![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা কোন পর্যায়ে যেয়ে থামব? আর কত নীচে নামার বাকী আমাদের? বিশ্বের অন্যান্য দেশ যখন সামনে এগিয়ে যাচ্ছে তখন আমরা ক্রমাগত পেছনে হাঁটছি। প্রতিদিন সংবাদপত্র খুলি এই আশা নিয়ে যে আজ বুঝি কোন ভাল খবর পাব, সমঝোতা হবে। কোথায় কি? দিন-দিন আরো খারাপ খবর ছাপানো হচ্ছে।
বিডিআর বিদ্রোহে নিহত মা-বাবা হারা সেনা-বিডিআর সদস্যের সন্তানদের কান্না কি আপনাকে স্পর্শ করে? দক্ষিণবঙ্গের দীর্ঘ দিনের স্বপ্ন একটি সেতু গায়েব হয়ে যায় একজন দেশপ্রেমিক (!) মন্ত্রীর জন্য। শেয়ারবাজারে নি:স্ব হয়ে কতজন আত্মহত্যা করতে বাধ্য হয়েছে কয়জন আমরা সেই খবর রাখি! হাজার-হাজার কোটি টাকা ব্যাংক লুটের পর আমাদের শুনতে হয় এটা এমন বেশি কিছু না! লুটেরাদের একজন আবার সসম্মানে জামিনে মুক্তিও পান! দেশের সমস্ত বন্দর-করিডোর বিনা শুল্কে প্রতিবেশীকে ব্যবহার করতে দিয়ে বিনিময়ে জুটে একের পর এক সীমান্ত হত্যা! আপনিই বাংলাদেশ! আপনার কাঁধে ফেলানীর লাশের বোঝা ঝুলে আছে, টের পান না! অবশ্য বন্দর ব্যবহারের বিনিময়ে শুল্ক চাওয়া অসভ্যতা! ঋণ শোধ করতে হবে না! আপনার বাড়ী নিয়ে চুক্তি হয়েছে আপনার জানার কোন দরকার নেই সেখানে কি আছে। দেশ নিয়ে আপনাকে ভাবতে হলে উনারা কেন আছেন! দেশের চিন্তায় উনাদের ঘুম হয় না! আপনারা শান্তিতে ঘুমাতে চান কেন? পদ্মা শেষ! এবার ব্রহ্মপূত্র দরকার! যেদেশে টিপাইমুখ বাঁধ হবে সেখানকার মানবাধিকার কর্মীরা এর প্রতিবাদ করছে, অথচ নিজ দেশের ভাইয়েরা সরেজমিনে ভিজিট করে এসে সেখানে আমাদের ক্ষতি হবার মত কিছুই দেখেন না!
অনলাইনে আপনার ধর্ম, রসুল, কোরআন-হাদীস নিয়ে ক্রমাগত কুৎসা, মিথ্যা প্ররোচনা চলছেই। খবরদার আপনি কিছু বলতে পারবেন না! বাকস্বাধীনতা বিঘ্নিত হবে! পেপারে দেখে ঢাবির এক শিক্ষকের সন্তানের তত্ত্বাবধানে গঠিত এক ওয়েবসাইটে এধরনের ভয়াবহ লেখা দেখে আঁতকে উঠি আর ভাবি এই ধর্মটা কি শুধু আমার একার? আর কারো নয়? আইটি বিশেষঙ্গদের ধর্ম কি আলাদা! আমি একজন অতি মডারেট, নগন্য সাধারণ মুসলিম হয়ে যদি আমার মনে প্রশ্ন জাগে এসব কি হচ্ছে? তবে তাদের মনে নয় কেন!
সুন্দরবনকে অসুন্দর করার প্রচেষ্টা অব্যাহত! প্রকাশ্যে রাস্তায় পিটিয়ে, কুপিয়ে মানুষ হত্যা করতে দেখেছেন? খবরদার আপনি কিছু বলতে পারবেন না! বাপের বয়সী শিক্ষককে টেনে-হিঁচরে নিয়ে যেতে দেখেছেন? মনে-মনে সোনার ছেলেদের ডায়মন্ডে পরিবর্তিত হতে দেখে পুলকিত হোন! পত্রিকায় পড়তে ভাল লাগে এদেশে কারো ক্ষমতার কোন লোভই নেই! শুধু ক্ষমতা ছাড়তেই আমাদের যত কষ্ট! মানুষ মরছে? তাতে কি, এদেশে জন্মেছে ঋণ শোধ করতে হবে না?
দেশের অভ্যন্তরীন বিষয়ে প্রকাশ্যে আর কখনও এভাবে কেউ মন্তব্য করার সাহস পেয়েছে দেখি নাই! তাতে কি, উনারা আমাদের পরম বন্ধু! সিকিমের ইতিহাসটা কি দয়া করে একটু পড়ে দেখবেন!
আমাদের অনুভূতি ভোঁতা হয়ে গেছে। ক্ষমতায় যাওয়া আর ক্ষমতায় থাকার সিঁড়ি হিসাবে আর কত রক্ত ঝরলে আমরা জ্ঞান ফিরে পাব?
২| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪১
পদ্মা_েমঘনা বলেছেন: ধন্যবাদ পাঠক১৯৭১। দেশে আমরা আপনার অপেক্ষায় থাকলাম
©somewhere in net ltd.
১|
৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২০
পাঠক১৯৭১ বলেছেন: যেদিন আমি নিউইয়র্ক থেকে ফিরব, আপনি আর আমি মানুষের জন্য কাজ করবো: মানুষকে বিনা পয়সায় পড়াবো, চাকুরী দেবো, থাকার মতো ঘর দেবো, চিকিৎসা দেবো, সেদিন জাতি শান্তির মুখ দেখবে।