![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক বিদেশী পর্যটক ট্যুরে এসে বাঙ্গালীকে জিজ্ঞাসা করলো, " ভারতের সাথে তোমাদের লেনদেনের সম্পর্ক কেমন? "
বাঙ্গালী বলল, "অসাধারন সম্পর্ক।"
পর্যটক - "একটু বুঝিয়ে বলুন, প্লিজ।"
বাঙ্গালী - " এই ধরুন, মাঝে মধ্যে ভারত কয়েকজন মন্ত্রী আর কুটনৈতিক পাঠায় আমাদের সাথে চুক্তি করে। আর আমরা সেই চুক্তি মোতাবেক উৎপাদন করি। "
পর্যটক - " ওহ আচ্ছা, সেই উৎপাদিত পন্যের জন্য আপনারা টাকা পান। "
বাঙ্গালী - " না না, ঐ উৎপাদিত পন্য দাদাবাবুরা নিয়ে যায়, এবং আমেরিকার কাছে বিক্রি করে। "
পর্যটক - " তারপর? "
বাঙ্গালী - তারপর আমেরিকানরা যা লাভ করে সেই টাকায় আরবদের কাছ থেকে তেল কিনে।
পর্যটক - আর আরব'রা কি করে?
বাঙ্গালী - আরব'রা তেল বেচা টাকায় ভারতে কাছ থেকে চাল ডাল কিনে।
পর্যটক - ওহহ বুঝেছি, তারপর ভারত আপনাদেরকে টাকা দেয়।
বাঙ্গালী - আরে না ওরা টাকা দিতে যাবে কেন? প্রথমেই তো বলেছি, ওরা কয়েকজন মন্ত্রী, কুটনৈতিক পাঠায় নতুন চুক্তি করার জন্য।
#
গতকাল রাষ্ট্রায়ত্ত তেল পরিশোধন কোম্পানি ইস্টার্ন রিফাইনারি'র ৭৫% কতৃত্ব ছেড়ে দিয়েছে ভারতের হাতে। যা প্রায় ৯ হাজার কোটি টাকার মামলা।
এতে লাভ কি হবে?
আরে মিয়া লাভের হিসাব চুলোয় যাক, ক্ষতি কি কি হবে সেটা হিসাব করেন।
এই চুক্তির ফলে তেল নির্ভর কারখানা গুলোর উৎপাদন খরচ বেড়ে যাবে দ্বিগুণ।
কোন টিভি চ্যানেল, কোন পত্রিকা এর প্রতিবাদ করেছে? - ঘন্টা করেছে।
#
বলা হয়েছিল ট্রানজিট দিলে বাংলাদেশ মালয়েশিয়া হয়ে যাবে। কোটি কোটি ডলার শুল্ক আদায় হবে।
যখন ট্রানজিট দেওয়া হলো দাদাবাবু শুল্ক দিয়েছি নাকি? - ঘন্টা দিয়েছে।
ওহ হ্যা, শুভেচ্ছা স্বরুপ প্রতিটি মালবাহী গাড়ির জন্য ১ রুপী দিচ্ছে।
( কোটি কোটি ডলার শুল্ক ভোগে গেছে )
ট্রানজিটের রাস্তা বানানো নিয়েও হয়েছিল মহা ড্রামা।
#
হাসিনা রাস্তা বানানোর জন্য ভারতের কাছ থেকে ঋন নিলো একশ কোটি ডলার। রাস্তা বানানোর জন্য স্টাফ পদমর্যাদার সবাই আসলো ইন্ডিয়া থেকে। তাদের বেতন ও দিলো বাংলাদেশ।
কার জন্য রাস্তা? ভারতের জন্য।
কে দিল ঋন? ভারত দিলো।
কে পরিশোধ করবে? বাংলাদেশ।
কি আজব ঘন্টা মার্কা ম্যাথম্যাটিকস!!!
#
তামাবিলে জয়েন্ট ভার্চু নাম দিয়ে ৫০ একর জমি দিয়ে দেওয়া হলো ভারতকে।
এই নির্দিষ্ট জমিতে তারা কি করছে না করছে তা হাসিনা ঘন্টা জানেন।
হয়তো এই জমিতেই ভারতীয় গোয়েন্দারা হেডকোয়াটার বানিয়ে নিয়েছে।
আল্লাহ মালুম।
#
সুন্দরবনে সম্প্রতি ১৫ বার অগ্নিকান্ড ঘটেছে। সরকার বলছে, এগুলো স্রেফ দুর্ঘটনা।
এগুলো দুর্ঘটনা নাকি আসল ঘটনা, তা মানুষ ভাল করেই জানে।
রামপালে কয়লা বিদ্যুৎ হলে কারা লাভবান হবে আর কারা পু** খাবে, তাও বাংলার মানুষ বুঝে।
#
বেনাপোল এখন কারা চালাচ্ছে?
মংলা কাদের নিয়ন্ত্রনে?
বাংলার প্রাণ চট্টগ্রাম বন্দরে কারা জুড়ে বসেছে?
সবখানেই দাদাদের দাদাগিরি চলছে। এবং সব বৈধ। কারন, হাসিনা এদেরকে চুক্তি করে এনেছে।
#
কথা চলছে, কুমিল্লা নদীতে সেতু বানাবে বাংলাদেশ ।
কেন বানাবে এই সেতু?
কারন নদীর ওপারে দাদার বাড়ী।
সেতু তো বানাতেই হবে। উনারা চট্টগ্রাম বন্দরে মাল খালাস করবেন, তারপর সেই মাল সোজা পথে কুমিল্লা সেতু দিয়ে ওপারে। তাই সেতু হলে উনাদের কষ্ট একটু কম হয় আরকি।
বাংলাদেশের ভাগ্যে - সেই ঘন্টা।
#
রিজার্ভের টাকায় ওম দিচ্ছিলেন রাখাল ভাই। এত বিশাল অংকের টাক (ছিল)। অলস টাকা।
হাসিনা ভাবলেন, বেকার এত টাকা ফেলে রেখে কি লাভ। তার চেয়ে এই টাকা দিয়ে দাদা ভাইকে খুশি করে দেই।
সেই টাকা বাংলাদেশ ব্যাংক টু আমেরিকা টু ফিলিপিন টু দিল্লী।
বলা হচ্ছে তিন মাসে পুরো টাকা ফেরত পাবে বাংলাদেশ । - ঘন্টা পাবে।
#
৫৩ টি ভারতীয় চ্যানেল চলে বাংলাদেশে। বাংলার নিজস্ব সংস্কৃতি বলতে আজ কিছুই নেই।
বাংলাদেশী কয় চ্যানেল ভারতে চলে? -ঘন্টা চলে।
#
বিডিআর বিদ্রোহ নামে হাজার হাজার জোয়ানের বিচার করছে হাসিনা। অথচ এসব জোয়ানরা বিদ্রোহের সামনে ছিল না, পিছনে ছিল।
বিদ্রোহের সময় টিভি ফুটেজে যাদের চেহেরা ধরা পড়েছে, তারা বাঙ্গালী নাকি ভারতী তা এখন আর লুকোচুরি করার কিছু নেই।
বিদ্রোহের আগে এবং বিদ্রোহের সময় পিলখানায় ভ্যান ভর্তি উর্দি পরা কারা ঢুকেছিল? তারা বিএসএফ নাকি 'র' ছিল সেই প্রশ্ন করে এখন ঘন্টা হবে।
কারন, এই ঘটনার পর সেনা, বিমান, নৌ, বিডিআর, পুলিশ সহ সব বাহিনী পঙ্গু হয়ে গেছে।
#
যমুনা টিভির রিপোর্টে সেদিন দেখলাম, গন হারে ইন্ডিয়ান নাগরিক পুলিশে ভর্তি হচ্চে। তারা বাংলাও বলতে পারেনা।
এসব পুলিশ দিয়ে বাংলাদেশের নিরাপত্তা ঘন্টা হবে।
#
আরো কত শত ক্ষেত্রে দাদারা নিয়েই যাচ্ছে, তার খবর কি আর আমার মত আবালরা রাখে।
২০০১ নির্বাচনে হেরে সৈয়দ আশরাফ বলেছিলেন - "তেল গ্যাস দেইনি, তবুও মানুষ আমাদের ভোট দিলোনা। "
একথার অর্থ হলো - সেই সময় আওয়ামীলীগের কাছে ভারতে অফার ছিল তেল গ্যাস দিলে ক্ষমতায় থাকতে পারবে।
কিন্তু তারা মনে করেছিল, এমনিতেই নির্বাচন জিতে যাবে।
এবার আর সেই ভুল করেনি তারা। সব দিয়েছি। দিচ্ছি। দিয়েই যাব।
"আহমাদ মোস্তাফা"-এর ফেসবুক পেজ থেকে।
২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১১
পদ্মা_েমঘনা বলেছেন: না চাইতেই যখন সব পায়, তখন পুরোটা নিয়ে বোঝা বাড়িয়ে দরকার কি!
২| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫১
রোষানল বলেছেন: দারুন বলেছেন
২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৩
পদ্মা_েমঘনা বলেছেন: আমি বলি নাই, একজন বলেছে আমি শেয়ার করেছি মাত্র! মিলিয়ে দেখেন মেলে কি-না!
৩| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৬
আরব বেদুঈন বলেছেন: ভাই আপনার নিউজ টা পড়ে আবার মেজাজ টা খারাপ হয়ে গেল গত কয়েক দিন ধরে এই নিয়ে মেজেজ সপ্তমে।ইচ্ছে করছে এই নিষ্ঠুর শাসকদের হত্যা করি।
২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৪
পদ্মা_েমঘনা বলেছেন: মেজাজ খারাপ করে কোন লাভ নাই! রেগে গেলেন তো হেরে গেলেন-শোনেন নাই?
৪| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৪
সবুজ সাথী বলেছেন: আসেন আমরা বসে বসে ইনডিয়ান চালের মুড়ি খাই আর ইনডিয়ান সিরিয়াল দেখি।
২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৫
পদ্মা_েমঘনা বলেছেন: আমাদের কবে হুশ হবে?
৫| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪১
গেম চেঞ্জার বলেছেন: তথ্যের অথেনটিসিটি কী??
২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২১
পদ্মা_েমঘনা বলেছেন: চোখ-কান খোলা রাখেন, ফিল্টারিং-এর পরও যে খবর পাওয়া যায় সেগুলো ফলো করেন। যমুনা টিভিতে যে নিউজটা এসেছে (পুলিশে ভারতীয় নিয়োগ সংক্রান্ত) সেটার প্রমাণ বোধকরি তারা নিজেরাও দিতে পারবে না (বা সরাসরি বলবে না)। কিছু জিনিষ মিলিয়ে নিলে বোঝা যায় আসল কোনটা! ধন্যবাদ!
৬| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০০
ঢাকাবাসী বলেছেন: যা বলেছেন তার কুড়ি পার্সেন্ট টিক হলে তো সরা্বোনাশ! অবশ্য কিছুই করার নেই!
২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৩
পদ্মা_েমঘনা বলেছেন: আমি কিছুই বলি নাই। একজন বলেছে, আমি শেয়ার করেছি মাত্র! মিলিয়ে দেখেন মেলে কি-না! ধন্যবাদ।
৭| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৪
নতুন বাঙ্গাল বলেছেন: ভালো বলছেন। বাট আমাদের সম্যসা হল আমরা এখানে ব্লগর, ব্লগর করে সন্ধ্যা হইলেই আই পি এল নিয়ে বিজি হয়ে যাই।
২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৬
পদ্মা_েমঘনা বলেছেন: ধন্যবাদ। আইপিএল ভারতীয়দেরও একটা সমস্যা! তাদের দেশের মূল সমস্যাগুলিকে আড়াল করতে এই আইপিএল, বলিউড আর ইন্ডিয়ান সিরিয়ালগুলির তুলনা নাই!
৮| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২৯
কামের কথা কন!! বলেছেন: পোস্টে প্লাস, লিখতে থাকেন ভাই। পরিবর্তন হবেই ইতিহাস ফিরে ফিরে আসে। আওয়ামী গং রা "র" কে নিয়ে সেই রকম নাচা নাচতেছে। বাট এভরি থিং হ্যাজ এ বিগিনিং অ্যান্ড হ্যাজ এন এন্ড। সো ৭১ এর হয়ত আর একটা উত্থান হবে কিন্তু তত দিন এ হয়তবা বর্তমান সময়ের মীরজাফর রা গা ঢাকা দিতে সক্ষম হবে। কারন এই বর্তমান সময়ের রাজাকার দের ধরা একটু টাফ ই হবে।
বাস্তব উদাহরণ//
একজন সচিব কি করে MH2 পারমিশন পায় (১ কুটি টাকা লাগে) এবং সেই সঙ্গে 3 কুটি টাকা দিয়ে বাড়ি কিনে এবং তিন ছেলে মেয়ে কে বাহিরের কোন ইন্টারন্যাশনাল স্কুলে পড়ায় যেখানে এক ছেলের পিছনে নিম্নে হলে ও 1 লাখ টাকা লাগে মাসে।
হিসাব মিলান এত টাকা আশে কই থেকে ??
দেশে বেকার ছেলে রা চাকরি পায়না, কৃষক ফসলের দাম পায় না কারন গুলো বুঝতে পারছেন এবার।
একটা মাত্র সিক্রেট এজেন্সি গোটা পৃথিবী কে টাল মাটাল করে দিচ্ছে এবং এদের সহযোগী হল "র" এখন বাকি টা মিলায় নেন। খুব বেশি কঠিন কিছু না।
২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫১
পদ্মা_েমঘনা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
৯| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:২৮
মোহাম্মদ জামিল বলেছেন: বাধায় রাখার মতো একখান খাসা পোষ্ট।......
২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৫
পদ্মা_েমঘনা বলেছেন: বাঁধা-বাঁধির কিছু নাই। প্রত্যেককে নিজ-নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বাংলার মাটি এত সহজে করায়ত্ত করা সহজ নয়।
১০| ২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৪
বিজন রয় বলেছেন: সব কিছুর প্রমাণ দিতে নেই। সঠিক সময়েই প্রমাণ হয়ে যায়।
২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৬
পদ্মা_েমঘনা বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য।
১১| ২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৪
Safin বলেছেন: ওহো-
তাঁরা তো ৭১-এ আমাদের দেশটাকে স্বাধীন করে দিয়েছিল, তার প্রতিদান দিতে হপে নাহ্! এইটা তো বলতে গেলে তাদেরই দ্যাশ,তারা যুদ্ধ করে স্বাধীন করেছে!
ভরত ম্যাতা কি জ্যায় হো . . . . . .
২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৮
পদ্মা_েমঘনা বলেছেন: আবার জিগায়! জয়বাংলা বলে আগে বাড়তে হবে তো!!!
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৩
মোটা ফ্রেমের চশমা বলেছেন: শশশশ!! বেশি কতা বলবেন না মশাই! নইলে দাদারা আদ্দেকটা নয়, পুরো কাংলাদেসটাই নিয়ে যাবে'খন।