নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Adorsho lipi

পদ্মা_েমঘনা

খুব সাধারণ একজন মানুষ।

পদ্মা_েমঘনা › বিস্তারিত পোস্টঃ

একজন ব্যক্তি পিয়াস করিমের জনপ্রিয়তা ও অপপ্রচার

১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৮

অনেকদিন থেকেই দেখছি ব্লগে কয়েকজন নিয়মিতভাবে ভিন্নমতের বিশিষ্ট ব্যক্তিবর্গের বিরুদ্ধে অশ্লীল আক্রমন করেই চলেছে। লেখার ধরণ দেখলেই চেনা যায় পেইড ফরমায়েসি লেখাগুলোকে। আক্রমনের ক্ষেত্রে সহজ অস্ত্র রাজাকার, স্বাধীনতা বিরোধী, ইত্যাদি। কোন যুক্তি, বাস্তবতার প্রয়োজন নেই। মিথ্যা তথ্য, আর আবেগই এদের সম্বল! তাও জীবিতদের বিরুদ্ধে অপপ্রচার মানা গেল, কিন্তু যিনি মারা গেছেন, যার প্রতিবাদের কোন সুযোগ নেই তাকে মিথ্যা উপাধি প্রদান, অপপ্রচার কতটুকু গ্রহনযোগ্য?
গত কয়েকদিন ধরেই দেখলাম পিয়াস করিমকে নিয়ে কি জঘন্য মিথ্যাচার! ওনার বাবা,দাদা, চৌদ্দগুষ্টি কিভাবে রাজাকারী করেছে তার কি চমৎকার বর্ণনা! পিয়াস করিমের অপরাধ উনি সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলে গেছেন বার-বার। আমেরিকান ইউনিভার্সিটির দীর্ঘ অধ্যপনা ছেড়ে দেশকে ভালবেসে দেশে ফেরার কি চমৎকার প্রতিদানই না আমরা দিলাম!!!
নিচের লিংকের লেখাটা এখনও না পড়ে থাকলে পড়ুন।
”মুক্তিযুদ্ধের স্বপক্ষে বৈঠক করায় পিয়াসকে ধরে নিয়ে যায় পাকিস্তান হানাদার বাহিনী’: আইনমন্ত্রী”
http://www.amadershomoys.com/newsite/2014/10/18/126540.htm#.VEKekWftCJU
এবার এই জানোয়ারেরা কি যুক্তি দিবে? আইনমন্ত্রীও রাজাকার! যে জানোয়ারেরা এই সমস্ত অপপ্রচার চালিয়ে যাচ্ছে, আমি নিশ্চিত করে বলতে পারি এরাই আসল রাজাকারের জারজ সন্তান! একজন পিয়াস করিম কতটা শক্তিশালী ছিলেন আজ তা আরো বেশি করে প্রমাণিত হল এদের ইতরামির মাধ্যমে।
ফরিদপুরের বিখ্যাত (!) ব্যক্তির সাথে আত্নীয়তা করার সময় এদের চেতনা জাগে না, জামালপুরের বিখ্যাত রাজাকার আওয়ামী টিকিটে সংসদে ঢোকার সময় এদের কোন কার্যক্রম দেখেছিলেন? মুসা বিন শমসের কেবল বিটিভিতে গিয়েছে! অপেক্ষা করুন কোনদিন স্বাধীনতা পদক পায় দেখার জন্য! অসুবিধা নাই সেদিন মুসাকে অভিনন্দন জানিয়ে এদের লেখা দেখতে পাবেন!!!
চারিদিকে অন্ধকারের মাঝে পিয়াস করিম ছিলেন এক উজ্জল নক্ষত্র। ওনার রুহের মাগফেরাত কামনা করছি।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫১

খেলাঘর বলেছেন:


পিয়াস করিম বেকুবদের জন্য বুদ্ধিমান ছিলেন।

১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০৫

পদ্মা_েমঘনা বলেছেন: পুরোটা পড়ার পরও যারা কে বেকুব সেটা বুঝতে পারে না, তখন তাদের জন্য করুনা ছাড়া আর কিছু অবশিষ্ট থাকে না :)

২| ১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪০

চলতি নিয়ম বলেছেন: ওহে জনাব, আপনার নামের মধ্যে গোল্লা গোল্লা কেন ? সুন্দর ভাষার ব্যবহার বোধ করি আপনার পারিবারিক ঐতিহ্য।

এইবার নীচের নিউজ টা পড়ে বলুনতো লাশ নিয়ে রাজনীতি কারা শুরু করলো ?
Piash’s family: Shaheed Minar was not our choice

১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৭

পদ্মা_েমঘনা বলেছেন: রসগোল্লা খুব পছন্দ তো তাই মনে হয় চলে এসেছে!!!
একদম ঠিক ধরেছেন এই ব্লগে যখন বস্তির অশ্লীল শব্দ ব্যবহার করে পোষ্ট দেখি, তখনও ঐ পর্যায়ে নামতে পারি না। তবে আপনার সাথে একমত, যাকে-তাকে পশুর সাথে তুলনা করে পশুকে অপমান করার কোন রাইট আমার নাই।
লিংক আমাকে দেওয়ার কোন প্রয়োজন নাই (যদিও কিছুই আসে না), কোন ট্যাবলয়েডে নাকি ছাপা হয়েছে ঐ রাতে পিয়াস করিম ভায়াগ্রা খাওয়াতেই যত বিপত্তি! এসব নিজেরা দেখুন এবং চরম পুলক অনুভব করুন!!! ইতিহাস নির্ধারণ করবে কার অবস্থান কোথায়।

৩| ১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৮

যোগী বলেছেন:
বেচেঁ থাকতে শহীদ মিনারে যেতে পিয়াস করিমের কি পরিমানে খায়েস ছিল জানতে চাই।

১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৮

পদ্মা_েমঘনা বলেছেন: ছিপি গ্যাংরে জিগান তাদের কাছে তইথ্য আছে!!!

৪| ১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৬

জামান শেখ বলেছেন: কিছু ব্লগারদের জন্য নিজেকে ব্লগার পরিচয় দিতে খুব লজ্জা করে (যদিও আমি ভালো লেখক নই) যারা না জেনে পিয়াস করিম সম্পর্কে কুরুচিপুর্ন কথা বলেছেন। একজন অতি পাপী লোককেও মরার পরে মানবিক কারনে গালাগালি করা ঠিক নয়। আর পিয়াস করিম সাহেব মরার পরে যা পেলেন ওই সমস্ত পাপীদের কাছে থেকে। ছি! ধিক্কার জানাই।

পিয়াস করিম সম্পর্কে জানুন। ক্লিক লিঙ্ক

১৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২১

পদ্মা_েমঘনা বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। উপরের কমেন্টগুলি দেখেন। আইনমন্ত্রীর ওরকম বিবৃতি দানের পরও এদের কি কোন পরিবর্তণ হয়েছে! মত পছন্দ না হলেই গালাগালি এদের অভ্যাসে পরিণত হয়েছে। একজন/দুজন পিয়াস করিম আছে বলেই বাংলাদেশে এখনও এরা যা ইচ্ছা তা করতে পারছে না। এটাই এদের মূল যন্ত্রনা!

৫| ২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৪৫

চলতি নিয়ম বলেছেন: পিয়াস করিম আর আইন মন্ত্রীর কথা মিলিয়ে দেখুন।

আবার বলবেন না যে ফটোশপ করা =p~

২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩০

পদ্মা_েমঘনা বলেছেন: ভাই, আমি আপনাকে আগেই বলেছি এসব আপনারা দেখেন এবং পরমানন্দ অনুভব করেন কোন সমস্যা নেই! পারলে ভায়াগ্রা সংক্রান্ত নিউজটা খুঁজে বের করেন, পড়ে মজা পাবেন!!!
মত পছন্দ না হলেই তার আমাকে তার ছিদ্র খুঁজে বের করতে হবে আপনাকে কে বলল!

৬| ২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:২৪

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: মৃত ব্যক্তিদের নিয়ে কথা কেন বলা যাবেনা যদি তারা জীবিত অবস্থায় খারাপ কাজ করে থাকে?

ফেরাউনকে নিয়ে এখনো কথা হয়, নবীজির চাচা আবু জেহেলকে নিয়ে কথা হয়, মিরজাফর নিয়ে কথা হয়। সুতরাং মৃত ব্যক্তি নিয়ে কথা বলায় কোন দোষ নেই যদি তারা মন্দ কাজে জড়িত থাকে,

আপনি জারজ কিভাবে বলেন মানুষকে?একটু ব্যখ্যা দিনতো? জারজ মানে কি জানেনা?

২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৬

পদ্মা_েমঘনা বলেছেন: কে ভাল কাজ করছে, আর কে খারাপ কাজ করছে সেটা আগে অনুধাবন করার চেষ্টা করেন তাহলেই মঙ্গল! লেখাটা আবার পড়ে দেখেন তাহলেই মর্ম বুঝতে পারবেন বলে আশা রাখি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.