![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভারত চট্টগ্রাম বন্দর ব্যবহার শুরু করলো
মূল খবর এখানে:
http://www.amadershomoy.biz/newsite/2016/05/01/582759.htm#.Vya719R97IW
ট্রানজিট দিয়ে আমরা সিঙ্গাপুর হয়ে গেছি, এইবার অামরা ইউএসএ-তে পরিনত হওয়ার দিকে এগিয়ে গেলাম! খবরের নীচে দেখি অনেকে আমাদের কি বেনেফিট হবে জানতে চেয়ে প্রশ্ন তুলেছেন! ছি! আপনারা এত খারাপ! বন্ধুর কাছে কোন কিছুর বিনিময়ে বেনেফিট চাওয়া অসভ্যতা আপনারা এটাও জানেন না?!!!
আচ্ছা এদের কছে দেশ চুলায় যাক, যখন সবকিছু দেওয়া শেষ হয়ে যাবে তখন এদের পরিনতি কি হবে?
০২ রা মে, ২০১৬ বিকাল ৫:৫১
পদ্মা_েমঘনা বলেছেন: ধন্যবাদ সোজোন বাদিয়া ভাই। আমরা আম-জনতা। আমাদের তো মার্কিন নাগরিকত্ব নাই। আমাদেরই যত চিন্তা!!!
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা এই যে, কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না! সিকিমের যে লেন্দুপ দর্জিকে কথায়-কথায় লাল গালিচা সংবর্ধনা দেয়া হতো, স্বার্থ উদ্ধারের পর তার দিকে কেউ ফিরেও তাকায় নি! কেন্দ্রের কর্তা-ব্যক্তিদের সাথে দেখা করতে তাকে দিনের পর দিন অপেক্ষা করতে হয়েছে! এসব তো বেশিদিন আগের কথা নয়! শেষ পর্যন্ত ভিক্ষুকের মত পথের ধারে মারা গিয়েছে। এরা না হয় গন্তব্য ঠিক করে রেখেছে, আমরা কোথায় যাব বলতে পারেন?
২| ০৩ রা মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮
আশরাফুল ইসলাম রাসেল বলেছেন: অপেক্ষা করুন, শীঘ্রই বঙ্গভবন, গণভবনও ব্যবহার শুরু করবে
০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৩:২০
পদ্মা_েমঘনা বলেছেন: ওকে, অপেক্ষা করছি। আপনে মার্কিন নাগরিকত্ব নিয়েছেন তো?
৩| ২৮ শে জুন, ২০১৭ বিকাল ৩:৩৮
মক্ষীরাজা বলেছেন: ভাইয়ুমণিতা!!!!!!!!!
বাহ!!!!!!!!
মুগ্ধ মুগ্ধ মুগ্ধ!!!!!!!!
ঠিক পরীর দেশের রাজণ্যদের লেখা !!!!!!!!
উলে জাদুরে। উম্মা
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৬ দুপুর ২:৫৬
সোজোন বাদিয়া বলেছেন: কেন ওনারা ওনাদের নেতারা প্লেনে চড়ার ব্যবস্থা কি ঠিকঠাক করে রাখছেন না? কোথায় আছেন আপনি? আর ভুলে গেছেন, আমাদের 'মুক্তিযুদ্ধের চেতনার প্রধানমন্ত্রী' মন্ত্রীত্ব ফেলে ছুটে গিয়েছিলেন জন্মসূত্রে তাঁর নাতনির মার্কিন নাগরিকত্ব নিশ্চিত করতে। তাঁর আপন পুত্রধন-কন্যাধন কোথায় থাকবেন সে ব্যাপারও কি বোঝেন না?