নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছাগির উদ্দিন ভাই, আমাদের মহল্লার একজন জনপ্রিয় ব্যক্তি, বলতে পারেন বাকের ভাই টাইপ। কাজ কর্ম না করলেও তার কাছে কিছু ডিগ্রী আছে, তার ধারণা তিনি যা বুঝেন তা আমাদের মত বাচ্চাদের বোঝার কথা না। একদিন মহল্লার চায়ের দোকানে বসে আছি হঠাৎ ছাগির ভাই এসে বলল কিরে পবিত্র, কেমন আছিস?
-এই তো ভাই, আপনার কি অবস্থা?
-আর বলিস না, আমার কি সময় আছে? অনেক দৌড়ের উপর আছি!
-কেন ভাই? কি হইছে? ইলেকশন করবেন নাকি?
-আরে না, ইলেকশন করবে চা ওয়ালা, আদম ব্যবসায়ী, আমাকে পাবলিক এমনি ভালোবাসে, কত নেতা আমার কোথায় উঠে বসে তুই জানিস?
-তা ঠিক কথা বলেছেন, তাইলে আসল ঘটনা কি?
-আর বলিস না আমেরিকা যাচ্ছি, ছোট মামা এমন করে ধরলো আর না করতে পারলাম না, জোর করে ভিসা পাঠাইয়া দিয়ে বলল এখানে থাকবি অফিসে গিয়ে চা টা খাবি আর মাস গেলে ৫০০০ ডলার নিয়ে বাসায় ফিরবি। হা হা হা!
-বলেন কি? আপনার কপাল তো দেখি রাজ কপাল!
-হা হা হা! বুঝিস না তোর ছাগির ভাই বলে কথা।
আমি মনে মনে যোগফল মিলাই আমাদের জীবনে যেমন অতীত, বর্তমান, ভবিষ্যত আছে তেমন প্রবাসিদের জীবনটা তিন ভাগে বিভক্ত-
১। বিদেশ যাবার আগে ধারনা- বিদেশ গেলে কোটিপতি হয়ে যাব দুবাইয়ের শেখের মেয়েকে বিয়ে করে ট্রাম্প চাচ্চুর সঙ্গে ডিনার করব।
২। বিদেশ যাবার পর- দেশের মানুষ গরীব তাদের জন্য দেশে গিয়ে কিছু করতে হবে, অ্যাপেল ওয়াচে সময় দেখা ছাড়াও নোটিফিকেশন দেখা যায় এটা দেশের মানুষকে বুঝাতে হবে।
৩। দেশে আসার পর- এটা একটা দেশ? এদেশে মানুষ কিভাবে বাস করে? এত গরম? আমারতো এসি মধ্যে জন্ম, এসি ছাড়া বেচে থাকা কিভাবে সম্ভব? কথায় কথায় অন্য দেশের সাথে বাংলাদেশের তুলনা।
ছাগির ভাই সিগারেট ধরাতে ধরাতে বললেন কিরে? কি ভাবছিস?
-না ভাই কিছু না। আপনি বলেন, আপনার কথা শুনতে ভাল লাগে ।
-তারপর তোর ব্লগের কথা বল, কেমন চলে?
-এইতো ভাই চলে মোটামুটি।
ছাগির ভাই মুচকি হেসে বলেন ব্লগ-ফ্লগ বাদ দিয়ে ফেসবুকে একটিভ হ তাইলে দেশে থেকে আমার সাথে ভিডিও কলে কথা বলতে পারবি, হা হা হা !
৬ মাস পর জানতে পারলাম ছাগির ভাই বিদেশে বসে ব্লগার হয়েছেন। দেশপ্রেমিক হওয়ার জন্য ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে ব্লগার হতে হয়েছে। লোভ সামলাতে না পেরে ব্লগে ছাগির ভাইকে দেখতে গেলাম। কিন্তু যা দেখলাম তা দেখার জন্য মোটেও তৈরী ছিলাম না। ছাগির ভাই রাজনীতি, অর্থনীতি নিয়ে লিখেন, বিশিষ্ট রাজনীতি ব্যাক্তিত্বদের গালি দিয়ে সম্মান করেন, দেশের শিক্ষা ব্যবস্থা খারাপ তাই সবাই নকল করে পাস করে। C.N.G চালক, গার্মেন্টস কর্মী কেন নজরুলের কবিতা পড়ে না? মধ্যপ্রাচ্যের শ্রমিকরা সব ইডিয়ট। শুধু তাই না তার লেখায় যারা ভালো মন্তব্য করেন শুধু মাত্র তারা তার লেখার মর্ম বুঝেন অন্য মন্তব্য কারীদের তিনি পঁচা কথা বলে সম্মান করেন। মনে মনে ভাবি কি করা যায় হাজার হোক আমাদের ছাগির ভাই একটু সাপর্ট টাপোর্ট করি যদি একটা আমেরিকান ভিসা পাই।
২৭ শে মে, ২০২০ বিকাল ৪:৪২
পবিত্র হোসাইন বলেছেন: ভালো থাকুক।
২| ২৭ শে মে, ২০২০ বিকাল ৩:২৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
উনার নিট এবং লিংক দেন।
উনার পোস্ট পড়তে মন চাচ্ছে।
২৭ শে মে, ২০২০ বিকাল ৪:৪৩
পবিত্র হোসাইন বলেছেন: নাম বললে চাকরি থাকবে না
৩| ২৭ শে মে, ২০২০ বিকাল ৪:৫২
চাঁদগাজী বলেছেন:
ট্রাক্টরের চাকার নীচে পড়েছিলেন?
২৭ শে মে, ২০২০ বিকাল ৫:৪২
পবিত্র হোসাইন বলেছেন:
চাঁদগাজী বলেছেন: ট্রাক্টরের চাকার নীচে পড়েছিলেন?
-না ভাই ! ট্রাক্টরের দূষিত শব্দ থেকে কিছুদিন নিজের কানকে স্বস্তি দিয়েছিলাম। শুধু পড়েছি লিখতে মন চাইনি।
৪| ২৭ শে মে, ২০২০ বিকাল ৪:৫৪
বিজয় নিশান ৯০ বলেছেন: চাঁদগাজি মনে হচ্ছে
২৭ শে মে, ২০২০ বিকাল ৫:৪৭
পবিত্র হোসাইন বলেছেন: ছিঃ ছিঃ এসব বলবেন না !
৫| ২৭ শে মে, ২০২০ বিকাল ৫:১০
সুপারডুপার বলেছেন:
আর বলিস না আমেরিকা যাচ্ছি, ছোট মামা এমন করে ধরলো আর না করতে পারলাম না, জোর করে ভিসা পাঠাইয়া দিয়ে বলল এখানে থাকবি অফিসে গিয়ে চা টা খাবি আর মাস গেলে ৫০০০ ডলার নিয়ে বাসায় ফিরবি।
- বলেন কী ! আলাদীনের ঘুষের চেরাগ কী দ্যাশের সরকারী চাকরি থেইক্যা ডোনালডো ট্র্যাম্পুর দ্যাশে চইল্যা গেছে !
২৭ শে মে, ২০২০ বিকাল ৫:৪৬
পবিত্র হোসাইন বলেছেন: আমার কি দোষ বলেন, মানুষ যা বলে আমি তাই বিশ্বাস করি।
৬| ২৭ শে মে, ২০২০ বিকাল ৫:৫১
পদাতিক চৌধুরি বলেছেন: বেশ মজা পেলাম। তবে এই ভাইকে কেন জানি মনে হচ্ছে একটু চেনা চেনা লাগছে। আমার ব্যক্তিগত অভিমত নিরপেক্ষ হলে আরও উপভোগ্য হতো।
২৭ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:০৫
পবিত্র হোসাইন বলেছেন: দাদা উপভোগ করুন
৭| ২৭ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৫০
নেওয়াজ আলি বলেছেন: ছাগির ভাই জিন্দাবাদ! তবে করোনায় পুরা দুনিয়ার অর্থনৈতিক অবস্থা খারাপ। তাই মন্ত্রী বলে প্রবাসী ফেরত গেলে চুরি চামারি বেড়ে যাবে। তাই দোয়া করি ছাগির যেন ঠিকে থাকে।
২৮ শে মে, ২০২০ সকাল ৯:৫৭
পবিত্র হোসাইন বলেছেন: হা হা হা!
সেইরাম বলেছেন।
৮| ২৭ শে মে, ২০২০ রাত ৮:১৬
সাইন বোর্ড বলেছেন: আপনি তো ছাগির মিয়াকে আরো ঠেইলা উপরে উঠায় দিলেন, যাকে বলে মাগনা পাবলিসিটি ।
২৮ শে মে, ২০২০ সকাল ৯:৫৯
পবিত্র হোসাইন বলেছেন: কথা যুক্তিযুক্ত
একমত !
৯| ০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনি হুদাই ছাগির ভাইরে দুষ দিলেন!
হেতের কি দুষ.. হেতে তো শিখচে জাহাঙ্গির ভাইয়ের কাছ থন খুব কেয়াল কইরা
০৪ ঠা জুন, ২০২০ সকাল ৯:৪০
পবিত্র হোসাইন বলেছেন: অনেক গভীরে চলে গেলেন দাদা
১০| ০৩ রা জুন, ২০২০ রাত ১:৩২
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: মজার ব্যাপার জানেন কিনা। masochist বলব না,
তবেই সগীর ভাই /ডোডোপাজিরা কিন্তু পরম আগ্রহে এই পোস্ট বুকমারর্ক করে প্রিয়তে নেয় (নিজেদের বাশ দেয়া হলেও তাদের আপত্তি থাকে না। ) এবং সপ্তাহান্তে পাড়ার দাওয়াতে গিয়ে সোফার কোনায় বসে লোকজনকে ব্লগ খুলে দেখায়।
০৪ ঠা জুন, ২০২০ সকাল ৯:৪৪
পবিত্র হোসাইন বলেছেন:
হা হা হা !!! masochist ? অনেক শক্ত কথা !
এ কাইন্ড অফ ফ্যান্টাসি বলতে পারেন
১১| ২৪ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:১৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: সিভিলের ছেলে আর্মিতে গেলে আর্মি ছাড়া সবাই হোল ব্লা .... সিভিলিয়ান। একইভাবে বিদেশে একবার উড়াল দিতে পারলে অনেকেই দার্শনিক হয়ে যান (আমার মত
১২| ২৪ শে জুন, ২০২০ রাত ৮:৩৮
টারজান০০০০৭ বলেছেন: ছবিটা দেইখ্যা -----
চেনা চেনা লাগে , তবু অচেনা !
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনি হুদাই ছাগির ভাইরে দুষ দিলেন!
হেতের কি দুষ.. হেতে তো শিখচে জাহাঙ্গির ভাইয়ের কাছ থন খুব কেয়াল কইরা
জয় ছাগীর ভাই কমু , নাকি ছাগীর ভাই জিন্দাবাদ কমু, নাকি কমরেড ছাগীর ভাই কমু তাই ভাবতাছি !
১৩| ০১ লা অক্টোবর, ২০২২ দুপুর ২:৩৬
গেঁয়ো ভূত বলেছেন:
চমৎকার ! ছগির ভাই পোস্ট এ কমেন্ট করছেন কি?
০১ লা অক্টোবর, ২০২২ দুপুর ২:৪৪
পবিত্র হোসাইন বলেছেন: ধন্যবাদ। করছি।
এই যে মাত্র আপনার কমেন্ট পেলাম।
অন্যান্য পোস্ট পড়ার আমন্ত্রণ রইলো
©somewhere in net ltd.
১| ২৭ শে মে, ২০২০ বিকাল ৩:১৪
রাজীব নুর বলেছেন: ছাগির ভাই ভালো থাকুক।