![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোনার গাঁ থেকে কি দেশের অন্যান্য এলাকার অবস্থা খুব ভাল? যদি না হয় তবে নিজেকে প্রশ্ন করুন এই অমানবিকতার দায় কি আপনারও নয়! দিনের পর দিন আপনি মেনে নিয়েছেন! প্রকাশ্য দিবালোকে রাস্তায় পিটিয়ে মারা হয়েছে, আপনি নিরুদ্বিগ্ন ছিলেন! কি বললেন, আপনার কোন নিকটজন তো না!
ধর্ষণে সেঞ্চুরীর পর মিষ্টি বিতরণ হয়েছে, আপনি নিশ্চিন্ত ছিলেন, আপনার কাছের কেউ ভিকটিম ছিল না! নিজ বাড়ীর বেডরুমে সাংবাদিক জবাই হয়েছে নিজ অবোধ সন্তানের সামনে! আপনি তখনও চুপ ছিলেন! চিন্তাও করেন নাই, ওই শিশুটি সারাটা জীবন কি ভায়ানক ট্রমার মধ্য দিয়ে যাবে!
মনে পড়ে আপনার, "আব্বু তুমি কান্না করতেছ যে?"। খুব বেশিদিন আগের কথা তো নয়!
কোটা আন্দোলনকারীদের পিটিয়ে রক্তাক্ত করার সময় একজন শিক্ষকের পা জড়িয়ে ধরে বাঁচার আকুতির ছবিটা ভুলে যান নি তো? অথবা স্কুলের বাচ্চাগুলির সহপাঠী মৃত্যুর বেদনায় শুধুমাত্র একজন দানবের পদত্যাগ আর নিরাপদ সড়ক চাওয়ার বিরাট অপরাধে হেলমেট বাহিনীর তান্ডব! ভুলে গেছেন তো! কোন সমস্যা নেই! আপনিও এই ভিকটিমদের একজন হবেন! শুধু সময়ের অপেক্ষা! আজ না হয় কাল, না হয় পড়শু!
ভিডিও দেখতে চাইলে:
https://www.youtube.com/watch?v=OPu9uM-0B7Q
খবরের লিংক:
http://mzamin.com/article.php?mzamin=150018
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৪
রাজীব নুর বলেছেন: লিংক টা সুন্দর করে দেন।