![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের সার্কভূক্ত প্রতিবেশী দেশ শ্রীলংকা। ছোটবেলায় ভূগোল পড়ার সময় দেখেছি, তখনই তাদের শিক্ষার হার ৯০% এর উপরে। এখন নিশ্চয়ই আরো অনেক বেড়েছে। উন্নয়নের বিভিন্ন সূচকে এদেশের অবস্থান খেয়াল করুন।বলা হয় যদি এদেশের তামিল বিচ্ছিন্নতাবাদী সমস্যা না থাকত তবে দেশটি আজ সিঙ্গাপুরের পর্যায়ে থাকত। বছরের পর বছর এদেশটি তামিল সমস্যায় জর্জরিত ছিল। তামিলদের স্বাধীনতা সংগ্রামে দেশটি পিছিয়ে গেছে।এই সমস্যাটার পিছনে কাদের ইন্ধন ছিল সবাই জানে। দেশপ্রেমিক সরকার যারা শক্ত হতে গিয়েছে হয় প্রাণ দিয়েছে (প্রেমাদাসা), অথবা জুলিয়াস জয়বর্ধনের মত সেদেশে ভারতের সৈন্য ঢুকিয়ে জনগণের নিন্দা কুড়িয়েছে। কিন্তু শেষ পর্যন্ত তারা রাজাপাক্ষের মত একজনকে পেয়েছে যিনি শক্তহাতে প্রতিবেশী দেশটির রক্তচক্ষু উপেক্ষা করে সফলভাবে পুরো বিদ্রোহকে দমন করেছেন। তিনি মানবাধিকার লংঘন করেছিলেন কিনা সেটা ভিন্ন প্রসংগ। ভবিষ্যত শ্রীলংকার ইতিহাসে রাজাপাক্ষের আলাদা অবস্থান থাকবে সে নিয়ে কোন সন্দেহ নাই।
এবার ক্রিকেটে আসি। একসময় যে দলটি খেলতে নামলে আগেই সবাই হিসাব করত কত বড় ব্যবধানে হারবে! আজ তারা শুধু বিশ্বকাপই জিতে নাই, বিশ্ব ক্রিকেটে আজ পরীক্ষিত পরাশক্তি। ক্রিকেট থেকে শুরু করে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহের সফল সমাপ্তি এবং উন্নয়নের বিভিন্ন সূচকে অগ্রগামীতা ! খেয়াল করেছেন? আর আমাদের কি অবস্থা!!
পদলেহন করে বিশ্বে কোন জাতি উন্নতি করতে পেরেছে বলে আমার জানা নেই।
শেষ কথা ও কিছু প্রশ্ন:
* পদ্মা আজ পানিশূন্য (পানি চুক্তি অবশ্য বহাল আছে এবং যে চুক্তির জন্য একসময় নুবেল আশা করা হচ্ছিল!!!)।
* টিপাইমুখ বাঁধের কি অবস্থা কেউ জানে না। সব চুপচাপ। যেদেশে এই বাঁধ হবে তারা এর বিরুদ্ধে উচ্চকন্ঠ হলেও আমাদের নিজ দেশেই এর পক্ষে সাফাইয়ের অভাব নেই।
* ট্রানজিটের বিনিময়ে শল্ক চাওয়া নাকি অসভ্যতা।
* সুন্দরবন ধ্বংসের প্রক্রিয়া শুরু।
* ঢাক-ঢোল পেটানো তিস্তা চুক্তির কোন খবর নেই।
* ছিটমহল বাসীর দুর্দশার আজও কোন নিষ্পত্তি হল না।
* সীমান্তে মানুষ হত্যা চলছে অবাধে।
* বাংলাদেশ-ভারত চুক্তিতে কি আছে জনগণ কোনদিন হয়ত জানবে, যখন কিছুই করার থাকবে না।
মাহাথির না হোক, আমরা কি একজন রাজাপাক্ষের মত নেতা আশা করতে পারি না? যার কাছে দেশের স্বাধীনতা, আত্মনিয়ন্ত্রণ, আত্মমর্যাদাই হবে সবার উপরে। কবে পাব তাকে আমরা বলতে পারেন?
১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৩
পদ্মা_েমঘনা বলেছেন: কন কি ভাইজান?
জয় চেতনা!!!!!!!!!!!!
২| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২০
তিক্তভাষী বলেছেন: আইএসআই গুপ্তচর ঢাকায় আটক! ঢাকা বিমানবন্দরে ছয় ফুট উচ্চতার মানুষটিকে আটক হতে দেখে 'র' এর এজেন্টরা তৎপর হয়ে ওঠেন। এরপর গুপ্তচরবৃত্তির কৌশলী খেলায় কোনও ধরনের চিহ্ন না রেখে ওয়াকাসকে ভারতে নিয়ে যায় 'র' এজেন্টরা।
১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৩
পদ্মা_েমঘনা বলেছেন: ??????????????
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৪
কালাভীমরুল বলেছেন: চেতনাই সব জায়েয।