমার প্রবাস জীবন মাত্র ১০ বছরের।
-শ্রদ্ধা রইল আপনার প্রতি।

৬| ০৪ ঠা মে, ২০১৯ সন্ধ্যা ৭:৩২

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " ঠিক আছে পড়ে দেখবো। রাজীব নূর ব্যতীত সামুতে আপনার প্রিয় দুজন ব্লগারের নাম বলুন। "

-এভাবে বলতে বলা ঠিক নয়, আপনার ভাবনাশক্তি খাট; কিন্তু, আমি মাত্র ২ জনের নাম বলে, নিজকে খাট করতে চাই না, সবাই আমার প্রিয় ব্লগার। তারপরও মাত্র ১ জনের নাম বলছি, ব্লগার খায়রুল আহসান; দেখেন, উনার কোন পাশে আপনাকে রাখা সম্ভব?

০৪ ঠা মে, ২০১৯ রাত ৯:২১

পবিত্র হোসাইন বলেছেন: মাত্র ২ জন ব্লগারের নাম বলে নিজেকে খাট করতে চান না তাহলে ১ জনের নাম বলে কি প্রমান করতে চাচ্ছেন?
ব্লগার খায়রুল আহসান অবশ্যই একজন ভাল ব্লগার তার পাশে কি নিজেকে নাম রাখতে পেরেছেন?

৭| ০৪ ঠা মে, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬

চাঁদগাজী বলেছেন:


আপনি জানেন না, ব্লগের পোষ্টে কি ধরণের ছবি দিতে হয়; আপনি কিসের ছবি দিয়েছিলেন?

০৪ ঠা মে, ২০১৯ রাত ৯:২৩

পবিত্র হোসাইন বলেছেন: নিজে পরিধান করুন অন্যকে উৎসাহিত করুন। সাল ২০১৯

৮| ০৪ ঠা মে, ২০১৯ রাত ৯:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় পবিত্রভাই,

নয় নয় করে দশটি বছর প্রবাসে কাটিয়েছেন দেখে অবাক হলাম। অস্বীকার করবো না, নিঃসন্দেহে একঘেয়েমি আসতে বাধ্য। সম্ভব হলে কয়েক দিনের জন্য দেশে আসুন, ঘুরে যান। ছবিটি তুলেছেন জেনে খুশি হলাম। এবারের ছবিটি নিঃসন্দেহে পোস্টটির মানোন্নয়ন ঘটিয়েছে, সে বিষয়ে আপনি দ্বিমত পোষণ করতে পারেন না। হা হা হা....

প্রবাসের জীবন আপনার কাছে আরো আনন্দের আর উপভোগ্য হয়ে উঠুক। আর জ্যাকলিনরা করে তুলুক আপনাকে আরো ছন্দময় - কামনা করি।

শুভকামনা ও ভালোবাসা জানবেন।

০৫ ই মে, ২০১৯ সকাল ১০:১৪

পবিত্র হোসাইন বলেছেন: সত্যি কথা বলতে জীবন আসলে একঘেয়েমি হয়ে গেছে। প্রতি বছর দেশে যাবার প্ল্যান করলেও শেষ পর্যন্ত সেটা সফল হয় না।
এছাড়া কলকাতা কিন্তু আমার প্রিয় শহর। কলকাতা সম্পর্কে গল্প শুনতে শুনতে তাকে ভালবাসা ছাড়া উপায় ছিল না।
এবার বাংলাদেশ সহ কলকাতা একটা টুর দিতে হবে।
-শ্রদ্ধা রইল আপনার প্রতি।

৯| ০৪ ঠা মে, ২০১৯ রাত ৯:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: কক কক
হা হা হা
কক কক

কাক্কুর সাথে কক ফাইটে মজা পেলাম! কক ;)

রম্যে ভাললাগা!

০৫ ই মে, ২০১৯ সকাল ১০:১৭

পবিত্র হোসাইন বলেছেন:


কক্ কক্!!!
কাক্কুর সাথে কক ফাইট আমিও মজা পাচ্ছি
-ভালোবাসা রইলো

১০| ০৪ ঠা মে, ২০১৯ রাত ১০:২০

বলেছেন: কক কক কক,,
।কে যেন ঘেউ ঘেউ করতাছে কক কককে কি খেয়ে বসে!!

০৫ ই মে, ২০১৯ সকাল ১০:২২

পবিত্র হোসাইন বলেছেন: কক্ কক্!!! প্রিয় লতিফ ভাই !
কে যেন ঘেউ ঘেউ করতাছে কক কককে কি খেয়ে বসে!! -পড়ে খুব হাসলাম। দারুন কমেন্ট +++
১২ নং কমেন্ট দেখুন

১১| ০৫ ই মে, ২০১৯ রাত ২:৫৫

চাঁদগাজী বলেছেন:



পোষ্টের ছবি বদলানোর জন্য ধন্যবাদ; ব্লগিং কঠিন আছে, মাথা ঘামাতে হয়।

০৫ ই মে, ২০১৯ সকাল ১০:২৬

পবিত্র হোসাইন বলেছেন: ধন্যবাদ, আপনার সুস্থতা কামনা করি।

১২| ০৫ ই মে, ২০১৯ ভোর ৪:১৪

চাঁদগাজী বলেছেন:



@ল ,

আপনি আমাকে এটা সেটা বলার চেষ্টা করছেন, সুবিধা হবে না; আপনার ব্যাকগ্রাউন্ড খুবই নড়বড়ে।

১৩| ০৫ ই মে, ২০১৯ সকাল ৯:২২

নীল আকাশ বলেছেন: দেরী করে আসার জন্য দু:খিত।
আপনার রম্য লেখাটা চেস্টাটা ভালোই হয়েছে। রম্য লেখা এমনতেই খুব কঠিন। সুতরাং আমি আপনার এই চেস্টাকে স্বাগত জানাই।
একটা জায়গা ঠিক করে দিন।
রাফি নাক ডাকছে, ফোনটা বেজে চলছে, মা মনে হয় ফোন করেছে। গভীর ঘুমের মধ্যেই মার সাথে ফোনে কথা বলা শুরু করলাম।
লাস্ট লাইনে এভাবে লিখলে কেমন হয়:
নিজের হাতের কি দেখে হতম্ভব হয়ে আমি বসে রইলাম.................

বিশেষ দ্রস্টব্য: রম্য লেখা প্রাপ্ত বয়স্কদের জন্য উপযুক্ত। প্রি-প্লে পড়া লোকজন এটার মর্ম বুঝবে না। আর কোন কিছুর অর্থ না বুঝলেই এরা উল্টা পাল্ট মন্তব্য করবে। এদের আসলে পড়া দরকার নীচের ছড়ার মতো কিছু-
হাট্টিমাটিম টিম,
তারা মাঠে পারে ডিম,
তাদের খাড়া দুটো শিং,
তারা হাট্টিমাটিম টিম।

ধন্যবাদ এবং শুভ কামনা রইল।

০৫ ই মে, ২০১৯ সকাল ১০:৩৪

পবিত্র হোসাইন বলেছেন: শুভ সকাল । প্রিয় নীল আকাশ ভাই। আসলে আমি ভাল লিখতে পারি না তবে আজ পর্যন্ত যেটুকু পেরেছি তার মধ্যে আপনার সাহায্য অনস্বীকার্য। আপনার সাজেশন মতো প্রতিটি জায়গায় ঠিক করবো।
হাট্টিমাটিম টিম,
তারা মাঠে পারে ডিম,
তাদের খাড়া দুটো শিং,
তারা হাট্টিমাটিম টিম।
-কক্ কক্ শুভেচ্ছা

১৪| ০৫ ই মে, ২০১৯ সকাল ৯:২৫

নীল আকাশ বলেছেন: হেডিংও ঠিক করে দিন-
রাফির আন্ডারওয়ার (একটি কক্ কক্ ধর্মী গল্প) :P না লিখে দিন-
রাফির আন্ডারওয়ার!
অথবা: রম্য গল্প: রাফির আন্ডারওয়ার!
ধন্যবাদ।

০৫ ই মে, ২০১৯ সকাল ১০:৩৯

পবিত্র হোসাইন বলেছেন: প্রিয় নীল আকাশ ভাই, আপনার সাথে যোগাযোগের মাধ্যম বলুন। একটা রহস্য গল্পের প্লট আছে যা লেখায় আপনি অনেক পারদর্শী। আমি চাই আপনি সেটা লেখুন যা আমার দ্বারা সম্ভব নয়।
আপনার সাজেশন মতো ঠিক করবো।

১৫| ০৫ ই মে, ২০১৯ সকাল ৯:৩২

শামছুল ইসলাম বলেছেন: কক্ কক্ --- রম্যগল্প লেখাতে আপনার পারদর্শিতা অনস্বীকার্য।

০৫ ই মে, ২০১৯ সকাল ১০:৪৩

পবিত্র হোসাইন বলেছেন: সুপ্রভাত প্রিয় শামছুল ইসলাম ভাই। কক্ কক্ ! ভালবাসা রইল আপনার প্রতি।

১৬| ০৫ ই মে, ২০১৯ সকাল ৯:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
রম্য গল্প ভালই হয়েছে। হা হা হা...............।

০৫ ই মে, ২০১৯ সকাল ১০:৪৬

পবিত্র হোসাইন বলেছেন: গল্প ভাল লেগেছে জেনে আত্মতৃপ্তি পেলাম ধন্যবাদ প্রিয় মোঃ মাইদুল সরকার ভাই।
কক্ কক্ ! :P

১৭| ০৫ ই মে, ২০১৯ দুপুর ১:২১

নীলপরি বলেছেন: ভালো লিখেছেন । তবে সহব্লগার নীল আকাশ - এর সাজেশন গুলো ভালো লাগলো । সেভাবে এডিট করতে পারেন ।

০৫ ই মে, ২০১৯ দুপুর ২:৩৮

পবিত্র হোসাইন বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। নীলপরি বলেছেন: তবে সহব্লগার নীল আকাশ - এর সাজেশন গুলো ভালো লাগলো । সেভাবে এডিট করতে পারেন । -সময় করে করে নিবো।
-কক্ কক্ !

১৮| ০৬ ই মে, ২০১৯ রাত ১:২৭

মাহমুদুর রহমান বলেছেন: ভীষন মজার।

০৬ ই মে, ২০১৯ সকাল ৮:৩৮

পবিত্র হোসাইন বলেছেন: সুপ্রভাত।
কেমন আছেন মাহমুদুর রহমান ভাই?
গল্পে মজা পেয়েছেন জেনে আনন্দ অনুভব করছি।
--কক্ কক্ !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.