নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাহাড়ি ফুল

আমি জ্যোস্না দেখি নি, তাই হয়তো তুমি এখনও জাগো নি।

পাহাড়ি ফুল › বিস্তারিত পোস্টঃ

এনাক্ষী ও দাড় কাক এর দিনলিপি

১৩ ই আগস্ট, ২০২২ রাত ১১:৩৭




তোমাকে মনে না করে দিন কাটানো দারুন মুশকিল দেখি। সমুদ্রের বিশাল জলরাশি, পাহাড়ের বাড়ন্ত যৌবন কিছুই তোমাকে ভুলাতে পারে নি। সাগর এর সাথে আমার যেই সম্পর্ক তা মধুর। সাগর হয়তো শুধু দাতা বলে। তুমিও তাই। নিজের মাঝে একটা সাগর যার বিশালতা আমাকে ভীত করে।তোমার উপর অনর্থক রাগ দেখিয়েছি । হয়তো আমি তোমার কাছে অনর্থক। তাতে কী বা যায় আসে? তুমি তো আমার কাছে দারুন অর্থবহ। তোমার স্বাভাবিক নড়াছড়াও। তাই হয়তো ভেবেছি তুমিও বুঝ আমি কী চাই না। এতো শুধু আমার ধারণা। তুমিও তো রক্তে মাংসে গড়া মানুষ, যার নিজস্ব সব ধ্যান ধারণা আছে। অন্যকে পড়ে ফেলতে পারলে তো তুমি প্রিয়তমা না হয়ে বিধাতা হতে। হয়তো নিজের অজান্তে তোমাকে এই ক্ষমতা দিয়েও তৈরি করেছি নিজের মাঝে, যে তুমি বুঝতে পারবে আমি কী ভাবি। কী স্বার্থপর আমি তাই না? তোমাকে বুঝার চেষ্টা না করে নিজেকে বুঝাচ্ছি। কেন যে আমি এইসব ঘটনা নিজের মাঝে রাখতে চেয়েছি জানি না। এই আমার সীমাবদ্ধতা হয়তো।

০৯/০৮/২০২২

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.