![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয়তমা,
কেমন আছো? হয়তো তুমি সেই অন্তহীন দ্বন্দ্বে এখনও ভুগছ। চিন্তাশীল হওয়ার এই এক সমস্যা। দ্বন্দ্ব লেগে থাকে। মাঝে মাঝে ভাবি তুমি এতো কিছুর পরও কিভাবে হাসো? অন্যদিকে আমি ভ্রু সংকোচ নে মলিন চেহারা করি। আর তুমি সুধা বিতরণ করো সবার মাঝে। অনন্য মানুষ গুলো এমন হয় বুঝি।
তুমি পার করো নিদ্রাহীন রাত নিশাচর প্রাণীর ন্যায়। কিভাবে পার এতো রাত নিদ্রাহীন ভাবে কাটাতে? অথচ আমি এক নিদ্রাহীন রাতে ভেঙ্গেছি চশমা। কয়েক শত শব্দ ভুল লিখে কেটে দিয়ে আবার লিখেছি ভুল। এক বাক্য লিখতে গিয়ে ঘুমিয়ে পড়েছি আবার কোন এক তাড়নায় জেগে উঠে বাক্য সম্পন্ন করেছি। কী বিড়ম্বনা দেখ তারপরও একটা শব্দ আমি ভুল লিখেছি। ঘুম আর জেগে থাকা অবস্থায় পার করেছি রাত। কোন এক তৃষ্ণায়। তোমার শব্দ শোনার অপেক্ষায়। তোমার সঙ্গ অনুভব করতে। তুমি আছ সেই অনুভূতি নিতে আমি বারবার জেগে উঠেছি মাঝ রাতে। ঘুম বাদ সাজে নি তখন।
তুমি জান আমার হৃদয় ও আমাকে। আর আমি অপেক্ষা করি তুমি ও তোমার হৃদয়কে জানার। তাই বকতে থাকি পাগলের প্রলাপ আর তুমি, কী অদ্ভুত মায়া নিয়ে পড় সেই প্রলাপ। তুমি কেন এমন হলে? তোমাকে ডিঙানো যায় না শত প্রচেষ্টায় ও। অবেচতন অবস্থায় তুমি জাগিয়ে তুলো আর চেতন অবস্থায় তোমার পিছু ছুটি অবিরত ।
আমার পিছু ছুটায় ক্লান্তি ভর না করুক। যেমন সাগর আমাকে ক্লান্ত করে নি।
©somewhere in net ltd.