নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝে মাঝে নিজেকে আঠেরো শতাব্দীর অঘোষিত সাফল্যহীন কবি মনে হয়। যার কিছু লেখা নামহীন বাজারি পত্রিকায় ছাপা হয়ে ছিল কিন্তু কেউ তা পড়ে দেখিনি।

পবিত্র হোসাইন

আমি মানুষ, রোবট নই।

পবিত্র হোসাইন › বিস্তারিত পোস্টঃ

মির্জা ফখরুল বিএনপির জন্য অভিশাপ নাকি আশীর্বাদ?

২২ শে জুন, ২০১৯ রাত ৮:৩৫



খালেদা জিয়া কারাগার থেকে কবে মুক্তি পাবেন তারও নিশ্চয়তা নেই। দুটি মামলায় তাঁর মোট ১৭ বছর সাজা হয়েছে। গত বছরের ৮ ফেব্রুয়ারি একটি দুর্নীতি মামলায় সাজা হওয়ার পর থেকে কারাগারে রয়েছেন। বিএনপির নেতারা মনে করেন, ‘রাজনৈতিকভাবে’ সমস্যার সমাধান না হলে শুধু আইনি লড়াইয়ের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি মিলবে না।

অপরদিকে ফখরুল ভাইয়া বলছেন -খালেদা জিয়ার মুক্তি আন্দোলন আরো বেগবান করার জন্য দলের সপ্তম জাতীয় সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এ জন্য ইতিমধ্যে দলীয় কার্যক্রম শুরু হয়েছে। জেলা কমিটিগুলো পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নতুন দুজন সদস্যসহ দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন মির্জা ফখরুল।

তখন সাংবাদিক ভাইয়েরা প্রশ্ন করেন -
মেয়াদোত্তীর্ণ কমিটিতে কেন স্থায়ী কমিটির নতুন সদস্য মনোনয়ন দেওয়া হচ্ছে? বিএনপির নির্বাহী কমিটি থেকে অনেকে চলে যাচ্ছেন, সে ক্ষেত্রে সম্মেলনের আগে সেগুলো পূরণ করা হবে কি না?

প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেছেন -
জাতীয় স্থায়ী কমিটিতে যেকোনো সময় নিয়োগ এবং সদস্য নির্বাচিত করা যায়। আমরা দলের পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির নবনির্বাচিত দুজন সদস্যকে নিয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে এসেছিলাম শ্রদ্ধা জানাতে। এখানে এসে আমরা নতুন করে স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে শপথ নিয়েছি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও গণতন্ত্রের মুক্তির সংগ্রামকে আরও বেগবান করা হবে। অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে অতি দ্রুত নতুন নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করবে।

তার এই কথাতে ওবায়দুল কাদের ভাইয়া বলেন - 'আন্দোলন করে তারা খালেদা জিয়াকে মুক্ত করুক। এখানে আমাদের কোন বিষয় নেই। তার আন্দোলন করবে বলেই বেড়াচ্ছে। এখনও সেই পুরনো কথারই পুনরাবৃত্তি আমরা শুনতে পাচ্ছি। তাদের যদি সক্ষমতা থাকে, সাহস থাকে আন্দোলন করে দেখাক। দশ বছরেত দেখলাম না।'

আবার আরেকটা সংবাদে দেখলাম - কমিটিতে বয়সসীমা নিয়ে বিক্ষুব্ধ ছাত্রদল, নয়াপল্টন অফিসে তালা।

যাহ শালা ! কাদের নিয়ে আন্দোলন করবে বিএনপি?
মির্জা ফখরুল কি পারবে দলকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে? দেখা যাক কি হয় !!!

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৯ রাত ১১:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ফখরুল একজন ভালো মানুষ । ভালো নেতা‌ কিন্তু ভাতিজার জন্য কিছুই করতে পারেন না তিনি ‌

২৩ শে জুন, ২০১৯ সকাল ৯:৩৪

পবিত্র হোসাইন বলেছেন: ভাতিজার জন্য কিছুই করতে পারেননি বলেই আজ বিএনপির ভরাডুবি।

২| ২২ শে জুন, ২০১৯ রাত ১১:২৮

রাজীব নুর বলেছেন: যা বলার তিনি একাই বলে যাচ্ছেন।

২৩ শে জুন, ২০১৯ সকাল ৯:৩৫

পবিত্র হোসাইন বলেছেন: উনি ছাড়া বাকি সব তালপাতার সেপাই।

৩| ২৩ শে জুন, ২০১৯ ভোর ৫:৩৪

বলেছেন: ভাতিজারা সকল গন্ডগোলের মূল।।।
একটি তৃতীয় শক্তি দরকার।।।।

বিম্পি ও বাল বাদ দিয়ে কেউ যদি আসে তবে ভালো।।।

২৩ শে জুন, ২০১৯ সকাল ৯:৩৮

পবিত্র হোসাইন বলেছেন: তৃতীয় শক্তি ২০১৩ সালের ৫ ই মে মতিঝিলের শাপলা চত্বরে বোল্ড আউট হয়ে গেছে।

৪| ২৩ শে জুন, ২০১৯ সকাল ৭:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: সাম্প্রতিককালে উপমহাদেশের রাজনীতির একটি ট্রেন্ড দেখছি বিরোধীরা দিশেহারা। যদিও সুস্থ গণতন্ত্রের পক্ষে লক্ষণটা একেবারেই ভালো নয়।

শুভকামনা প্রিয় পবিত্র ভাইকে।

২৩ শে জুন, ২০১৯ সকাল ৯:৪৩

পবিত্র হোসাইন বলেছেন: সাম্প্রতিককালে উপমহাদেশের রাজনীতির একটি ট্রেন্ড দেখছি বিরোধীরা দিশেহারা। - অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন দাদা। তবে বিএনপি দিশেহারা হয়েছে তাদের বাজে এবং মূর্খ সিদ্ধান্তে।

৫| ২৩ শে জুন, ২০১৯ সকাল ১১:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খুবই ভালো লেগেছে। চমৎকার।

২৩ শে জুন, ২০১৯ দুপুর ১২:৪১

পবিত্র হোসাইন বলেছেন: ধন্যবাদ প্রিয় মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভাই।

৬| ২৩ শে জুন, ২০১৯ দুপুর ১:১১

নীল আকাশ বলেছেন: এই স্টুপিডটা একজন পাপেট ছাড়া আর কিছু না। দলটা একদম নষ্ট করে ছেড়ে দিয়েছে।
অপর্দাথ কোথাকার!

২৩ শে জুন, ২০১৯ দুপুর ১:৩৬

পবিত্র হোসাইন বলেছেন: তার বয়স এখন ৭০।
এখন নিজে থেকে তার দল থেকে অবসর নেয়া উচিত।
তার উল্টা পাল্টা কথা মানুষকে বিব্ভ্রান্ত করে।

৭| ২৩ শে জুন, ২০১৯ রাত ১১:৫৫

লাল মাহমুদ বলেছেন: কিছুই হবে না!! বিএনপি মুসলিমলীগে কিভাবে পরিনত হয়, সেটা বসে বসে শুধু দেখে যান

২৪ শে জুন, ২০১৯ সকাল ৯:১৮

পবিত্র হোসাইন বলেছেন: শুভ সকাল প্রিয় লাল মাহমুদ ভাই। সঠিক কথা বলেছেন।
সঠিক দিক নির্দেশনা না পেলে বিএনপির ভরাডুবি আসন্ন।

৮| ২৮ শে জুন, ২০১৯ রাত ১:১২

ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর প্রশ্ন রেখেছেন
ভবিষ্যতই এর উত্তর দিবে ।
কালে কালে সবই জানা যাবে ।
শুভেচ্ছা রইল

২৯ শে জুন, ২০১৯ সকাল ৯:১৫

পবিত্র হোসাইন বলেছেন: শুভ সকাল প্রিয় ডঃ এম এ আলী ভাই, দেখা যাক ভবিষ্যতে কি হয়, সেটা দেখার জন্য সবাই অপেক্ষায় আছে।
ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.