নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝে মাঝে নিজেকে আঠেরো শতাব্দীর অঘোষিত সাফল্যহীন কবি মনে হয়। যার কিছু লেখা নামহীন বাজারি পত্রিকায় ছাপা হয়ে ছিল কিন্তু কেউ তা পড়ে দেখিনি।

পবিত্র হোসাইন

আমি মানুষ, রোবট নই।

পবিত্র হোসাইন › বিস্তারিত পোস্টঃ

ডগি সেলফি

১৭ ই জুলাই, ২০১৯ সকাল ১১:০৯



তিন বছর আগের কথা। ফেসবুকে ঢুকে দেখলাম এক ছেলে বন্ধু ছবি পোষ্ট করেছে, তাতে ক্যাপশন লিখেছে - “একদা লিওনার্দো দা ভিঞ্চি দ্বারা ছবিটি আঁকিয়ে নিয়েছিলাম” তার এই ক্যাপশন দেখে দুই মিনিট মুখ হা করে বসে ছিলাম। কি বলবো বুঝতে পারিনি। পরে তাকে কমেন্ট করলাম “তোমাকে মোনালিসা আপুর মত লাগছে”।
তার দুই-তিন দিন পরে জানতে পারলাম প্রিজমা নামের একটি অ্যাপ বাজারে এসেছে। অ্যাপটির বিশেষ্যত হল সদ্য তোলা ছবি বা ইমেজ লাইব্রেরি থেকে নিয়ে ভিন্ন ভিন্ন ৩৩টি ফিল্টার ব্যবহার করে বিখ্যাত শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি, পিকাসো, মনেট, ভ্যান গগ, মাঞ্চ, লেভিটান, ক্যানডিনস্কি’র শিল্প ভঙ্গির আদলে ছবির রূপ দিতে পারে। তাছাড়া ডিসি কমিক বুকের জনপ্রিয় ডিজাইনগুলোর আলোকেও ছবি ফিল্টার করতে পারে। সেই সময়ে বাংলাদেশে কি যে হুলুস্থূল অবস্থা হয়েছিল! ছেলে, বুড়ো থেকে শুরু করে সবাই প্রিজমা অ্যাপ খেতে শুরু করলো। বেশ কিছুদিন চলেছিল অ্যাপটি তারপর শেষ। মূলত পাবলিক এক জিনিষ বেশীদিন খায় না।
প্রিজমা শেষ হবার পর ভালই চলছিল দিনগুলো কিন্তু এর পরবর্তী ঘটনা আরো ভয়াবহ!

ঈদের দিন বন্ধু বাসায় বেড়াতে গেলাম। আমাকে দেখে তার ৪ বছর বয়সী ছেলে মোবাইল নিয়ে ছুটে এল। কাছে এসে বলতে শুরু করল:
-আঙ্কেল, আঙ্কেল! চল আমরা ডগি সেলফি তুলি।
আমিতো রিতিমত অবাক, বলে কি এই বাচ্চা? ডগি সেলফি?
-ডগি সেলফি কিভাবে তোলে আমি জানিনা বাবা।
-আঙ্কেল তুমি না অনেক বোকা, চল আমি তোমাকে শিখিয়ে দেই।
মোবাইলের ক্যামেরা তুলে ধরতেই আমার চোখ ছানাবড়া! আমি কুত্তা হয়ে গেছি, কু্ত্তার মত নাক, কান আমার!
পরে বন্ধুকে জিজ্ঞাসা করে জানলাম এটা এক ধরনের অ্যাপ যা ছবি তোলার সময় মানুষের মুখের আকৃতি কুকুর বা বিড়ালের মত করে দেয়। তাহলে ভাবুন একবার কি ভয়াবহ অবস্থা? কবে যেন দেখবো অ্যাপগুলো কুত্তার মত লেজও বানিয়ে দিয়েছে।

সম্প্রতি শুরু হয়েছে আরেক ছাগুমি, ফেস অ্যাপ! ভাইরাল এই অ্যাপটি জোয়ান মানুষকে বুড়ো বানিয়ে দিচ্ছে। হাজার হাজার মানুষ নিজের বুড়ো ছবি আপলোড দিচ্ছে। কিন্তু আরেক জাতীয় মানুষ এতে খুশি না, কারন এই ট্রেন্ডে মেয়েদের অংশগ্রহন নাকি অনেক কম, তারা নাকি বুড়ি হতে পছন্দ করছে না।

যাইহোক এখন ভাবছি আমার এবং চাঁদগাজীর কথা আমরা তো এমনিতে বুড়ো তাহলে আমাদের জন্য কোনো ব্যবস্থা করা যায়না যদি একটু জোয়ান টোয়ান হতে পারতাম।

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৯ সকাল ১১:৩৩

আখেনাটেন বলেছেন: কিন্তু আরেক জাতীয় মানুষ এতে খুশি না, কারন এই ট্রেন্ডে মেয়েদের অংশগ্রহন নাকি অনেক কম, তারা নাকি বুড়ি হতে পছন্দ করছে না। -- হা হা হা। গতকাল আমি একজনকে বলেছিলাম। সে কি ঝগড়া মাইরি? :P

যাইহোক এখন ভাবছি আমার এবং চাঁদগাজীর কথা আমরা তো এমনিতে বুড়ো তাহলে আমাদের জন্য কোনো ব্যবস্থা করা যায়না যদি একটু জোয়ান টোয়ান হতে পারতাম। ---- :-P = তাহলে তো গাজীদা আবার যুদ্ধে নেমে পড়বে দেশের আমড়া কাঠের ঢেঁকিদের বিপক্ষে। মন্দ না কিন্তু। :D

১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ১:১৭

পবিত্র হোসাইন বলেছেন: হা হা হা। গতকাল আমি একজনকে বলেছিলাম। সে কি ঝগড়া মাইরি? -না ! না ! ঝগড়া করা যাবে না ভাই, ঝগড়া করলে কিন্তু আপনাই লস B-))
দেইখেন আবার, এই বয়সে আপনার গাজীদা যুদ্ধে নামলে ঠিক মতো বন্দুক চালাতে পারবে তো? ;)

২| ১৭ ই জুলাই, ২০১৯ সকাল ১১:৪৪

ভুয়া মফিজ বলেছেন: চলেন, আমি, আপনে আর গাজীভাই মিলে একটা ডগি সেলফি তুলি!!! =p~

১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ১:২০

পবিত্র হোসাইন বলেছেন: ক্যামেরার দিকে তাকান, রেডি-ওয়ান, টু, থ্রি .... !:#P

৩| ১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:২০

জিপসিসালেহ বলেছেন: এই অ্যাপ দিয়ে জোয়ান টোয়ান,হলিউড স্টার সবই হতে পারবেন।

১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৩৮

পবিত্র হোসাইন বলেছেন: তাহলে দেখেন না ভাই, কিছু করা যায় কিনা ?
আমি যদি হলিউডের ষ্টার-ফিস্টার হতে পারি তাইলে জলি আপুরে নাইক্যা রাখতাম।
আর গাজীসাহেবকে না'হয় ভিলেন রোল দিতাম =p~

৪| ১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ২:১১

অর্থনীতিবিদ বলেছেন: এই অ্যাপের কথা যখন প্রথমদিকে জানা ছিলো না তখন ফেসবুকে পরিচিত সব মুখগুলোকে হঠাৎ বয়স্ক অবস্থায় দেখে চমকে উঠেছিলাম।

১৭ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:২৮

পবিত্র হোসাইন বলেছেন: কি বলবো ভাই পোলাপান বুড়ো হতে পেরে কি যে খুশি !

৫| ১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:১১

আমিই মুসাফির বলেছেন: জোয়ানশক্ত মানুষ এহন লেদা বাইচ্চার সুরুতে

১৭ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৩১

পবিত্র হোসাইন বলেছেন: ঠিকি কইছেন ভাই এহন জোয়ানশক্ত মানুষ দেইখা বুঝার উপায় নাই এইডা বুড়া নাকি লেদা পোলাপান =p~

৬| ১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:১০

রাজীব নুর বলেছেন: ১০৩ টাকায় পুলিশে চাকরী!
অনেক বাহবা!!
আরে ভাই দয়া করতেছে নাকি? এইটা আমার অধিকার না?

১৭ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৩৫

পবিত্র হোসাইন বলেছেন: ভাই রাগ কইরেন না পোস্টটা আরেকবার পড়েন।

৭| ১৭ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০০

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছে, লেখকের বয়স হয়েছে, এবং উনি আবার "যোয়ান টোয়ান" হতে চান; আমার ধারণা, ব্লগে আমি সবার চেয়ে বয়স্ক হতে পারি; আমি আমার বয়স নিয়ে ভালো আছি, আমি আবার "যোয়ান টোয়ান" হওয়ার কথা ভাবছি না; আমাকে আমার বয়সের কারণে, আমার আশপাশের মানুষেরা পছন্দ করেন, এবং আমি নিজেই ভালো অনুভব করি।

১৭ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৩১

পবিত্র হোসাইন বলেছেন: কেন ভাই? যোয়ান টোয়ান" হতে চান না কেন ? এরশাদ ভাইয়ের মতো যোয়ান বয়সে লাল রুমাল গলায় দিয়া ঘুরেছেন মনে হয়। যোয়ান বয়সে সব মজা পেয়ে গেলে বুড়া বয়স খারাপ না! ;)
নাকি বয়স্ক ভাতা পাওয়ার আশায় আছেন?
যাইহোক, যোয়ান বয়সে কোন কবিতা বা গল্প লিখে থাকলে আমাদের জানান, আমরাও জানি যোয়ান বয়স কেমন ছিল আপনার।

৮| ১৭ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: হা হা। জোয়ান হতে চান হবেন। আপনাকে বুড়ো বলল কে শুনি। !:#P

১৭ ই জুলাই, ২০১৯ রাত ৮:৩১

পবিত্র হোসাইন বলেছেন: কেউ বুড়া বলেনি সেলিম ভাই কারন আমার মন এখনো জোয়ান।
মনকে আমার যত চাই যে বুঝাইতে
মন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে
পাগল মন রে
মন কেন এতো কথা বলে =p~

৯| ১৭ ই জুলাই, ২০১৯ রাত ৯:০৭

জিপসিসালেহ বলেছেন: [তাহলে দেখেন না ভাই, কিছু করা যায় কিনা ?
আমি যদি হলিউডের ষ্টার-ফিস্টার হতে পারি তাইলে জলি আপুরে নাইক্যা রাখতাম।
আর গাজীসাহেবকে না'হয় ভিলেন রোল দিতাম =p~/sb]

আমি আর কি করব। যা করা আপনাকেই করতে হবে। প্রথমে অ্যাপটার সাহায্যে আপনার জোয়ান টোয়ান হলিউড স্টার মার্কা একটা ছবি তৈরি করুন, তারপর একটা গোছানো পোর্টফোলিও বানিয়ে ব্লগের রেজা ঘটক ও অন্যান্য যারা চলচ্চিত্র নির্মান করেন তাদের সাথে যোগাযোগ করুন। সবচেয়ে বাল হয় অনন্ত জলিলের সাথে যোগাযোগ করলে, সেক্ষেত্রে চলচ্চিত্রের নাম হবে FaceApp - বহুরূপীতার গল্প; তাছাড়া গাজীসাহেবকে ভিলেন হিসাবে পাওয়া অসম্ভব। জানেন নিশ্চয়ই অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিলের কাজ। ;)

১৮ ই জুলাই, ২০১৯ সকাল ১১:৩৯

পবিত্র হোসাইন বলেছেন: ভাইরে আমি বুড়ো-ধুরো মানুষ এত কিছু কি করতে পারবো? এর চেয়ে জলিল ভাই কে ডাকেন =p~

১০| ১৭ ই জুলাই, ২০১৯ রাত ৯:০৯

জিপসিসালেহ বলেছেন: কিছু বানান ভুল আছে (টাইপো)।

১৮ ই জুলাই, ২০১৯ সকাল ১১:৪২

পবিত্র হোসাইন বলেছেন: ওক্কে

১১| ১৭ ই জুলাই, ২০১৯ রাত ৯:৫৭

সুমন কর বলেছেন: বিরক্তিকর সব অ্যাপ......সবাই ফেবুতে ছবি দেবার জন্য এসব ব্যবহার করে।

১৮ ই জুলাই, ২০১৯ সকাল ১১:৪৫

পবিত্র হোসাইন বলেছেন: সবাই নিজেকে ইউনিক প্রমান করতে চায় কিন্তু শেষ পর্যন্ত তা হয়ে উঠে না

১২| ১৮ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৩৮

নীল আকাশ বলেছেন: সেই রকম লিখেছেন। দারুন!!!

১৮ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:১৪

পবিত্র হোসাইন বলেছেন: থ্যাংকু, থ্যাংকু B-)

১৩| ২১ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:১৫

ইসিয়াক বলেছেন: খুব ভালো লেগেছে।
ধন্যবাদ

১৪| ২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলেই ভয়ানক দিন আসছে । কবে আবার কাউয়া সেলফি, বিলাই সেলফি বের হয় কে জানে !

লেখাটা দুর্দান্ত হয়েছে। কেমন আছেন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.